Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরি প্রস্তুতি পর্ব-০৬।

image of general science


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।



১। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে?
উত্তরঃ- পারদ
২।পারদের ভর সংখ্যা কত?
উত্তরঃ-২০০.৫৯
৩।প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী তরল ধাতু কোনটি?
উত্তরঃ- পারদ
৪।স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান কোনটি?
উত্তরঃ-ক্রোমিয়াম
৫।সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি?
উত্তরঃ- হাইড্রেজেন
৬।ভারী পানির রাসায়নিক সংকেত কী?
উত্তরঃ-D2O
৭। ভারী পানির আনবিক সংকেত কী?
উত্তরঃ-D2O
৮। লোহা বা ইস্পাতের জিনিসকে মরিচার হাত থেকে রক্ষা করতে এর উপর কিসের প্রলেপ দেওয়া হয়?
উত্তরঃ-দস্তা বা জিঙ্কের প্রলেপ
৯।লোহাকে গ্যালভানাইজিং করতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ-দস্তা
১০। পিতল কোন ধাতু?
উত্তরঃ-সংকর




১১। পিতলের উপাদান কী কী?
উত্তরঃ-তামা ও দস্তা
১২।কাঁসা বা ব্রঞ্জের উপাদান কী কী?
উত্তরঃ-তামা ও টিন
১৩।সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল কোনটি?
উত্তরঃ-জিপসাম
১৪।বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-জর্জ ল্যামেটর
১৫।মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে?
উত্তরঃ-ভিক্টর ফ্রাসৎস হেস
১৬। পানির ছোট ছোট ফোঁটা যে কারণে গোলাকৃতি হয়?
উত্তরঃ-পৃষ্ঠটান
১৭। বরফ তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তরঃ- CO2
১৮। ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তরঃ- এস্টার
১৯।যক্ষ্মা রোগের কারণ কোনটি?
উত্তরঃ- ব্যাকটেরিয়া
২০।স্ট্রীট ভাইরাস কী?
উত্তরঃ- র‌্যাবিশ ভাইরাস




২১।কৃত্রিম জিন আবিষ্কার করেন কে?
উত্তরঃ-হরগোবিন্দ খোরানা
২২।রক্তের হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়াকে কী বলে?
উত্তরঃ-রক্তশূন্যতা
২৩।ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে?
উত্তরঃ-অ্যালবুমিন
২৪।প্রজাতির ধারাকে বিলুপ্তির হাত হতে রক্ষা করে কোনটি?
উত্তরঃ-প্রজনন
২৫। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটি?
উত্তরঃ-শ্বেত রক্তকণিকা
২৬। রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলে?
উত্তরঃ-লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার
২৭।লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তরঃ-প্লীহাতে
২৮। মানুষের শরীরে শতকরা কতভাগ পানি থাকে?
উত্তরঃ-৬৫-৯০%
২৯।একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত ক্যালরী প্রয়োজন?
উত্তরঃ-২৫০০ ক্যালরী
৩০। মানব দেহের রাসায়নিক দূত হিসেবে কাজ করে কোনটি?
উত্তরঃ-হরমোন



৩১।শরীরের বৃদ্ধি এবং দেহের বিপাকীয় হারকে প্রভাবিত করে কোনটি?
উত্তরঃ-থাইরয়েড গ্রন্থি
৩২।চোখের রেটিনাতে কোন ধরনের কোষ বিদ্যমান?
উত্তরঃ-রড ও কোন
৩৩। মানব শরীরে মোট হাড় রয়েছে কয়খানা?
উত্তরঃ-২০৬ খানা
৩৪।মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কয়টি?
উত্তরঃ-৩৩ টি
৩৫।ভাইরাস কোন শব্দ?
উত্তরঃ-ল্যাটিন
৩৬। জীব ও জড়ের যোগসূত্র স্থাপনকারী কোনটি?
উত্তরঃ-ভাইরাস
৩৭।যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমন করে তাদেরকে কী বলে?
উত্তরঃ-ব্যাকটেরিওফায
৩৮। ব্যাকটেরিয়াকে কী বলে?
উত্তরঃ-আদিকোষি জীব
৩৯।অক্সিজেন ছাড়াই বাঁচতে পারে কোনটি?
উত্তরঃ-ব্যাকটেরিয়া
৪০।ইনসুলিন আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ- ১৯২২ সালে

No comments:

Post a Comment