Feb 1, 2020

ভূগোল ও পরিবেশ বিসিএস, চাকুরি, ভর্তি ও অন্যান্য পরীক্ষার প্রস্তুতি।

বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য ভূগোল ও পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আগে সাধারন বিজ্ঞানের অন্তর্ভূক্ত ছিল। এখন আলাদা সিলেবাস হয়েছে। ভূগল ও পরিবেশের বিষয়গুলো অনেকটা সাধারন জ্ঞান ও সাধারন বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আলাদা করা অনেক সময় কঠিন হয়ে যায়। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১০ নম্বর আসবে ভূগোল ও পরিবেশ থেকে। তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল ভূগোল ও পরিবেশের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের ভূগোল ও পরিবেশর পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো ভূগোল ও পরিবেশ সম্পর্কে নতুন কোন তথ্য




১। সুনামীর কারণ কী
উত্তরঃ- সমুদ্রের তলদেশে ভূমিকম্পন।
২। বায়ূমন্ডলের শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?
উত্তরঃ- ০.৮
৩। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দূর্যোগ হয়?
উত্তরঃ- ভূমিকম্প
৪।কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
উত্তরঃ- শুক্র গ্রহের
৫। শুক্রগ্রহের তাপমাত্রা কত?
উত্তরঃ-৪৬৫ ডিগ্রী সেন্টিগ্রেড ।
৬। কিসের স্রোতে নদীখাত গভীর হয়?
উত্তরঃ- জোয়ার ভাটার স্রোতে।
৭। বিশ্বের প্রথম মহাশূন্যচারী কে?
উত্তরঃ- মেজর ইউরি গ্যাগরিন
৮। ইউরি গ্যাগরিন মহাশূন্যে যান কতসালে?
উত্তরঃ- ১৯৬১ সালের ১২ ই এপ্রিল।
৯। গ্রীনিচ মান মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ- যুক্তরাজ্যে
১০। GMT এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Greenwich Mean Time.



১১।গ্রীনিচ মান টাইম কত সাল থেকে চালু করা হয়?
উত্তরঃ-১৮৮৪ সাল থেকে।
১২। বায়ূমন্ডলে শতকরা কতভাগ নাইট্রোজেন বিদ্যমান?
উত্তরঃ- ৭৮.০৮
১৩। বায়ূমন্ডলে শতকরা কতভাগ অক্সিজেন বিদ্যমান?
উত্তরঃ-২০.৭১
১৪। বায়ূমন্ডলের কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে নেয়?
উত্তরঃ-ওজনস্তর
১৫। মানুষের বসবাসের উপযোগী স্তর কোনটি?
উত্তরঃ-ট্রপোস্ফিয়ার
১৬।বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তরঃ- ৮৮ ডিগ্রী ০১ থেকে ৯২ ডিগ্রী ৪১ পূর্ব দ্রাঘিমাংশে
১৭।কর্কটক্রান্তি রেখা কোথা দিয়ে গেছে?
উত্তরঃ- বাংলাদেশের প্রায় মধ্যখান দিয়ে।
১৮। কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
উত্তরঃ- ট্রপিক অব ক্যানসার
১৯। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা?
উত্তরঃ-  বিষুবরেখা
২০। ব্লাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ- জার্মানিতে।




২১। ইউরোপ মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
উত্তরঃ- উত্তর গোলার্ধে
২২। সূর্যদয়ের দেশ কোনটি?
উত্তরঃ- জাপান
২৩। ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোনটিকে?
উত্তরঃ- সুইজারল্যান্ড
২৪। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ- এশিয়া
২৫। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ- ইয়াংসিকিয়াং
২৬। গ্রীনল্যান্ড কোন দেশের মালিকানায়?
উত্তরঃ- ডেনমার্কের
২৭। জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
উত্তরঃ- কুড়িল দ্বীপপুঞ্জ
২৮। আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ-দক্ষিণ আমেরিকা মহাদেশে ।
২৯।মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি?
উত্তরঃ- আনাতোলিয়া
৩০।পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি?
উত্তরঃ- মধ্য ইউরোপের সমভূমি।




৩১। পার্বত্য অঞ্চলে পর্বতশেণির মধ্যবর্তী সংকীর্ণ ও অনুচ্চ পথকে কী বলে?
উত্তরঃ- গিরিপথ
৩২।প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত কোনটি?
উত্তরঃ- মারিয়ানা ট্রেঞ্জ
৩৩। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ- ভলগা
৩৪।ভলগা নদী কোন দেশে অবস্থিত?
উত্তরঃ- রাশিয়ায়
৩৫।হরমুজ প্রণালী কোথায় অবস্থিত?
উত্তরঃ- ওমান ও পারস্য উপসাগরের মধ্যে।
৩৬।বাংলাদেশের পাহাড়শ্রেণি ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে-
উত্তরঃ- টারশিয়ারী যুগের
৩৭। বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত?
উত্তরঃ- ভাওয়াল ও মধুপুরের বনভূমি।
৩৮। বাংলাদেশের পরিবেশ আদালত কয়টি?
উত্তরঃ- ৩ টি
৩৯। শীতকালে বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উত্তরঃ- উত্তর পূর্ব দিকে
৪০। সমুদ্র স্রোতের কারণ কী?
উত্তরঃ- বায়ূ প্রবাহের প্রভাব।

No comments:

Post a Comment