Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলী ও চাকুরি প্রস্তুতি পর্ব-১৪।

বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।



সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি।

১।রঙীন টেলিভিশনের ক্ষেত্রে গ্রাহক যন্ত্রে কয়টি ইলেকট্রন গান থাকে?
উত্তরঃ- ৩টি।
২। টিলিভিশনের পর্দাতে কিসের প্রলেপ দেওয়া থাকে?
উত্তরঃ-৩ প্রকার ফসফরের।
৩। অন্ধকার ঘরে টেলিভিশন দেখা উচিৎ নয় কেন?
উত্তরঃ-টেলিভিশনের উজ্জ্বল আলো চোখের জন্য ক্ষতিকর।
৪। ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করতে হলে টেলিভিশনের পর্দা থেকে অন্তত কত দূরে বসা উচত?
উত্তরঃ-৩ থেকে ৪ মিটার
৫। টেলিভিশনকে দূর থেকে নিয়ন্ত্রণের জন্য তার বিহীন যন্ত্র কোনটি?
উত্তরঃ- রিমোট কন্ট্রোল
৬। যোগাযোগ উপগ্রহ থেকে টেলিভিশন সংকেত ভূপৃষ্ঠের নির্দিষ্ট অঞ্চলে প্রেরণ করা হয় কিভাবে?
উত্তরঃ-রেডিও তরঙ্গের মাধ্যমে।
সাধারন বিজ্ঞান
৭। সম্প্রচার ক্ষমতা বাড়ালে কোন বিশেষ উপগ্রহ থেকে প্রেরণযোগ্য চ্যানেলের সংখ্যা --
উত্তরঃ-সীমিত হয়ে পড়ে।
৮। যোগাযোগ উপগ্রহগুলো পরিচালিত হয় কিভাবে?
উত্তরঃ-সৌরশক্তির দ্বারা।
৯। স্যাটেলাইট চ্যানেলে পাঠানো ছবিগুলো প্রথমে গ্রহণ করা হয়--
উত্তরঃ-এক বা একাধিক ডিস এন্টিনার মাধ্যমে।
১০। স্যাটেলাইট থেকে আগত সংকেত ডিসে প্রতিফলিত হয়ে পতিত হয় কিভাবে?
উত্তরঃ-ফিড হর্ণে।




১১। রেডিও হচ্ছে-
উত্তরঃ-একটি গ্রাহক।
১২। গ্রাহক যন্ত্রে শব্দ তরঙ্গ রূপান্তরিত হয়-
উত্তরঃ- শব্দ তরঙ্গে।
১৩। বর্তমান বেতার যন্ত্রে রেডিও টিউব বা বাল্বের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে-
উত্তরঃ-ট্রানজিস্টর।
১৪। রেফ্রিজারেটরে শীতলীকরণে ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ- ফ্রেয়ণ
১৫। রেফ্রিজারেটরে শীতলীকরণে পূর্বে ব্যবহৃত হতো কোনটি?
উত্তরঃ-সিএফসি।
১৬। টেপ রেকর্ডারে বিভিন্ন সংকেত বা তথ্য রেকর্ড করা হয় কিভাবে?
উত্তরঃ- তড়িৎ প্রবাহকে চুম্বক ক্ষেত্রে রূপান্তর করে।
১৭। রেকর্ডিং এর জন্য টেপ রেকর্ডারে কী ব্যবহার করা হয়?
উত্তরঃ- ইলেকট্রম্যাগনেটিক ট্রান্সডিউসার।
১৮। টেপ রেকর্ডারের ফিতা কী দিয়ে তৈরি হয়?
উত্তরঃ-সেলুলোজ অ্যাসিটেট বা পলিভিনাইল ক্লোরাইড দিয়ে।
১৯। টেলিভিশনের স্টুডিওতে ব্যবহৃত টেপ সাধারনত কত চওড়া?
উত্তরঃ-৫ সে.মি।
২০। ‍ডিভিডিতে তথ্য ধারণের জন্য ব্যবহৃত হয় কোনটি?
উত্তরঃ- অপটিকাল ডিস্ক।




