Feb 1, 2020

নৈতিকতা, মূল্যবোধ এবং সু-শাসন পর্ব-০২।

নীতিবিদ্যার আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে। এটি বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য বাধ্যতামূলক। তাই পরীক্ষার জন্য আপনিও চর্চা শুরু করে দিতে পারেন।


image of morals and values



১।ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণাকে কী বলে?
উত্তরঃ- মূল্যবোধ
২। মূল্যবোধের ভিত্তি কী?
উত্তরঃ- সমাজ ও রাষ্ট্র
৩। সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধিকে কী বলে?
উত্তরঃ- নৈতিকতা
৪। আইন ও নৈতিকতার আলোচ্য বিষয় কী?
উত্তরঃ- মানুষ ও সমাজ
৫। মূল্যবোধ শিক্ষার ইংরেজি কী?
উত্তরঃ- Values Education
৬।মূল্যবোধ শিক্ষা কোন সম্পর্কে চেতনা প্রদায়ী শিক্ষা?
উত্তরঃ- নৈতিকতা সম্বন্ধে
৭। অধিকতর জনকল্যানমুখী শাসনকে কী বলে?
উত্তরঃ- সুশাসন
৮। আইনের শাসন বলতে কী বুখায়?
উত্তরঃ- আইনের দৃষ্টিতে সকলে সমান।
৯। সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান কোনটি?
উত্তরঃ- আইনের শাসন
১০। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে কী প্রতিষ্ঠিত হবে?
উত্তরঃ- সুশাসন





১১। জাতীয় সত্ত্বার বিকাশ পরিপূর্ণতা পায় কিসের দ্বারা?
উত্তরঃ- মূল্যবোধের শিক্ষার দ্বারা
১২। নৈতিকতা ও মানবিক গুনাবলির বিকাশ সাধনে কোন শিক্ষা সহায়তা করে?
উত্তরঃ- মূল্যবোধের শিক্ষা
১৩।সর্বাধিক জনকল্যাণ সাধন করাই কোন শাসনের লক্ষ্য?
উত্তরঃ- সুশাসনের
১৪। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে কোনটির দরকার হয়?
উত্তরঃ- সুশাসন
১৫। সরকারের কার্যকারিতা নষ্ট হয় কিসের অভাবে?
উত্তরঃ- নীতি প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে।
১৬। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কোনটি?
উত্তরঃ- সহনশীলতা
১৭। সঞ্চয় করার প্রবণতা কোন ধরণের মূল্যবোধ?
উত্তরঃ- ব্যক্তিগত মূল্যবোধ
১৮। সুশাসনের মূল চালিকা শক্তি কোনটি?
উত্তরঃ- নাগরিক
১৯। বিশ্বব্যংক সুশাসনের জন্য মোট কতটি সূচক চিহ্নিত করেছে?
উত্তরঃ- ৬টি।
২০। ইউনিসেফের সংজ্ঞা অনুযায়ী শিশুর বয়স কত পর্যন্ত?
উত্তরঃ-১৬ বছর পর্যন্ত।







২১। নারী ও শিশু নির্যাতন আইন ২০০৩ অনুযায়ী যৌতুকের দাবি নিয়ে হত্যার শাস্তি কোনটি?
উত্তরঃ- মৃত্যদন্ড
২২। সমাজের দর্পণ কোনটি?
উত্তরঃ- সংবাদমাধ্যম
২৩। ঐক্যমত্য কিসের উপাদান?
উত্তরঃ- সুশাসনের
২৪। সকলের জন্য স্বাস্থ্যসেব নিশ্চিত করে কোন ব্যবস্থা?
উত্তরঃ- সুশাসন
২৫। গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত হয় কিসের মাধ্যমে?
উত্তরঃ-সুশাসনের মাধ্যমে
২৬। গণতন্ত্রের সফলতা নির্ভর করে কিসের উপর?
উত্তরঃ- নেতৃত্বের গুনাগুনের উপর
২৭। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে কোনটি?
উত্তরঃ- সুশাসন
২৮। নৈতিকতার ইংরেজি শব্দ কোনটি?
উত্তরঃ- Morality
২৯।  মূল্যবোধের ইংরেজি শব্দ কোনটি?
উত্তরঃ- Values
৩০। সু-শাসন ইংরেজি শব্দ কোনটি?
উত্তরঃ- Good Governance

No comments:

Post a Comment