Feb 1, 2020

কিভাবে একটি ফেসবুক লাইক পেজ তৈরি করবেন?

like


বর্তমান সময়ে ফেসবুক অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। অনেক ফেসবুক ব্যবহারকারীদের কাছে ব্যক্তিগত ফেসবুক একাউন্ট ছাড়াও গ্রুপ বা কিংবা ফ্যান পেজ বা লাইক পেজ খুবই পছন্দের। ফেসবুক ফ্যান পেজ বা লাইক পেজ ব্যবসার সম্প্রসার, সচেতনতা বৃদ্ধি, সমর্থন তৈরি, সমর্থন বৃদ্ধি বা কোন ওয়েবসাইটের সমর্থন বৃদ্ধি এবং তথ্য ভক্তদের মাঝে প্রচারের জন্য একটি চমৎকার মাধ্যম। এছাড়া আরো অনেক কাজে আপনার ফেসবুক লাইক পেজ দরকার হতে পারে। আসুন জেনে নেই কিভাবে অতি সহজেই কোন ঝামেলা ছাড়া একটি ফেসবুক লাইক পেজ তৈরি করতে পারেন।
আপনার যদি কোন ফেসবুক একাউন্ট থাকে তবে প্রথমে লগইন করুণ। লগইন করার জন্য আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন।



image of facebook like page



আপনার একাউন্টে লগইন করার পর ডানপাশের উপরের কর্ণারে যেখানে ক্লিক করে আপনি লগআউট করেন সেখানে ক্লিক করুণ।
প্রথমে দেখুন Create Page লেখা আছে।
Create Page এ ক্লিক করুণ।



image of facebook like page




এবার আপনার লাইক পেজ টি কি ধরণের হবে তা নির্বাচন করুণ। আপনি যদি বিনোদন মূলক পেজ তৈরি করতে চান তবে Entertainment সিলেক্ট করুণ। আপনি যদি কোন শিল্পী হন বা কোন ক্রিড়াবিদ হন তবে Artist, Band or Public Figure সিলেক্ট করুণ।এভাবে আপনার পছন্দ মত সিলেক্ট বা নির্বাচণ করুণ।
এবার আপনার লাইক পেজ এর কি নাম দিতে চান তা লিখুন এবং Get Started ক্লিক করুণ।




image of facebook like page




এখন যে পেজটি দেখতে পাবেন তার মাঝে একটি বর্ণনামূলক বক্স পাবেন সেখানে ১৫৫ ক্যারেকটারসের মধ্যে আপনার পেজ এব বর্ণনা লিখুন।
ওয়েব সাইটের ঘরে এভাবে (http://www.example.com) আপনার ওয়েব সাইটের লিখুন।
নিচে ফেসবুক এর কি ঠিকানা দিতে চান তা লিখে সেভ ইনফরমেশনে ক্লিক করুণ।
এবার আপনার প্রফাইল পিকচার বা ছবি আপলোড করুণ।
এবার পরবর্তী ধাপে যাওয়ার জন্য Next এ ক্লিক করুণ।



এবার কোন কোন এলাকার লোক আপনার এ লাইকপেজ দেখতে পারবে তা নির্বাচণ করুণ। আর যদি কোন লোকশান নির্বাচণ না করেন তবে সারা বিশ্বের লোক দেখবে।
এরপর সর্বনিম্ন কত বছর থেকে কত বছরের লোকেরা দেখতে পারবে তা নির্বাচণ করুণ।
এবার ঘরে কোন কোন বিষয়ে আপনি শেয়ার করতে চান তার ক্যাটাগরি Interest এর ঘরে লিখুন।
আপনার পেজ এর ভাষা কি হবে তা খালি বক্সে লিখুন। এবং সেভ এ ক্লিক করুণ।
পরবর্তী পেজ এ যেয়ে আপনার লাইক পেজ এর কভার ফটো আপলোড করুণ।
এবার আপনার লাইক পেজ এর কভার ফটোর উপরে ডান পাশে সেটিংস এ ক্লিক করুণ। এবার জেনারেল অপশনে আপনি প্রয়োজনীয় বা আপনার পছন্দ মত সেট করুন কারা কারা আপনার পেজে পোস্ট করতে পারবে-এরকম আরো অনেক তথ্যাদি।



image of facebook like





এখন জেনারেল ইনফরমেশন এর পরে পেজ ইনফরমেশনে যেয়ে আপনি কোন তথ্য পরিবর্তন করতে চাইলে তা পরিবর্তন করতে পারেন।
বাস হয়ে গেলো আপনার ফেসবুক লাইক পেজ তৈরি। এবার আপনি কোন লেখা বা আপনার ব্যবসা বা আপনার ওয়েবসাইট কিংবা আপনার ফ্যানদের জন্য করতে পারেন আপনার পোস্ট। আর ঝড়ের মত পড়বে আপনার ফ্যান বা লাইকার দের লাইক। এভাবে আপনি আপনার জনপ্রিয়তা বা আপনার ওয়েব সাইট বা আপনার ব্যবসার প্রসার ঘটাতে পারবেন।



তাহলে আগামী পর্বে জানবো কিভাবে এই ফেসবুক লাইক পেজটি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে সেট করবেন। যেখানে কতজন লাইক করেছে তা আপনার ওয়েবসাইটেই দেখা যাবে। কেউ চাইলে আপনার ওয়েবসাইট থেকে আপনার পেজে লাইক করতে পারবে।

No comments:

Post a Comment