কম্পিউটার এবং তথ্য প্রযুক্ত বিষয়ক আজকের পর্বে আমরা জানবো জানা এবং অজানা নতুন সব তথ্য। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় আবশ্যিক একটি বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তাই আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে।
১। হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ কোনটি?
উত্তরঃ- ডেসিমাল ডিজিট ও অক্ষর
২। BCD কোডে বিটের সংখ্যা কয়টি?
উত্তরঃ- ৪টি
৩। প্রোগ্রাম রচনা করা কোন ভাষায় সবচেয়ে কঠিণ?
উত্তরঃ- মেশিনের ভাষায়
৪। প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে কোন কম্পিউটার?
উত্তরঃ- সুপার কম্পিউটার
৫। মাইক্রো কম্পিউটারের অপর নাম কী?
উত্তরঃ- পারসোনাল কম্পিউটার
৬। কীবোর্ডকে কী বলে?
উত্তরঃ- কনসোল
৭। কম্পিউটারের বাসের গতি মাপা হয় কোনটি দ্বারা?
উত্তরঃ- মেগাহার্টেজ
৮। USB এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- Universal Serial Bus
৯। 'Add or Remove programs' ইউটিলিটি কোথায় পাওয়া যায়?
উত্তরঃ- Control Panel এ
১০।ইউনিকোডে অদ্বিতীয় অঙ্ক, অক্ষর এবং প্রকাশ করা হয় কিভাবে?
উত্তরঃ-২১৬ বা ৬৫৫৩৬
১১। সাধারনত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় কিসে?
উত্তরঃ- টিভি রিমোট কন্ট্রোলে
১২। মোবাইল ফোনের ইনপুট ডিভাইস নয় কোনটি?
উত্তরঃ- পাওয়ার সাপ্লাই
১৩। যে সাইটটি কেনা বেচার জন্য নয়?
উত্তরঃ- গুগল
১৪। সোস্যাল নেটওয়ার্কিং টুইটার তৈরি হয় কত সালে?
উত্তরঃ- ২০০৬ সালে
১৫। স্মার্টফোন অপারেটিং সিস্টেমটির ওপেন সোর্স প্লাটফর্ম কোনটি?
উত্তরঃ- Android
১৬।তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য কোনটি উপযোগী?
উত্তরঃ-ওয়াইম্যাক্স
১৭। মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়ে অধিকাংশ দুরত্ব অতিক্রম করে কিভাবে?
উত্তরঃ-ওয়েভ গাইডের মধ্য দিয়ে
১৮।বিশ্বের প্রথম স্মার্টফোন কোনটি?
উত্তরঃ- আইবিএম সাইমন
১৯। এন্ড্রয়েব ব্যবহৃত প্রথম ফোন কোনটি?
উত্তরঃ- HTC Dream (T-Mobile G)
২০। টাচস্ক্রীন প্রযুক্তির জনক কে?
উত্তরঃ- ড.স্যামুয়েল হাস্ট
২১। মোবাইল ডিভাইসের প্রাণ কোনটি?
উত্তরঃ- অ্যাপ
২২। Bandwith বলতে কী বুঝায়?
উত্তরঃ- বিট পার সেকেন্ড
২৩। বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
উত্তরঃ- কক্সবাজারের ঝিলংঝায়
২৪। LAN, MAN এবং WAN এর পার্থক্য কী?
উত্তরঃ- আওতাধীন দূরত্ব
২৫। বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কী?
উত্তরঃ- আরপানেট
২৬। ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ- ভিনটর গ্রে কার্ফ
২৭। ফেসবুকের জনক কে?
উত্তরঃ- মার্ক জুকারবার্গ
২৮। ইন্স্টাগ্রাম কে উদ্ভাবন করেন?
উত্তরঃ- কেভিন সিস্ট্রম মাইক ক্রিঞ্জার
২৯। সিম্বিয়ান অপারেটিং সিস্টেম ব্যবহৃত প্রথম স্মার্টফোন কোনটি?
উত্তরঃ- এরিকসন আর ৩৮০
৩০। অপটিকাল ফাইবারে কয়টি অংশ ?
উত্তরঃ- ৩টি। কোন, ক্লাডিং এবং জ্যাকেট
৩১। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে কী করা যায়?
উত্তরঃ- দ্রুত তথ্য প্রেরণ করা যায়
৩২। ব্লুটুথ কী
উত্তরঃ- স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত একটি ওপেন ওয়ারলেস প্রোটোকল?
৩৩। ক্লায়েন্টকে প্রক্রিয়াকরণের কাজে সহায়তা করে কোনটি?
উত্তরঃ- সার্ভার
৩৪। বাংলাদেশে প্রথম অফলাইন ই মেইল চালু হয় কত সালে?
উত্তরঃ- ১৯৯৪ সালে
৩৫। E-mail এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Electronic Mail
৩৬। গুগলের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
৩৭। B2C প্রথম ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা শুরু করেন?
উত্তরঃ- ১৯৯২ সালে
No comments:
Post a Comment