Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরীর প্রস্তুতি পর্ব-২৩।

বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।

সাধারন বিজ্ঞান




















সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি

১। একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে--
উত্তরঃ- নিউটনের তৃতীয় সূত্র
২। পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে কী বলে?
উত্তরঃ- অভিকর্ষ
৩। কঠিন পদার্থ তাপে পরিবাহিত হয় কিভাবে?
উত্তরঃ- পরিবহন পদ্ধতিতে
৪। তরল পদার্থে তাপ পরিবাহিত হয় কিভাবে?
উত্তরঃ- পরিচলন পদ্ধতিতে
৫। তাপ পরিবহনের কোন পদ্ধতির জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় না?
উত্তরঃ- বিকিরণ
৬। আমরা শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিসের উপর নির্ভর করি?
উত্তরঃ- সূর্যের উপর
৭। একটি কাঁচ পাত্রের পানির তাপমাত্রা ৩০ ডিগ্রী সেন্ট্রিগ্রেড থেকে ৬০ ডিগ্রী সেন্টিগ্রেড এ বৃদ্ধি করলে কি হয়?
উত্তরঃ-পানির আয়তন বাড়বে
৮। পানিকে বরফে পরিনত করলে আয়তন কী হয়?
উত্তরঃ- বাড়ে
৯। সামুদ্রিক প্রাণী বরফ আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে তার কারণ কী?
উত্তরঃ- নীচের পানি কখনও জমাট বাঁধেনা।
১০। শীতকালে ধাতব পদার্থকে অধাতব পদার্থের চেয়ে ঠান্ডা মনে হওয়ার কারণ কী?
উত্তরঃ-ধাতব পদার্থ ভাল পরিবাহী




১১। একটা জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে। কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়--
উত্তরঃ-  বিকিরণ পদ্ধতিতে
১২। সৌরচুল্লীর উপর সমতল কাঁচের শীটের ঢাকনি দেয়া হয় তার কারণ কী?
উত্তরঃ- কাঁচের জন্য সূর্য থেকে প্রাপ্ত তাপ সৌর চুল্লীতে আবদ্ধ থাকে।
১৩। ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি কেন?
উত্তরঃ- শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়।
১৪।গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করিনা কেন?
উত্তরঃ-কালো কাপড় তাপ শোষণ করে।
১৫।থার্মমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ- অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়।
১৬। একখন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিনত করলে আয়তন--
উত্তরঃ- কমবে
১৭। রেল লাইনের দুটি লোহার পাতের মাঝে ফাঁক রাখা হয় কেন?
উত্তরঃ- চাকার ঘর্ষণ জনিত তাপে লাইন প্রসারিত হয়।
১৮। কিভাবে কোন তরল পদার্থের বাষ্পীভবন ত্বরান্বিত করা যায়?
উত্তরঃ- বায়ুর চাপ কমিয়ে
১৯। মোটর গাড়ির ইঞ্জিনে যদি তাপের উদ্ভব না হতো তাহলে ইঞ্জিন আরো---
উত্তরঃ-ভালোভাবে কাজ করতো।
২০। এভারেস্ট পর্বতের উপর পানি ফুটতে থাকে কত তাপমাত্রায়?
উত্তরঃ- ৭০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায়




২১। মটর গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ- অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ঞতা অল্প বৃদ্ধি পায়।
২২। পরম শূন্য তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন--
উত্তরঃ-শূণ্য
২৩। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আদ্রতা --
উত্তরঃ- কমে
২৪। সামুদ্রিক দ্বীপগুলোতে সারা বছর তাপমাত্রার বেশী পরিবর্তন হয় না কেন?
উত্তরঃ- পানির আপেক্ষিক তাপ বেশি বলে
২৫। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কেন?
উত্তরঃ- সাদা কাপড় তাপ শোষণ করেনা
২৬।চুলার উপর অ্যালুমিনিয়ামের তৈরি কেটলীর হাতল গরম হয় কেন?
উত্তরঃ- তাপের পরিবহনের জন্য
২৭। পারদ তাপ --
উত্তরঃ- সুপরিবাহী
২৮। পানির বাষ্পীভবনের সুপ্ততাপ কত?
উত্তরঃ- ৫৩৭ ক্যালোরী
২৯। মেঘলা রাত্রে শিশির--
উত্তরঃ- উৎপন্ন হয়না
৩০। অত্যধিক শৈত্যের ফলে বাষ্প বেঁধে কঠিন হলে তাকে কী বলে?
উত্তরঃ- তুহিন



৩১। তাপ তরঙ্গ চলে কোন পথে?
উত্তরঃ-  সরলপথে
৩২। এক ব্রিটিশ থার্মাল ইউনিট সমান--
উত্তরঃ- ২৫১ ক্যালরী
৩৩। ভিজা কাপড় গায়ে দেয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কেন?
উত্তরঃ- কাপড়ের পানি বাষ্পায়নের সময় শরীর থেকে তাপ গ্রহণ করে।
৩৪। গরমের দিনে কুকুর জিহবা বের করে রাখে কেন?
উত্তরঃ- জিহবার পানি বাষ্পীভূত হওয়ার সময় শীতলতার সৃষ্টি করে।
৩৫। যদি সবুজ আলোক রশ্মিকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করানো হয় তবে নির্গত রশ্মিগুলোর রং হবে---
উত্তরঃ- হলুদ ও আকাশী
৩৬। আলোর গমন পথের জন্য কোনটি দরকার?
উত্তরঃ- সরলপথ
৩৭। কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে তখন তাকে কেমন দেখায়?
উত্তরঃ- কালো দেখায়
৩৮। আলো যে সাতটি বণের সমষ্টি এটা প্রমাণ করেন কে?
উত্তরঃ- নিউটন
৩৯। রংধনুতে দেখা যায় কয়টি রং?
উত্তরঃ- সাতটি
৪০। রংধনু সব সময় তৈরি হয় কোন দিকে?
উত্তরঃ- সূর্যের বিপরীত দিকে
৪১। আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিলোমিটার?
উত্তরঃ- তিনলক্ষ কিলোমিটার
৪২। আলোর গতিতে চললে পৃথিবী হতে চাঁদে পৌছাতে সময় লাগবে কত ?
উত্তরঃ- ১.৫ মিনিট
৪৩। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব--
উত্তরঃ- অবাস্তব
৪৪। উত্তল দর্পণে গঠিত হয়--
উত্তরঃ- অবাস্তব প্রতিবিম্ব
৪৫। নাক, কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষনের জন্য ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ- অবতল দর্পণ

সাধারন বিজ্ঞানের প্রতিটি টিউটরিয়াল এ আপনাদের জন্য তুলে নিয়ে আসি জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও মৃত্তিকা বিজ্ঞানের নতুন কোন তথ্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি নিজকে প্রস্তুত করতে থাকুন বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য

No comments:

Post a Comment