Feb 1, 2020

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পর্ব-০৬।

কম্পিউটার এবং তথ্য প্রযুক্তর কল্যানে আজ পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে রুপান্তরিত হয়েছে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া বর্তমান পৃথিবীটাই তার কাছে অন্ধকার। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় আবশ্যিক একটি বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসবে। সুতারং বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ। তাই আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে।


কম্পিউটার ও তথ্য পযুক্তি



১। মাইক্রোপ্রেসেসরের প্রথম আবির্ভাব ঘটে কত সালে?
উত্তরঃ- ১৯৭১ সালে।
২। প্রথম ডিজিটাল  কম্পিউটারের নাম কী?
উত্তরঃ- Mark -1
৩। সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি?
উত্তরঃ- সুপার কম্পিউটার।
৪।  DOEL ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ- টেসিস
৫। ১ বাইটে বিটের সংখ্যা কত?
উত্তরঃ- ৮
৬। কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে
উত্তরঃ- ১০২৪  x ১০২৪ বাইট
৭। কম্পিউটার পোর্ট কী?
উত্তরঃ- এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ।
৮।সিরিয়াল পোর্ট এ কয়টি পিন থাকে?
উত্তরঃ- ৯টি।
৯। BIOS কী?
উত্তরঃ- Basic Input Output System.
১০।কম্পিউটারের বায়োস সংরক্ষিত থাকে কোথায়?
উত্তরঃ- ROM এ।




১১। বাংলাদেশে তৈরি ল্যাপটপ বাজারে আসে কবে??
উত্তরঃ- ১১ অক্টোবর ২০১১ সালে।
১২। ভাইরাস নামকরন করেন কে?
উত্তরঃ- ফ্রেডরিক কোহেন।
১৩।মাদার অফ অল ভাইরাস বলা হয় কাকে?
উত্তরঃ- CIH ভাইরাসকে।
১৪। CIH  ভাইরাস কে তৈরি করেন?
উত্তরঃ- তাইওয়ানের নাগরিক Chen-Ing-Hau
১৫। সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম কোনটি?
উত্তরঃ- ইউনিক্স
১৬। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত কত সালে?
উত্তরঃ- ২০০৮ সালে অক্টোবরে।
১৭।সর্বপ্রথম ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ- ১৯০১ সালে।
১৮। কম্পিউটার কী?
উত্তরঃ- একটি হিসাবকারী যন্ত্র।
১৯।আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ- চার্লস ব্যবেজ।
২০। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অংশ কী?
উত্তরঃ-  হার্ডওয়্যার ও সফটওয়্যার




২১। মেশিনের ভাষায় কম্পিউটারের লিখিত প্রোগ্রাম কে কী বলে?
উত্তরঃ- গন্তব্য প্রোগ্রাম।
২২।ইনটেল প্যারাগন কী?
উত্তরঃ- একটি পঞ্চম স্তরের কম্পিউটার।
২৩। কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ থাকে?
উত্তরঃ- ৫টি
২৪। আধুনিক কম্পিউটারের সূত্রপাত ঘটে কত সালে?
উত্তরঃ- ১৯৫০ সালে।
২৫।বিশ্বের প্রথম বৈদ্যুতিক কম্পিউটার কোনটি?
উত্তরঃ- এনিয়াক
২৬।প্রথম দিকে কম্পিউটারে ব্যবহার করা হতো-
উত্তরঃ- ভ্যাকুয়াম টিউব।
২৭।ডট পিচকে কিভাবে প্রকাশ করা হয়?
উত্তরঃ- মিলিমিটার ভগ্নাংশে।
২৮।হার্ডডিস্ককে কী বলা হয়?
উত্তরঃ-স্টোরেজ ডিভাইস।
২৯। কমপাইলারের কাজ কী?
উত্তরঃ- প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা।
৩০। বেসিক কী?
উত্তরঃ- কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।




৩১। অ্যাকসেন্ট মেমোরী কী?
উত্তরঃ- মেমোরী চিপ।
৩২।এনকোডার কী?
উত্তরঃ- ডিজিটাল সার্কিট।
৩৩।ওয়াল্ড ওয়াইড ওয়েবের জনক কে?
উত্তরঃ- টিম বার্নস লি।
৩৪। DNS এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Domain Name Services
৩৫।  WAN এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Wide Area Network.
৩৬। সেকেন্ডারী মেমোরী কোনগুলো?
উত্তরঃ- হার্ডডিস্ক, ফ্লপি ডিস্ক এবং সিডি রম।
৩৭। ফ্লপি ডিস্ক কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ- আউটপুট
৩৮। মাউস কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ- ইনপুট
৩৯।মজিলা ফায়ার ফক্স কী?
উত্তরঃ- একটি জনপ্রিয়  ওয়েব ব্রাউজার।
৪০। ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একককে কী বলে?
উত্তরঃ-ডেটা।

No comments:

Post a Comment