বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর। বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।
সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি
১। শক্তির অপচয় বেশি না করে পরিবর্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে--উত্তরঃ- চোক
২। মেইন সুইজের ফিউজ তার হচ্ছে----
উত্তরঃ- অন্যান্য অংশের তুলনায় উচ্চ রেটিং।
৩। ফিউজ তারের উপাদান কী?
উত্তরঃ- টিন ও সীসার সংকর
৪। টর্চ একটানা জ্বালিয়ে রাখলে ফিলামেন্ট ক্রমশ অনুজ্জ্বল হতে থাকে কেন?
উত্তরঃ- ছদন
৫। পিতলের দন্ডকে পশমের টুকরো দিয়ে ঘষলে পিতলের দন্ডে কি দেখা যাবে?
উত্তরঃ-কোন আধান নেই
৬। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট এর-
উত্তরঃ- উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক
৭। একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন হবে?
উত্তরঃ-কমবে
৮। কোন ধাতু ইস্পাতের মতই মজবুত অথচ তার অর্ধেক ভারী?
উত্তরঃ- টাইটানিয়াম
৯। পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্রের অনুসরণে হয়?
উত্তরঃ- তৃতীয় গতিসূত্র
১০। যদি কোনো পেন্ডুলাম ঘড়িকে পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহে নিয়ে যাওয়া যায়, তবে ঘড়িটি--
উত্তরঃ- চলবেই না
১১। একজন মানুষ কোন অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
উত্তরঃ- শোয়া অবস্থায়
১২। যখন কোন বস্তুকে দুটো সমান্তরাল দর্পনের মাঝে রাখা হয়, তখন প্রতিবিম্বের সংখ্যা কত হবে?
উত্তরঃ- অসীম
১৩। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য আমরা কি ব্যবহার করি?
উত্তরঃ- স্টিরিওস্কোপ
১৪। বৈদ্যুতিক বাতি কোন গ্যাসে ভর্তি করা হয়?
উত্তরঃ- আর্গন
১৬। ক্রমশ ব্যারোমিটারের পারদে উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
উত্তরঃ- ভাল আবহাওয়ার
১৭। পারমানবিক চুল্লীতে ক্যাডমিয়াম রড কি কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ- নিউট্রন শোষণ করতে
১৮। উত্তপ্ত বস্তুর উপরিতল কিরুপ হলে তার তাপবিকিরণ সবচেয়ে দ্রুত হয়?
উত্তরঃ-কালো অমসৃণ
১৯। বাঁধে সঞ্চিত জলের চাপ পড়ে--
উত্তরঃ- সবদিকে
২০। কোন আলোর প্রকিসারঙ্ক সবচেয়ে কম?
উত্তরঃ- বেগুনী
২১। আলোর বর্ণ নির্ধারণ করে কোনটি?
উত্তরঃ- তরঙ্গ দৈর্ঘ্য
২২। চলচ্চিত্র কোন নীতি অনুযায়ী প্রদর্শিত হয়?
উত্তরঃ- শ্রুতিনির্বন্ধ
২৩। যদি কোন দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দুইই অর্ধেক করা হয় তবে রোধের কি পরিবর্তন ঘটবে?
উত্তরঃ- অপরিবর্তিত থাকবে
২৪। ডায়োড ডালোভকে কি হিসেবে ব্যবহার করা হয়?
উত্তরঃ- রেকটিফায়ার
২৫। পালক ও পাথর খন্ড একই গতিতে নীচে পড়বে কোন ক্ষেত্রে?
উত্তরঃ- শূন্য মাধ্যমে
২৬। ডাক্তারি থার্মোমিটার কিসে ডুবানো উচিৎ নয়?
উত্তরঃ- ফুটন্ত পানিতে
২৭। বায়ুমন্ডলে বেলুন উপরের দিকে ওঠার কারণ কী?
উত্তরঃ- বায়ুর ঊধ্বমুখী ঘাত
২৮। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কখন দ্বিগুন হয়?
উত্তরঃ- একই উষ্ঞতায় আয়তন অর্ধেক করলে।
২৯। ১০০ ক্যালোরী তাপের মূল্য কত?
উত্তরঃ- ৪২০ জুল
৩০। রেডিয়াম বিশ্লিষ্ট হয়ে শেষ পর্যন্ত কিসে রূপান্তরিত হয়?
উত্তরঃ- সীসা
৩১। গতির গানিতিক সূত্র প্রদান করেন কে?
উত্তরঃ- নিউটন
৩২। বিজ্ঞানীদের কাজের ধারায় প্রথমে আসে কোনটি?
উত্তরঃ- সমস্যা
৩৩। নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থান পরিবর্তনকে কী বলে?
উত্তরঃ- সরণ
৩৪। নিউটনের গতির তৃতীয় সূত্রটি কী?
উত্তরঃ- প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
৩৫। অভিকর্ষ কী?
উত্তরঃ- কেন্দ্রমূখী বল
৩৬। ভরের আন্তর্জাতিক একক কী?
উত্তরঃ- কিলোগ্রাম
৩৭। সাধারণ তুলা যন্ত্রে মাপা হয় বস্তুর-
উত্তরঃ- ভর
৩৮। পৃথিবীর কেন্দ্রে শূণ্য হয়--
উত্তরঃ- বন্তুর ওজন
৩৯। পাহাড়ে ওঠা বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশী হয় কেন?
উত্তরঃ- অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে।
৪০। কাজের একক কী?
উত্তরঃ- জুল
৪১। এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করার পর শক্তি--
উত্তরঃ- সমান থাকে
৪২। ক্ষমতায় একক --
উত্তরঃ- ওয়াট
৪৩। প্রযুক্ত বল ও বলের অভিমুখে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কী বলে?
উত্তরঃ- কাজ
সাধারন বিজ্ঞানের প্রতিটি টিউটরিয়াল এ আপনাদের জন্য তুলে নিয়ে আসি জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও মৃত্তিকা বিজ্ঞানের নতুন কোন তথ্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি নিজকে প্রস্তুত করতে থাকুন বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য।
No comments:
Post a Comment