Feb 1, 2020

ভূগোল ও পরিবেশ প্রস্তুতি পর্ব-০৩।

বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য ভূগোল ও পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আগে সাধারন বিজ্ঞানের অন্তর্ভূক্ত ছিল। এখন আলাদা সিলেবাস হয়েছে। ভূগল ও পরিবেশের বিষয়গুলো অনেকটা সাধারন জ্ঞান ও সাধারন বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আলাদা করা অনেক সময় কঠিন হয়ে যায়। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১০ নম্বর আসবে ভূগোল ও পরিবেশ থেকে। তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল ভূগোল ও পরিবেশের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের ভূগোল ও পরিবেশর পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো ভূগোল ও পরিবেশ সম্পর্কে নতুন কোন তথ্য।



১।বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উত্তরঃ- বায়ু উচ্চচাপ হতে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়।
২। অক্ষাংশে রেখার প্রভাব বেশি কিসের উপর?
উত্তরঃ- বায়ু ও তাপের উপর
৩।দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রমে সাজাতে হলে যে কাজটি সর্বপ্রথমে করতে হবে-
উত্তরঃ- ঝুঁকি চিহ্নিতকরণ
৪।সাইক্লোন কোন শব্দ?
উত্তরঃ- এটি একটি গ্রীক শব্দ (Kyklos) থেকে এসেছে।
৫। দক্ষিণ এশিয়াতে ঘুর্ণিঝড়কে কী বলে?
উত্তরঃ- সাইক্লোন
৬। আইরিন কী?
উত্তরঃ-যুক্তরাষ্ট্রে আঘাত হানা একটি ঘুর্ণিঝড়।
৭। সাগরে ঘুর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে-
উত্তরঃ- জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পায়।
৮।সাইক্লোনের মতো টর্নেডো সৃষ্টির মূল কারণ কী?
উত্তরঃ-লঘু বা নিম্নচাপ সৃষ্টি হওয়া।
৯। অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে কী কমে যায়?
উত্তরঃ- মাটির আদ্রতা
১০।দুর্যোগ কোন ধরনের ঘটনা?
উত্তরঃ- বিপর্যয় পরবর্তী ঘটনা।




১১। সমুদ্রের গভীরতা নির্নয় করা কিসের দ্বারা?
উত্তরঃ- প্রতিধ্বনির সাহায্যে
১২। ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত  ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
উত্তরঃ- ছায়াবৃত্ত
১৩। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ- বৃহস্পতি
১৪। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তরঃ- বুধ
১৫।সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ-শনি
১৬। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তরঃ-চাঁদ
১৭। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কী বলে?
উত্তরঃ- নিয়ত বায়ু
১৮। গ্রীন হাউজ প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ-
উত্তরঃ- সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে।
১৯। ঘূর্ণিঝড় ও দূর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কী
উত্তরঃ- স্পারসো।
২০।সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোথায়?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরের বহিঃসীমানা বরাবর।



২১। গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
উত্তরঃ- প্রশান্ত মহাসাগরে।
২২। জলবায়ু কাকে বলে?
উত্তরঃ- সাধারনত কোন স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে।
২৩।বিষুবরেখার (Equator) নামানুসারে কোন দেশের নাম করন করা হয়েছে?
উত্তরঃ- ইকুয়েডর
২৪। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কোনটি?
উত্তরঃ-প্রাকৃতিক পরিবেশ।
২৫।  পৃথিবীর মোট চাপ বলয় কয়টি?
উত্তরঃ- ৭টি।
২৬। বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কোন কালে?
উত্তরঃ- শীতকালে।
২৭। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার?
উত্তরঃ- ৪১৫৬ কিলোমিটার।
২৮। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
উত্তরঃ-২০০ নটিক্যাল মাইল।
২৯। ‘আরব বসন্ত’ বলতে কী বোধায়?
উত্তরঃ- আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।
৩০। এশিয়াকে আফ্রিকা মহাদেশে থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি?
উত্তরঃ- লোহিত সাগর।



৩১। এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
উত্তরঃ- মালেশিয়া ও ইন্দোনেশিয়া।
৩২। ভূমধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীটি অবস্থিত?
উত্তরঃ- জিব্রাল্টার প্রণালী।
৩৩। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ- বেরিং প্রণালী।
৩৪।সমুদ্রপৃষ্ঠ ৪৫সেমি বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate Refugee হবে-
উত্তরঃ- ৩.৫ কোটি
৩৫।গ্রীণহাউজ ইফেক্ট বলতে কী বুঝায়?
উত্তরঃ- তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্র বৃদ্ধি।
৩৬।কিয়োটা চুক্তির মূল উৎস কী?
উত্তরঃ- উষ্ঞতা হ্রাস।
৩৭। ভূপৃষ্ঠর উপরিভাগে জীবমন্ডলের ব্যাপ্তি কত কিলোমিটার?
উত্তরঃ- প্রায় ১০ কিলোমিটার।
৩৮।বায়ূ সর্বদা একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হওয়ার কারণ কী?
উত্তরঃ- তাপ ও চাপের পার্থক্যের কারণে।
৩৯।দিনের বেলায় বায়ু সমুদ্র থেকে প্রবাহিত হওয়ার কোন দিকে?
উত্তরঃ- স্থলভাগের দিকে।
৪০। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমান কত?
উত্তরঃ- ২০৩ সেন্টিমিটার।

No comments:

Post a Comment