২১। ডিভিডিতে তথ্য পড়ার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- সেলফ লেজার
২২। ভিডিও ক্যামেরায় ছবির প্রতিবিম্বের সাথে শব্দ কিভাবে গৃহীত হয়?
উত্তরঃ- মাইক্রোফোন দ্বারা।
২৩। শব্দশক্তি ভিডিও ক্যামেরাতে কিভাবে রূপান্তরিত হয়?
উত্তরঃ- বৈদ্যুতিক তরঙ্গে।
২৪। পোলারয়েড ক্যামেরায় সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হয়-
উত্তরঃ- পজিটিভ প্রিন্ট
২৫। পোলারয়েড ক্যামেরা উদ্ভাবন করেন কে?
উত্তরঃ- আমেরিকার এডউইন এইচ ল্যান্ড।
২৬। পোলারয়েড ক্যামেরা প্রথমে বাজার জাত করণ করা হয় কত সালে?
উত্তরঃ- ১৯৪৮ সালে।
২৭। পোলারয়েড ক্যামেরায় পরস্পর সমান্তরালভাবে ভরা হয় কী?
উত্তরঃ- দুটি ফিল্ম     রোল।
২৮। মাইক্রো ওয়েভ ওভেনে শক্তির রূপান্তর হয় কিভাবে?
উত্তরঃ- শব্দ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে।
২৯। টেলিফোনের প্রেক যন্ত্রে কী থাকে?
উত্তরঃ- ডায়াফ্রাম
৩০। টেলিফোনের শব্দ শক্তি রূপান্তরিত হয়-
উত্তরঃ- যান্ত্রিক শক্তিতে।



৩১। টেলিফোন প্রযুক্ত কয় প্রকারের?
উত্তরঃ- দুই প্রকারের। এনালগ এবং ডিজিটাল।
৩২। ISD এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- International Subscriber Dialing.
৩৩। মোবাইল ফোন সিস্টেমে নেটওয়ার্ক যুক্ত এলাকাকে ভাগ করা হয়-
উত্তরঃ- অসংখ্য সেলে।
৩৪। মোবাইল ফোনের প্রতিটি সেলের জন্য নির্ধারন করা হয়-
উত্তরঃ- সাবস্ক্রাইবার সংখ্যা।
৩৫। মোবাইল ফোনের সেলগুলোর যোগাযোগ থাকে কিসের সাথে?
উত্তরঃ- ট্রান্সমিটারের সাথে।
৩৬। চলন্ত অবস্থায় মোবাইল ফোন এর সেল পরিবর্তন হলেও কোন অসুবিধা হয়না। এর কারণ কী?
উত্তরঃ- কম্পিউটার  স্বয়ংক্রিয়ভাবে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে।
৩৭। মোবাইল ফোন মানুষের রক্তচাপ বৃদ্ধি করে-একথা প্রথম কে প্রকাশ করেন?
উত্তরঃ- স্টেফানী ব্রাউন।
৩৮। ফ্যাক্সে স্কানিং হওয়া ইমেজগুলো রূপান্তরিত হয়
 উত্তরঃ- বৈদ্যুতিক সিগন্যালে।
৩৯। মাইক্রোওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্য কত?
উত্তরঃ- ১ মি.মি হতে ৩০ সে.মি পর্যন্ত।
৪০। সাধারনত কাঠে আদ্রতা থাকে কি পরিমানে?
উত্তরঃ- ১৯ শতাংশ।



সম্পর্কে কোন জিজ্ঞাসা বা কোন উপদেশ কিংবা কোন সংশোধনী থাকলে তা জানাতে ভূলবেন না। পোস্টের নিচে কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন আপনার কথা। সাদরে গ্রহণ করা হবে আপনার মতামত।

No comments:

Post a Comment