Feb 1, 2020

বিভিন্ন প্রকার নির্ণয়ক যন্ত্র ও তাদের ব্যবহার।

image of bcs general science


সাধারন বিজ্ঞান প্রস্তুতি পর্ব ০৩। বিভিন্ন প্রকার নির্ণয়ক যন্ত্র ও তাদের ব্যবহার।


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারণ বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো বিভিন্ন প্রকার নির্ণয়ক যন্ত্রপাতি ও তাদের ব্যবহার সম্পর্কে।
ক্রমিকযন্ত্রপাতিযন্ত্রপাতির ব্যবহার
১।সোনোমিটারতারের কম্পনের গতিবিধি ও মাত্রা নির্ণয়ের যন্ত্র
২।ফ্যাদোমিটারসমুদ্রের গভীরতা নির্ণয়ের যন্ত্র
৩।ভোল্টমিটারবৈদ্যুতিক চাপ পরিমাপের যন্ত্র
৪।ক্রনোমিটারনাবিকদের সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্র
৫।সিসমোমিটারভূমিকম্প পরিমাপক যন্ত্র
৬।অ্যালটিমিটারউচ্চতা নির্ণয়ক যন্ত্র
৭। অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র
 ৮। ক্যালরিমিটারতাপ পরিমাপক যন্ত্র
 ৯। থার্মোমিটারউষ্ঞতা পরিমাপক যন্ত্র
 ১০। ব্যারোমিটারবায়ূমন্ডলের চাপ নির্ণয়ক যন্ত্র
 ১১। ল্যাকটোমিটারদুধের বিশুদ্ধতা নির্ণয়ক যন্ত্র
 ১২। ম্যানোমিটারগ্যাসের চাপ নির্ণয়ক যন্ত্র
 ১৩। ট্যাকোমিটারউড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র
 ১৪। ওডোমিটারমোটর গাড়ীর গতি নির্ণয়ক যন্ত্র
 ১৫। হাইড্রোমিটারতরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ক যন্ত্র
 ১৬। পাইরো মিটারসূর্যের উত্তাপ নির্ণয়ক যন্ত্র
 ১৭। স্ফিগমোম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণয়ক যন্ত্র
 ১৮। নেগেজ বৃষ্টি পরিমাপক যন্ত্র
 ১৯। সিসমোগ্রাফভূমিকম্প নির্ণয়ক যন্ত্র
 ২০। ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নির্ণয়ক যন্ত্র
বিভিন্ন প্রকার যন্ত্রপাতি ও তাদের ব্যবহার।
২১। কার্ডিওগ্রাফ হৃদপিন্ডের গতি নির্ণয়ক যন্ত্র
 ২২। অডিও ফোনশ্রবণ শক্তির উন্নতির যন্ত্র
 ২৩। হাইড্রোফোনপানির তলায় শব্দ নিরুপনের যন্ত্র
 ২৪। পেরিস্কোপসাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার যন্ত্র
 ২৫। টেলিস্কোপদূরের জিনিসি দেখার যন্ত্র
 ২৬। মাইক্রোস্কোপঅতি ক্ষুদ্র জিনিস পর্যবেক্ষণের যন্ত্র
 ২৭। স্থেথোস্কোপহৃদপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপনের যন্ত্র
 ২৮। ড্রেজারপানির নিচের মাটি কাটার যন্ত্র
 ২৯। রাডারপ্লেন, মিসাইল ইত্যাদির লক্ষ নির্ণয়ক যন্ত্র
 ৩০। ইনকিউবেটর ডিম থেকে বাচ্ছা ফুটানোর যন্ত্র
 ৩১। রেফ্রিজারেটরশীতল রাখার যন্ত্র
 ৩২। রেডিয়েটরইঞ্জিনের উত্তাপ কম রাখার যন্ত্র
 ৩৩। ভ্যাকুয়াম ক্লিনার মেঝে পরিস্কার রাখার যন্ত্র
 ৩৪। প্রেসার কুকাররান্নার সরঞ্জাম অল্পসময়ে ও অল্প তাপে রান্না করা যায়
 ৩৫। সিকেচারকলম করা ও কাটা ছাঁটার যন্ত্র
 ৩৬। সেক্সট্যান্টসূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র
 ৩৭। টোস্টারপাউরুটি ছেকার যন্ত্র
 ৩৮। অ্যানিমোমিটারবাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র
 ৩৯। ওহোমমিটারপরিবাহীর রোধ নির্ণয়ক যন্ত্র
 ৪০। গ্যালভানোমিটার ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণয়ক যন্ত্র
পোস্টটি ভালো করে পড়ুন এবং নিজেকে বিসিএস পরীক্ষার জন্য গড়ে তুলুন।

No comments:

Post a Comment