Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস, চাকুরি ও ভর্তি পরীক্ষা প্রস্তুতি পর্ব-০৮।

image of bcs general science



বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।



১। কোন হরমোনের জন্য শরীরের লোম দাড়িয়ে যায়?
উত্তরঃ- Adrenaline
২। জীবন রক্ষাকারী হরমোন কোনটি?
উত্তরঃ-অ্যালডোসটেরন
৩।এইডস প্রথম কত সালে সনাক্ত করা হয়?
উত্তরঃ- ১৯৮১ সালে
৪। বাংলাদেশে প্রথম এইডস সনাক্ত করা হয় কত সালে?
উত্তরঃ- ১৯৮৯ সালে
৫। পোলিও কী?
উত্তরঃ- একটি ভাইরাস জনিত রোগ ।
৬। বাংলাদেশ পোলিও মুক্ত হয় কত সালে?
উত্তরঃ-২০০৬ সালে
৭।গর্ভবতী মায়েদের জন্য অপিরহার্য টিকা কোনটি?
উত্তরঃ-টিটি
৮।নবজাতক শিশুর প্রথম টিকার কাজ করে কোনটি?
উত্তরঃ-শালদুধ
৯। শিশুকে সব ধরণের টিকা দিতে হয় কত বছরের মধ্যে?
উত্তরঃ- ১ বছরের মধ্যে
১০।  ছত্রাকের সঞ্চিত খাদ্য কোনটি?
উত্তরঃ-গ্লাইকোজেন




১১।হর্স পাওয়ার কী?
উত্তরঃ-ক্ষমতা পরিমাপের একক।
১২। ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
উত্তরঃ-নিউটন
১৩। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমান কেমন থাকে?
উত্তরঃ-অল্প
১৪।আলোর প্রতিসরণ বেশি হয় কোন আলোতে?
উত্তরঃ- বেগুনি
১৫। মৌলিক রং কয়টি?
উত্তরঃ- ৩টি। লাল, সবুজ, আসমানী
১৬।  ইউরিয়া থেকে উদ্ভিদ কী গ্রহণ করে?
উত্তরঃ-নাইট্রোজেন
১৭।ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
উত্তরঃ- রিক্টিফায়ার হিসেবে
১৮। আকাশে বিদ্যুৎ চমকায় কেন?
উত্তরঃ-মেঘের অসংখ্য বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে।
১৯। সূর্যই যে সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারিদিকে ঘুরে চলেছে- একথা প্রথম কে বলেন?
উত্তরঃ- কোপার্নিকাস
২০। মানুষের বধির হওয়ার সর্বোচ্চ গতিসীমা কত?
উত্তরঃ- ১০৫ ডেসিবাল




২১। দুধে কোন এসিড থাকে?
উত্তরঃ- ল্যাকটিক এসিড
২২।মাশরুম কোন ধরনের উদ্ভিদ?
উত্তরঃ-ফাঙ্গাস
২৩। বিশুদ্ধ পানির অপর নাম কী?
উত্তরঃ- জীবন
২৪। যেসব প্রাণি এক মানবদেহ হতে অন্য মানবদেহে রোগ জীবানু বহন করে তাদের কী বলে?
উত্তরঃ- ভেক্টর
২৫। এন্টিবায়োটিকের কাজ কী?
উত্তরঃ- জীবানু ধ্বংশ করা।
২৬। লৌহের অভাবে যে রোগ হয়?
উত্তরঃ- অ্যামিনিয়া
২৭।স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তরঃ- নাইট্রিক এসিড
২৮। ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় কিসের অভাবে?
উত্তরঃ-সালফারের অভাবে
২৯। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহবায় ঘা হয়?
উত্তরঃ- ভিটামিন বি২
৩০।মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাল হলে তাকে কী বলে?
উত্তরঃ- স্ট্রোক





৩১। শব্দ রেকর্ড করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- ফোনোগ্রাফ
৩২। শব্দ চলাচলের জন্য কোনটি দরকার?
উত্তরঃ- অবিচ্ছিন্ন জড় মাধ্যম
৩৩। পর্বতের চুড়ায় আরোহন করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে- এর কারণ কী?
উত্তরঃ- উঁচু পর্বতের চুড়ায় বায়ুর চাপ কম থাকে বলে।
৩৪। একটি বদ্ধঘরে একটি চালু ফ্রিজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা কেমন থাকবে?
উত্তরঃ- অপরিবর্তিত থাকবে।
৩৫। লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
উত্তরঃ- কালো
৩৬। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো-
উত্তরঃ- প্রিজমের কাজ করে।
৩৭।স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত?
উত্তরঃ- ২৫ সে.মি।
৩৮। অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
উত্তরঃ- পোলারয়েড পদ্ধতিতে।
৩৯। ফটোস্টার্ট মেশিনে ব্যবহৃত মৌলিক পদার্থটির নাম কী?
উত্তরঃ- সেলিনিয়াম
৪০। গাছের প্রাণ আছে একথা প্রথম কে প্রমাণ করেন?
উত্তরঃ- স্যার জগদীশ চন্দ্র বসু।

No comments:

Post a Comment