Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরীর প্রস্তুতি পর্ব-২১।

বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।


সাধারন বিজ্ঞান



সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি

১। দূরত্বের সবচেয়ে বড় একক কোনটি?
উত্তরঃ- পারসেক
২। সময় পরিমাপের সর্বাধুনিক ঘড়ি কোনটি?
উত্তরঃ- সিজিয়াম ঘড়ি
৩।পদার্থের আবশ্যিক বৈশিষ্ট্য কী?
উত্তরঃ- ভর ও আয়তন
৪। পানি জমলে আয়তন কী হয়?
উত্তরঃ- বাড়ে
৫। টিউবওয়েলের হাতল কোন ধরনের লিভার?
উত্তরঃ- প্রথম শ্রেণির
৬। নৌকার দাড় কোন ধরনের লিভার?
উত্তরঃ- দ্বিতীয় শ্রেণির
৭। মানুষের হাত কোন শ্রেণির লিভার?
উত্তরঃ- তৃতীয় শ্রেণির
৮। সেন্টিগ্রেড স্কেলে পরমশূণ্য উষ্ঞতার পাঠ কত?
উত্তরঃ-  -২৭৩ ডিগ্রী
৯। আলোক নিজে--
উত্তরঃ- অদৃশ্যমান
১০। অপটিকাল ফাইবারে মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়?
উত্তরঃ- অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন





১১। গোধুলীর কারণ কী?
উত্তরঃ- বিক্ষেপণ
১২। মরুভূমির মরীচিকার কারণ কী?
উত্তরঃ- অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
১৩। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- হাইগেনস
১৪। শব্দ বিস্তারের জন্য কিসের প্রয়োজন হয়?
উত্তরঃ-  স্থিতিস্থাপক মাধ্যম
১৫। গোবর গ্যাসে রয়েছে--
উত্তরঃ- মিথেন
১৬। পারমানবিক বোমা হচ্ছে---
উত্তরঃ- বিভাজন বোমা
১৭। হাইড্রোজেন বোমা হচ্ছে--
উত্তরঃ- সংযোজন বোমা
১৮। লিফটে দাড়ানো ব্যক্তি নিজকে কখন হালকা মনে করবে?
উত্তরঃ- যখন লিফট ত্বরণসহ নিচে নামে
১৯। একটি বিশেষ দূরত্বের পর টিভি সিগনালকে গ্রাহক গ্রহণ করতে পারেনা তার কারণ কী?
উত্তরঃ- পৃথিবীর বক্রতা
২০। কোন বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে কী হবে?
উত্তরঃ- ভর অপরিবর্তিত থাকবে কিন্তু ওজন কমবে।




২১। সূর্যের প্রচন্ড শক্তির উৎস কী?
উত্তরঃ- নিউক্লিয় সংযোজন
২২। বায়ূমন্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে তা--
উত্তরঃ- উষ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে
২৩। স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ন কেন?
উত্তরঃ- উচ্চ কম্পাঙ্কের জন্য
২৪। শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হওয়ার কারণ কী?
উত্তরঃ- প্রতিফলন
২৫। বৈদ্যুতিক কারণে উদ্ভুত আগুন নেভানোর কাজে পানি ব্যবহার করা হয়না কেন?
উত্তরঃ- পুনরায় তা শর্ট সার্কিট করতে পারে
২৬। ডিজেল ইঞ্জিনের জ্বলন কিভাবে হয়?
উত্তরঃ- সংকোচনের ফলে
২৭। স্প্রেয়ার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
উত্তরঃ- প্যাস্কাল
২৮। শত্রু বিমানের অবস্থান নির্ণয়ে রাডার কিভাবে কাজ করে?
উত্তরঃ- রেডিও তরঙ্গের দ্বারা
২৯। ফিউজ তার কি জন্য ব্যবহৃত হয়?
উত্তরঃ- অপ্রয়োজনীয় উচ্চ তড়িৎ প্রবাহকে প্রতিহত করে
৩০। আলোর বেগ প্রথমে কে পরিমাপ করেন?
উত্তরঃ- রোমার




৩১। মরিচা ধরার ফলে লোহার ওজন কী হয়?
উত্তরঃ- বাড়ে
৩২। কোন বৃত্তাকার পথে পরিভ্রমণরত বস্তুর থাকে--
উত্তরঃ- পরিবর্তনশীল বেগ
৩৩। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কী কী?
উত্তরঃ- বেগুনী ও লাল
৩৪। মেরু অঞ্চলের লোকেরা কেন বরফের বাড়ী তৈরি করে?
উত্তরঃ- বরফ তাপের কুপরিবাহী
৩৫। উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করা হয়?
উত্তরঃ- বারনৌলীর নীতি
৩৬। যখন কোন জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন --
উত্তরঃ- ভেসে ওঠে
৩৭। যখন কোন প্রস্তর খন্ড চাঁদ থেকে পৃথিবীতে আনা হয় তখন--
উত্তরঃ- ভর অপরিবর্তীত থাকে কিন্তু ভারের পরিবর্তন হয়।
৩৮। যখন বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন কী হয়?
উত্তরঃ- বন্দুক একই ভর বেগে পিছিয়ে আসে
৩৯। কে প্রথম বলেন পৃথিবী নিজে একটি চুম্বক?
উত্তরঃ- গিলবার্ট
৪০। একমাত্র কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কারো কণ্ঠস্বর চেনা যায়?
উত্তরঃ- প্রাবল্য

No comments:

Post a Comment