Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরীর প্রস্তুতি পর্ব-১৯।

bcs general science prepration


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।



সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি

১। যেসব উদ্ভিদ বরফের উপর জম্মায় তাদের কে কী বলে?
উত্তরঃ- ক্রায়োফাইট
২। ভ্যাকসিনের আবিষ্কারক কে?
উত্তরঃ- জেনার
৩। জীবাশ্ম ঘটিত উদ্ভিদ চর্চাকে কী বলে?
উত্তরঃ- প্যালিও উদ্ভিদ চর্চা
৪। কোন গাছের বয়স নির্ণয় করা যায় কিভাবে?
উত্তরঃ- বলয় গণনা করে

সাধারন বিজ্ঞান


৫। উদ্ভিদের কোন রেচন পদার্থ চর্ম শিল্পে ব্যবহৃত হয়?
উত্তরঃ- ট্যানিন
৬। মরুভূমিতে জম্মানো উদ্ভিদকে কী বলে?
উত্তরঃ- জেরোফাইট
৭। কচু খেলে গলা চুলকানোর কারণ কী?
উত্তরঃ- র‌্যাফাইড
৮। প্রাথমিক সোনার বিশুদ্ধতা কত?
উত্তরঃ- ২৪ ক্যারেট
৯। কীসের বয়স নির্ধারনের জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তরঃ- জীবাশ্ম
১০। গাছের জন্য সুষম সার কোনটি?
উত্তরঃ- কম্পোস্ট




১১। রাসায়নিকভাবে জল হচ্ছে--
উত্তরঃ- অক্সাইড
১২। ‘গ্যাস অয়েল’ আসলে
উত্তরঃ-ডিজেল অয়েল
১৩। ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ- অ্যাসকরবিক অ্যাসিড
১৪। দুধের পাস্তুরাইজ করার উদ্দেশ্য কী?
উত্তরঃ- স্বাদ ও সুগন্ধ বৃদ্ধি
১৫। সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তরঃ- বিউটেন
১৬। ফটোগ্রাফির কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহৃত হয়?
উত্তরঃ- সিলভার ব্রোমাইড
১৭। পদার্থের চতুর্থ অবস্থা কোনটি?
উত্তরঃ- প্লাজমা
১৮। জারণ ও বিজারণকে সংক্ষেপে কী বলা হয়?
উত্তরঃ- রিডাকস্ বিক্রিয়া
১৯। কার দংশনে ফরমিক এসিড নিঃসৃত হয়না?
উত্তরঃ- মশার
২০। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গ্যাস?
উত্তরঃ- অক্সিজেন




২১। কোন বস্তুটি বহুদিন পানি বা রোদে থাকলে নষ্ট হয়না?
উত্তরঃ-কাঁচ
২২। কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তরঃ- দস্তা
২৩। কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
উত্তরঃ- সীসা
২৪। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কতটি?
উত্তরঃ- ১০৯ টি
২৫। ‘ক্লোরোপিক্রিন’ কোন গ্যাসের রাসায়নিক নাম?
উত্তরঃ- কাঁদুনে গ্যাসের
২৬। বাতাস একটি--
উত্তরঃ- পদার্থ
২৭। পানির ক্ষারতার কারণ কী?
উত্তরঃ- ক্যালসিয়াম বাই কার্বনেট লবন
২৮। বাজারে প্রাপ্ত মদের রাসায়নিক নাম কী?
উত্তরঃ- ইথাইল অ্যালকোহল
২৯। প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়-
উত্তরঃ- চারভাগ হাইড্রোজন ও একভাগ কার্বন মিলিয়ে
৩০। স্যাকারিন প্রস্তুত হয় কোথা থেকে?
উত্তরঃ- টলুইন হতে




৩১। পলিথিন হচ্ছে-
উত্তরঃ-ইথিলিনের পলিমার
৩২। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবনেকে কী বলে?
উত্তরঃ- সোডা ওয়াটার
৩৩। ‘মিল্ক অব লাইম’ বলা হয় কাকে?
উত্তরঃ- ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে
৩৪। ‘দার্শনিকের উল’ নামে পরিচিত কোনটি?
উত্তরঃ- জিংক অক্সাইড
৩৫। প্লাস্টার অব প্যারিস কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ- প্রাণিদেহের ভাঙ্গা হাড় জোড়া দিতে
৩৬। ‘এপসম’ লবণের রাসায়নিক নাম কী?
উত্তরঃ- ম্যাগনেশিয়াম সালফেট
৩৭। ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
উত্তরঃ- অ্যালুমিনিয়াম
৩৮। কোন পদার্থটি কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে?
উত্তরঃ- পানি
৩৯। নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি?
উত্তরঃ- বায়ুমন্ডল
৪০। ডিডিটি কী?
উত্তরঃ- একটি কীটনাশক

সাধারন বিজ্ঞানের প্রতিটি টিউটরিয়াল এ আপনাদের জন্য তুলে নিয়ে আসি জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও মৃত্তিকা বিজ্ঞানের নতুন কোন তথ্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি নিজকে প্রস্তুত করতে থাকুন বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য।

No comments:

Post a Comment