বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর। বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।
সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি।
১। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় __________উত্তরঃ- মাছ
২। বিপাকীয় বর্জ্য পদার্থ অপসারণ প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তরঃ- রেচন
৩। নিউক্যাসল রোগের অপর নাম কী?
উত্তরঃ- রাণীক্ষেত রোগ
৪। সাধারনত কোন রোগে হাঁস বেশি মারা যায়?
উত্তরঃ-হেপাটাইটিস
৫। ‘শীত নিদ্রা’ দেখা যায় কাদের মধ্যে?
উত্তরঃ- ব্যাঙের মধ্যে
৬। শীতল রক্ত বিশিষ্ট একটি প্রাণি হচ্ছে----
উত্তরঃ- ব্যাঙ
৭। মাকড়সার কয়টি কয়টি পা আছে?
উত্তরঃ- ৮টি
৮। মাছির কয়টি পা আছে?
উত্তরঃ- ৬টি
৯। সাদা রক্ত বা বর্ণহীন রক্ত বিশিষ্ট প্রাণি হচ্ছে------
উত্তরঃ- তেলাপোকা
১০। ‘প্রাকৃতিক লাঙল’ বা ‘কৃষকের বন্ধু’ বলা হয় কাকে?
উত্তরঃ- কেঁচোকে
১১। দুধকে টক করে কোনটি?
উত্তরঃ- ব্যাকটেরিয়া
১২। পাখি কি মেরুদন্ডী না অমেরুদন্ডী?
উত্তরঃ- মেরুদন্ডী
১৩। প্রাণিদেহের নাইট্রোজেন বিহীন একটি রেচন পদার্থ হলো------
উত্তরঃ- সোডিয়াম ক্লোরাইড
১৪। যে সকল প্রাণি এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায়, তাদের কে কী বলে?
উত্তরঃ- ভেক্টর
১৫। ফিতা কৃমি কী ধরণের প্রাণি?
উত্তরঃ- বহিঃ পরজীবী
১৬। যে সকল প্রাণির দেহ থেকে জীব সংক্রামিত হয় তাদেরকে কী বলে?
উত্তরঃ- হোস্ট
১৭। ফাইলেরিয়া রোগের জীবানু ছড়ায় কোন মশা?
উত্তরঃ- কিউলেক্স মশা
১৮।’বায়োলজি’ কথাটির প্রবর্তন করেন কে?
উত্তরঃ- ল্যামার্ক
১৯। সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণিকোষ হলো----
উত্তরঃ- স্নায়ূকোষ
২০। পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণক্ষমতা কত?
উত্তরঃ- ৬ লিটার
২১। মাছের হৃদপিন্ড একটি
উত্তরঃ- দ্বিচক্রী হৃদপিন্ড
২২। একজন সুস্থ মানুষ স্বাভাবিক প্রশ্বাস ও নিঃশ্বাসকালে যে পরিমান বায়ু গ্রহণ ও বর্জন করে তাকে কী বলে?
উত্তরঃ- টাইডাল ভলিউম
২৩।মানুষের জিহবার ঘা কোন ভিটামিনের অভাবে ঘটে?
উত্তরঃ- রিবোফ্লোভিন
২৪। অধিকাংশ প্রাণি ভাইরাস কোনটি?
উত্তরঃ- RNA
২৫। জেনেটিক কোডের আবিষ্কারক কে?
উত্তরঃ- ডঃ খোরানা
২৬। দেহ কোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন----
উত্তরঃ- প্রোটিন
২৭। স্টেপটোমাইসিনের আবিষ্কারক কে?
উত্তরঃ- ওয়াকম্যান
২৮। প্রজনন ক্ষমতার হ্রাস ঘটে কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ- ই
২৯। রাসায়নিক দূত বলা হয় কাকে?
উত্তরঃ- হরমোন কে
৩০। স্মৃতিশক্তি হ্রাস জনিত রোগের নাম কী?
উত্তরঃ- অ্যামনেসিয়া
৩১। কোন প্রাণিকে ডেভিল মাছ বলে?
উত্তরঃ- অক্টোপাস
৩২। সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?
উত্তরঃ-এবি (AB)
৩৩। সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?
উত্তরঃ- 'OO'
৩৪। কুকুরের মুখের দাঁতের সংখ্যা কতটি?
উত্তরঃ- ৪৪টি
৩৫। জীবদেহেরে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?
উত্তরঃ- যকৃতে
৩৬। মরুভূমির প্রাণিদের দৃষ্টিশক্তি কখন বেশি?
উত্তরঃ- রাতের বেলায়।
৩৭। টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
উত্তরঃ- অঙ্কোলজী
৩৮। রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কোথায়?
উত্তরঃ- জীবাশ্মের বয়স নির্নয়ে।
৩৯। মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ- হাইপোথালামাস
৪০। পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে?
উত্তরঃ- দূষিত খাদ্য পানি দ্বারা
No comments:
Post a Comment