Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরি প্রস্তুতি পর্ব-০৪।

image of general science for bcs



বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারণ বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।


১। শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র কোনটি?
 উত্তরঃ- অডিওমিটার
২। উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র কোনটি?
 উত্তরঃ-ট্যাকোমিটার
৩। মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্র কোনটি?
 ‍উত্তরঃ- স্ফিগমোম্যানোমিটার
৪। নোবেল পুরস্কারের জনক কে?
 উত্তরঃ- আলফ্রেড নোবেল
৫।আলফ্রেড নোবেল কী আবিষ্কার করেন?
উত্তরঃ- ডিনামাইট
৬।স্টিফেন হকিং একজন বিখ্যাত-
উত্তরঃ-পদার্থবিদ
৭।পারমানবিক বোমার আবিষ্কারক কে?
উত্তরঃ-ওপেন হেইমার
৮। MKS পদ্ধতিতে ভরের একক কী?
উত্তরঃ- কিলোগ্রাম
৯। ১ ইঞ্চি সমান কত বর্গসেন্টিমিটার?
উত্তরঃ-৬.৪৫
১০। এক কুইন্টাল সমান কত কেজি?
উত্তরঃ- ১০০ কেজি




১১।কোন মাধ্যমের তাপমাত্রা বাড়লে ঐ মাধ্যমে শব্দের গতি-
উত্তরঃ-বাড়ে
১২।পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত বেশি?
উত্তরঃ-প্রায় সাড়ে চারগুন
১৩।আল্ট্রাসোনিক তরঙ্গ কী?
উত্তরঃ-শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ।
১৪।শব্দের তীক্ষতা মাপা হয় কোন এককে?
উত্তরঃ-ডেসিবল এককে
১৫। প্রেসার কুকারে পানির ফুটনাঙ্ক কেমন?
উত্তরঃ-স্বাভাবিকের চেয়ে বেশি
১৬।পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত তাপমাত্রায়?
উত্তরঃ- 4C
১৭। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
উত্তরঃ-মিথেন
১৮।জলজ শামুক এবং ঝিনুকের খোলস কী দিয়ে গঠিত?
উত্তরঃ-কার্বনেট
১৯।কোন অধাতুটি বিদ্যুৎ পরিবহন করে?
উত্তরঃ-গ্রাফাইট
২০।ইস্পাতে কার্বনের শতকরা পরিমান কত?
উত্তরঃ-০.১৫ থেকে ১.৫%




২১। কার্বনের রুপভেদ কয়টি?
উত্তরঃ- দুইটি
২২। কার্বনের রুপভেদ দুইটি কী কী?
উত্তরঃ-হীরক ও গ্রাফাইট
২৩।কার্বন ও অন্যান্য মৌলের সমন্বয়ে যৌগ কোনটি?
উত্তরঃ-জৈব যোগ
২৪।ভাইরাসজনিত রোগ নয়-
উত্তরঃ-নিউমোনিয়া
২৫।ডেঙ্গু জরের বাহক কোনটি?
উত্তরঃ- এডিস মশা
২৬।মানব দেহে ক্রোমোসোমের সংখ্যা কত?
উত্তরঃ-২৩ জোড়া
২৭।ডিএনএ এর নাইট্রোজেন বেস কোনটি?
উত্তরঃ-গুয়ানিন
২৮। বাংলাদেশে সর্বপ্রথম টেস্টটিউব বেবির মা কে?
উত্তরঃ- ফিরোজা বেগম
২৯।সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ-৬টি
৩০।হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?
উত্তরঃ-ক্যালসিয়াম ও ফসফরাস




৩১।চা পাতায় কী থাকে?
উত্তরঃ- ভিটামিন বি কমপ্লেক্স
৩২।সাধারন তাপমাত্রায় বায়ুচাপে পানি কত ডিগ্রী তাপমাত্রায় ফুটে?
উত্তরঃ- ১০০০  সেন্টিগ্রেড তাপমাত্রায়
৩৩।কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী?
উত্তরঃ- রুপা
৩৪।কোন গ্যাস অগ্নি নির্বাপক?
উত্তরঃ-কার্বন ডাই অক্সাইড
৩৫।তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কী?
উত্তরঃ-নিকোটিন
৩৬।মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের বাড়ী কোন জেলায়?
উত্তরঃ-বরগুনা
৩৭।এপিকালচার কী?
উত্তরঃ-মৌমাছি পালন
৩৮।এভিকালচার কী?
উত্তরঃ- পাখিপালন
৩৯।পিসিকালচার কী?
উত্তরঃ-মৎস পালন
৪০।ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ-স্কার্ভি রোগ

No comments:

Post a Comment