Feb 1, 2020

নৈতিকতা, মূল্যবোধ এবং সু-শাসন প্রস্তুতি পর্ব-০৪।

বিসিএস  পরীক্ষার জন্য  নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১০ নম্বরের নৈবক্তিক প্রশ্ন আসবে নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন থেকে। তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন এর  উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের  নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন এর  পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন  সম্পর্কে নতুন কোন তথ্য।


image of morality values and good governance




১।মূল্যবোধ শিক্ষা কী?
উত্তরঃ- নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা।
২। মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ-পরিবার
৩। মূল্যবোধকে কে মানুষের ইচ্ছার একটি মানদন্ড বলেছেন?
উত্তরঃ- এম আর উইলিয়াম
৪। মূল্যবোধের আরেক নাম কী?
উত্তরঃ-নৈতিকতা
৫।নৈতিকতা কোন শাস্ত্রের শাখা?
উত্তরঃ- দর্শন
৬।পরিবর্তন প্রতিরোধের মানসিকতা প্রকটভাবে দেখা যায় কাদের মধ্যে?
উত্তরঃ- আমলাদের মধ্যে
৭।মানুষ আজন্ম পরিচিত কোনটির সাথে?
উত্তরঃ- সামাজিক মূল্যবোধের সাথে।
৮। “সামাজিক মূল্যবোধ বিশ্বাসের এক প্রকৃতি’- কে বলেছেন?
উত্তরঃ-এফ ই মেরিল।
৯। সুশাসন প্রত্যয়টি কেমন?
উত্তরঃ- দ্বিমুখী
১০।’সুশাসন’ ধারনার প্রবর্তক কে?
উত্তরঃ-বিশ্ব ব্যাংক






১১। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা  সুশাসনের উপর কবে প্রতিবেদন প্রকাশ করে?
উত্তরঃ- ১৯৯৮ সালে।
১২। সুশাসন বলতে মৌলিক মানবাধিকার বুঝায় কোন দেশেগুলোতে?
উত্তরঃ- অষ্ট্রেলিয়া, ডেনমার্ক ও নেদারল্যান্ড।
১৩।মানুষের আচরণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী আদর্শ সমুহকে কী বলে?
উত্তরঃ- সামাজিক মূল্যবোধ ।
১৪।স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনটির বিকল্প নেই?
উত্তরঃ- তথ্য অধিকার আইন।
১৫। নাগরিকের কর্তব্যকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ- ৩ ভাগে।
১৬। সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার?
উত্তরঃ- সামাজিক অধিকার।
১৭। G2C প্রক্রিয়ায় কাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- সরকার ও জনগণের মধ্যে।
১৮। সংবিধানকে সমুন্নত রাখার অর্থ কী?
উত্তরঃ- রাষ্ট্রের সবকাজ সংবিধান অনুযায়ী হবে।
১৯। শ্রমের মর্যাদা নিশ্চিত করতে কিসের প্রয়োজন?
উত্তরঃ- সরকারের সদিচ্ছা ও জনসচেতনতা।
২০। সুশাসন বাস্তবায়নের অন্যতম প্রধান হাতিয়ার কী?
উত্তরঃ- ই-প্রকিউরমেন্ট






২১। বর্তমান সময়ের গণতন্ত্র কোন ধরনের?
উত্তরঃ- প্রতিনিধিত্বমূলক।
২২।সাম্প্রদায়িক সম্প্রীতি আগ্রাসন থেকে রক্ষা করে-
উত্তরঃ- ধর্মকে।
২৩। জাতিসংঘ সনদে গুরুত্বপূর্ণ মানবাধিকারের ঘোষনা দেওয়া হয়েছে কয়টি?
উত্তরঃ- ২৮ টি।
২৪। অব্যবহৃত মাদক কত প্রকার?
উত্তরঃ- ২ প্রকার।
২৫। বাংলাদেশ সহ এশিয়া,আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোকে  ’সফট সোসাইটি’ বলে কে আখ্যা দিয়েছেন?
উত্তরঃ- গুনার মিরডাল
২৬।নাগরিকের জীবন রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণকে কী বলে?
উত্তরঃ- গণতান্ত্রিক মূল্যবোধ।
২৭। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ইচ্ছা ও সামথ্য থাকা কাদের প্রয়োজন?
উত্তরঃ- জনগণের
২৮।  দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কিভাবে?
উত্তরঃ- গণতান্ত্রিক মূল্যবোধের চর্চার দ্বারা।
২৯। গণতান্ত্রিক মূল্যবোধ কী বৃদ্ধি করে?
উত্তরঃ- নাগরিকের মর্যাদা।
৩০। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কার দায়িত্ব?
উত্তরঃ- সরকারের।






৩১। প্রশাসন যন্ত্রের মূল ধারক-বাহক কে?
উত্তরঃ- সরকার।
৩২। সুশাসন সমাজকে কীথেকে দূরে রাখে?
উত্তরঃ- দূর্নীতি থেকে।
৩৩। ’কানেকটিং পিপল’ কথাটির অর্থ কী?
উত্তরঃ- জনগণকে সংশ্লিষ্ট করা।
৩৪। রাষ্ট্রের পরিচালক হিসেবে ভূমিকা পালন করে কে?
উত্তরঃ- সরকার।
৩৫। শিক্ষার হার ও মান বৃদ্ধির মাধ্যমে কোনটি বৃদ্ধি করা যায়?
উত্তরঃ- নাগরিকদের সচেতনতা।
৩৬।নৈতিক নিয়মানুযায়ী কর্তব্য করার যে মানসিকতা বা বাসনা তাকে কী বলে?
উত্তরঃ- সততা।
৩৭। নীতিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ- Ethics
৩৮। দেশের সুশাসন কাঠামো যত মজবুত, সেখানে সমৃদ্ধি তত-
উত্তরঃ- বেশি।
৩৯। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কোনটির দরকার?
উত্তরঃ- সুশাসন
৪০।পরানীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
উত্তরঃ- নৈতিক ভাষার অর্থ ও যুক্তি।





পোস্ট সম্পর্কে কোন মতামত থাকলে তা কমেন্ট এর মাধ্যমে জানাতে ভূলবেন না। পোস্টটি আপনার ভালো লাগলে শেয়ার করুন সোস্যাল মিডিয়ায় ।

No comments:

Post a Comment