কম্পিউটার এবং তথ্য প্রযুক্তর কল্যানে আজ পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে রুপান্তরিত হয়েছে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া বর্তমান পৃথিবীটাই তার কাছে অন্ধকার। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় আবশ্যিক একটি বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসবে। সুতারং বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ। তাই আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে।আজকের পর্বে আমরা জানবো কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে।
কম্পিউটারের ইনপুট ডিভাইস সমূহঃ-
কী-বোর্ড, মাউস, স্কানার, ওয়েবক্যাম, ওএমআর, গ্রাফিক্স ট্যাবলেটস, ক্যামেরা, বারকোড রিডার, ডিজিটাল ক্যামেরা, গেমপ্যাড, পেনড্রাইভ, MICR ইত্যাদি।
কম্পিউটারের আউটপুট ডিভাইস সমূহঃ-
মনিটর, প্রিন্টার, স্পীকার, প্রজেক্টর, প্লটার, হেডফোন ইত্যাদি।
কম্পিউটারের ইনপুট ও আউটপুটঃ-
টাচস্ক্রীণ, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।
এই পোস্টটি ভালো করে পড়ুন। প্রায় প্রতি বিসিএস প্রিলীতে একটি বা দুটি প্রশ্ন থাকে এখান থেকে। পোস্টটি ভালো লাগলে সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন।
No comments:
Post a Comment