Feb 1, 2020

নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন।

নীতিবিদ্যার আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে।

image of morals and values



১। সুবর্ণ মধ্যক কী
উত্তরঃ- দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।
২।ব্যক্তিগত মূল্যবোধ কী লালন করে?
উত্তরঃ- স্বাধীনতার মূল্যবোধ।
৩। নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
উত্তরঃ- মানুষের আচরণের আলোচনা এবং মূল্যায়ন।
৪।মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
উত্তরঃ- ঐচ্ছিক ক্রিয়া।
৫।সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যখ্যা করে?
উত্তরঃ- বিশ্বব্যাংক।
৬। মূল্যবোধ কেমন?
উত্তরঃ- ক্রমশ পরিবর্তনশীল।
৭।স্থান কাল পাত্রভেদে মূল্যবোধ কেমন আচরণ করে?
উত্তরঃ-বিভিন্ন রূপ ধারণ করে।
৮।সামাজিক মূল্যবোধ কী?
উত্তরঃ- সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সত্যবাদিতা, শৃঙ্খলাবোধ এবং অতিথেয়তা ইত্যাদি।
৯।গণতন্ত্র কী ?
উত্তরঃ- জনগণের শাসন।
১০। গণতান্ত্রিক মূল্যবোধের দৃষ্টিতে রাষ্ট্র কাদের?
উত্তরঃ- জনগণের।





১১।সুশাসন কাকে বলে?
উত্তরঃ- সুশাসন হচ্ছে জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, স্বচ্ছতা, জনমত, জওয়াবদিহিতা, দায়িত্বশীলতা, দক্ষতা, স্বচ্ছ ও অবাধ তথ্যপ্রবাহ।
১২।আইনের শাসনের অন্যতম উপাদান কী?
উত্তরঃ- সুশাসন ও মূল্যবোধ।
১৩। নৈতিকতা কী?
উত্তরঃ- নৈতিকতা হচ্ছে একটি গুন যা ভালো আচরণ অথবা মন্দ আচরন, স্বচ্ছতা ও সততা ইত্যাদির সাথে সম্পৃক্ত।
১৪। সুশাসনের মূল লক্ষ্য কী?
উত্তরঃ- আর্থ সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করা।
১৫। আধুনিক বিশ্বে কোন ধরনের রাজনীতি বিদ্যমান?
উত্তরঃ- গণতন্ত্রমূখী।
১৬।বাংলাদেশে উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য কোনটি জরুরী?
উত্তরঃ- সুশাসন।
১৭। বর্তমান গণতান্ত্রিক স্বৈরশাসনমূলক দেশগুলোতে কোনটি তেমন দেখা যায়না?
উত্তরঃ- আইনের শাসন।
১৮। জনগণের অংশগ্রহণ কোন শাসন ব্যবস্থার জন্য জরুরী?
উত্তরঃ- সুশাসন ব্যবস্থার।
১৯। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে কী হবে?
উত্তরঃ-স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতার অপব্যবহার কমে যাবে।
২০। দুর্নীতির সাথে সুশাসনের সম্পর্ক কেমন?
উত্তরঃ- বিপরীতমূখী।




২১। পরানীতিবিদ্যার সূচনাকারী কে?
উত্তরঃ- জি, ই মূর।
২২। Modern Moral Philosophy গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ- ডব্লিউ ডি হাডসন।
২৩। সুশাসন কিসের প্রতিফলন?
উত্তরঃ- একটি কাঙ্খিত রাষ্ট্র ব্যবস্থার।
২৪। একটি প্রতিষ্ঠানের সাফল্য কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ- ফলপ্রসূ শাসন কার্যের উপর।
২৫। শুদ্ধাচার বলতে কী বুঝায়?
উত্তরঃ- সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা।
২৬। রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলা প্রতিটি নাগরিকের জন্য কী?
উত্তরঃ- দায়িত্ব ও কর্তব্য।
২৭।সুশাসন প্রতিষ্ঠার জন্য কোনটি জরুরী প্রয়োজন?
উত্তরঃ- সরকারি কার্যক্রমে দক্ষ ব্যবস্থাপনা।
২৮। আমলার দক্ষতার উপর কী নির্ভর করে?
উত্তরঃ- প্রশাসনের কর্মদক্ষতা।
২৯। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কী ঘটে?
উত্তরঃ- নাগরিক ক্ষমতায়ন।
৩০। বিশ্বের ইতিহাসে প্রথম মানবাধিকার সনদ কোনটি?
ম্যাগনা কার্টা (১২১৫ খ্রীঃ)।




৩১। মৌলিক অধিকারের উৎস কোনটি?
উত্তরঃ-রাষ্ট্রের সংবিধান।
৩২। বাংলাদেশের সংবিধানের যে অংশে নাগরিকদের মৌলিক অধিকারগুলো লিপিবদ্ধ আছে?
উত্তরঃ- তৃতীয় ভাগে।
৩৩।মানবাধিকার নিশ্চিত করার জন্য যে ধরণের সরকার উপযোগী?
উত্তরঃ- গণতান্ত্রিক।

No comments:

Post a Comment