বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর। বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো।
১। ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী গ্রহণ করে?
উত্তরঃ- নাইট্রোজেন
২। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমান কত?
উত্তরঃ- ৪৬%
৩। পরমানুর নিউক্লিয়াসে কী কী থাকে?
উত্তরঃ- নিউট্রন ও প্রটোন
৪। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উত্তরঃ- পরমানু
৫। ইলেকট্রন কোথায় অবস্থান করে?
উত্তরঃ- পরমানুর নিউক্লিয়াসের বাইরে
৬। রক্তে হিমোগ্লোবিনের প্রধান উপাদান কী কী?
উত্তরঃ-আমিষ ও লৌহ
৭।হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্ত কেমন দেখা যায়?
উত্তরঃ-লাল
৮। সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তরঃ- ৬টি।
৯।সুষম খাদ্যের উপাদান কী কী?
উত্তরঃ- শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি।
১০। ভিটামিনের অপর নাম কী?
উত্তরঃ- খাদ্যপ্রাণ
১১। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
উত্তরঃ- প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে।
১২। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় কোন প্রাণি?
উত্তরঃ-শুশুক ও ডলফিন
১৩। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগারকে কী বলে?
উত্তরঃ- গ্লাইকোজের
১৪। গরুর মাংস এবং মসুর ডালের মধ্যে কোনটির প্রোটিন বেশি?
উত্তরঃ- মসুর ডালের
১৫। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমান কত?
উত্তরঃ-২৫.১
১৬। হাড় ও দাঁতকে মজবুত রাখে কোনটি?
উত্তরঃ-ক্যালসিয়াম ও ফসফরাস
১৭।তামা,রুপা ও সোনার মধ্যে কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তরঃ- রুপা
১৮। কোন ডাল খেলে ল্যাথারাইজম রোগ হয়?
উত্তরঃ- খেসারী
১৯। ল্যাথারাইজন কোন ধরনের রোগ?
উত্তরঃ- পায়ের রোগ। এতে হাত পা অচল হয়ে যায়।
২০। বরফ পানিতে ভাসে কেন?
উত্তরঃ- বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি বলে
২১। কত ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি বরফে পরিনত হয়?
উত্তরঃ- ০ ডিগ্রী
২২। গাড়ির ব্যাটারিতে কোন এসিড থাকে?
উত্তরঃ- সালফিউরিক
২৩। কোন খাদ্যে প্রটিন বেশি?
উত্তরঃ- মসুর ডালে
২৪। ডায়াবেটিস সম্পর্কে কোনটি সঠিক নয়?
উত্তরঃ- চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
২৫।জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ- পানি সেচ
২৬। মানব দেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কোনটি?
উত্তরঃ- শ্বসন
২৭। এন্টিবায়োটিক কোনটি?
উত্তরঃ- পেনিসিলিন
২৮। পেনিসিলিনের আবিষ্কারক কে?
উত্তরঃ- আলেকজান্ডার ফ্লেমিং
২৯। ইনসুলিনের অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ- ডায়াবেটিস
৩০।ফল পাঁকানোর জন্য দায়ী ফাইটো হরমোনের নাম কী?
উত্তরঃ- ইথিলিন
৩১। কোন এনজাইম প্রোটিন পরিপাকে সহায়তা করে?
উত্তরঃ- পেপসিন
৩২।জন্ডিস রোগে আক্রান্ত হয় কোনটি?
উত্তরঃ- যকৃত
৩৩। বিদ্যুৎ সুপরিবাহী নয় কোনটি?
উত্তরঃ- রাবার, কাচ, কাঠ, গন্ধক, রেশম ইত্যাদি।
৩৪। সূর্য, পানি ও বায়ু কোন ধরণের শক্তির উৎস?
উত্তরঃ- নবায়নযোগ্য
৩৫। MKS পদ্ধতিতে ভরের একক কী?
উত্তরঃ- কিলোগ্রাম
৩৬। CGS পদ্ধতিতে ভরের একক কী?
উত্তরঃ- গ্রাম
৩৭। FPSপদ্ধতিতে ভরের একক কী ?
উত্তরঃ- পাউন্ড
৩৮। অ্যালটিমিটার কী?
উত্তরঃ- উষ্ঞতা পরিমাপক যন্ত্র
৩৯। ক্যালরিমিটার কী?
উত্তরঃ-তাপ পরিমাপক যন্ত্র
৪০। থার্মোমিটার কী?
উত্তরঃ- শরীরের উষ্ঞতা পরিমাপক যন্ত্র
৪১। ম্যানোমিটার কী?
উত্তরঃ- গ্যাসের পরিমাপক যন্ত্র
আশা করি পোস্টটি আপনাদের উপকারে আসবে। তাহলে দেরি না করে বারবার চেষ্টা করে মুখস্ত করুন যাতে সবার চেয়ে আপনিই ভালো করতে পারেন।
No comments:
Post a Comment