Feb 1, 2020

সাধারন বিজ্ঞান প্রস্তুতি পর্ব-০৯।

image of bcs general science



বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।



১। ব্লাকবক্স যন্ত্রটি কোথায় ব্যবহার করা হয়?
উত্তরঃ- বিমানে
২।ঘর্ষণ, তাপ, রাসায়নিক প্রক্রিয়ায় সহজেই পরমানু থেকে নির্গত হয় কোনটি?
উত্তরঃ- ইলেকট্রন
৩। কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানো হয় কিসের দ্বারা?
উত্তরঃ- বেকিং সোডা দ্বারা।
৪। কার্বনের বিশেষ রুপ কোনটি?
উত্তরঃ-হীরক
৫। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন?
উত্তরঃ-লিউয়েন ‍হুক
৬। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
উত্তরঃ- নিউক্লিয়াসকে
৭। কোষের পাওয়ার হাউজ বলা হয় কাকে?
উত্তরঃ- মাইট্রোকনডিয়া
৮। গোদ রোগের জন্য দায়ী কোন জীবানু?
উত্তরঃ- ফাইলেরিয়া কৃমি
৯। আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করে কত সালে?
উত্তরঃ- ১৯০৫ সালে
১০। ফোটন তত্ত্ব সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
উত্তরঃ- ম্যাক্স প্লাঙ্ক ১৯০০ সালে।




১১। চুম্বকে পরিনত করা যায় কোনটিকে?
উত্তরঃ- ইস্পাতকে
১২। জৈব অম্ল কী?
উত্তরঃ- এসিটিক এসিড
১৩। শব্দের গতি সর্বাপেক্ষা কম কোন মাধ্যমে?
উত্তরঃ- বায়বীয় মাধ্যমে।
১৪।তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ-
উত্তরঃ- হ্রাস পায়।
১৫। ক্যান্সার রোগের কারণ কী?
উত্তরঃ- কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
১৬। ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
উত্তরঃ- বিদ্যুৎ
১৭।পরম শূন্য তাপমাত্রার সমান-
উত্তরঃ-  -273 ডিগ্রী সেন্টিগ্রেড।
১৮।ট্রান্সফরমার কোনটিকে রূপান্তর করে?
উত্তরঃ-ভোল্টেজ ও তড়িৎপ্রবাহ উভয়কেই।
১৯।  গামা রশ্মি কী?
উত্তরঃ-তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
২০। সরিষা, গম ও ছোলা এগুলো-
উত্তরঃ- একবর্ষজীবী



২১।ব্যাঙের ছাতা বা মাশরুম কী নামে পরিচিত?
উত্তরঃ- Agaricus
২২। দ্বিপদ নামকরণের জনক বলা হয় কাকে?
উত্তরঃ- ক্যারোলাস লিনিয়াসকে।
২৩। ডিপথেরিয়া  রোগে আক্রান্ত হয় কোনটি?
উত্তরঃ- গলা।
২৪। হেপাটাইটিস বা জন্ডিস রোগের কারণ কী?
উত্তরঃ- ভাইরাস
২৫। পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করা হয় কোনটিকে?
উত্তরঃ- দুধকে।
২৬। বিভাজনে সক্ষম কোষ দিয়ে গঠিত টিস্যুকে কী বলে?
উত্তরঃ- ভাজক টিস্যু
২৭। যেসব টিস্যুর আকৃতি ও গঠন একই রকম তাদের কী বলে?
উত্তরঃ- সরল টিস্যু
২৮। মানবদেহে পানির পরিমান কত?
উত্তরঃ- ৭০%
২৯। দেহের অভ্যন্তরে রক্ত জমাট না বাঁধার কারণ কী?
উত্তরঃ- রক্তে হেপারিন থাকায়।
৩০। ’গ্যালিলিও’ কী?
উত্তরঃ- পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।



৩১। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উত্তরঃ-লুব্ধক
৩২। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি?
উত্তরঃ-ভাইকিং
৩৩। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তরঃ- প্রায় ১৫ কোটি কি.মি।
৩৪। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য আইনস্টাইন কত সালে নোবেল পান?
উত্তরঃ- ১৯২১ সালে।
৩৫।  আইনস্টাইন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করে কতসালে?
উত্তরঃ- ১৯০৫ সালে।
৩৬। হিগস বোসন কণার অপর নাম কী?
উত্তরঃ- ঈশ্বর কণা
৩৭। শিমের বিচি কোন ধরনের খাদ্য?
উত্তরঃ- আমিষ
৩৮। রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?
উত্তরঃ- অস্থিমজ্জায়
৩৯। টলেমি কে ছিলেন?
উত্তরঃ- একজন জ্যোর্তিবিদ
৪০। তাপে নষ্ট হয় কোনটি?
উত্তরঃ- ভিটামিন সি

No comments:

Post a Comment