Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরীর প্রস্তুতি পর্ব-২০।

বিসিএস প্রস্তুতি সাধারন বিজ্ঞান


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।




সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি

১। হাইড্রোজেনের উপস্থিতি বাধ্যতামূলক নয় কোথায়?
উত্তরঃ- বায়ুতে
২। পেট্রোলবাহী ট্রাকের নীচে মাটি স্পর্শ করে একটি ধাতব শিকল ঝুলিয়ে রাখা হয় কেন?
উত্তরঃ- দূর্ঘটনা রোধের জন্য
৩। মরিচা কী?
উত্তরঃ- রাসায়নিক পরিবর্তন
৪। আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?
উত্তরঃ- সিলভার
৫। বায়ূ এবং গ্যাসোলিনের বাষ্প মেশানো হয় গাড়ীর কোথায়?
উত্তরঃ- কার্বুরেটরে

সাধারন বিজ্ঞান



৬। এনড্রিন, বাসুডিন ও ডায়াজিনন প্রভৃতি কী?
উত্তরঃ- কীটনাশক
৭। ‘টেস্টিং সল্ট’ এর রাসায়নিক নাম কী?
উত্তরঃ- মনো সোডিয়াম গ্লুটামেট
৮। কোন পদার্থের পারমানবিক সংখ্যা হচ্ছে ঐ পদার্থের পরমাণুর--
উত্তরঃ- প্রোটনের সংখ্যা
৯। কোন পরমানুর ভর বলতে বুঝায়--
উত্তরঃ- নিউট্রন ও প্রোটোনের ভর
১০। কোন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা দু’য়ের অধিক হয়?
উত্তরঃ- সালফার





১১।হাইড্রোজেন মৌলের অণুতে পরমানুর সংখ্যা কত?
উত্তরঃ- ২
১২। শতাধিক পরমাণু বিশিষ্ট অণু কোনটি?
উত্তরঃ- প্লাস্টিক
১৩। আমরা যে চক দিয়ে লিখি তা হচ্ছে--
উত্তরঃ- ক্যালসিয়াম সালফেট
১৪। ক্যালসিয়াম কার্বনেট কোথায় দ্রবিভূত হয়না?
উত্তরঃ- পানিতে
১৫। বাংলাদেশে হাউড্রোজেরন উৎস হচ্ছে--
উত্তরঃ- প্রাকৃতিক গ্যাস ও পানি
১৬।পেট্রোলিয়াম হলো--
উত্তরঃ- বিভিন্ন যৌগের মিশ্রণ
১৭। পানকরা পানির সাথে ক্লোরিন মেশানো হয় কেন?
উত্তরঃ- ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংশ করার জন্য
১৮। ক্ষার লাল লিটমাসকে--
উত্তরঃ- নীল করে
১৯। সমুদ্রের পানিতে সর্বাধিক কী দ্রবিভূত থাকে?
উত্তরঃ- ক্লোরিন লবন
২০। কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুতে মোটেও পাওয়া যায়না?
উত্তরঃ- রেডন




২১। গ্রাফাইট অধাতু হলেও--
উত্তরঃ- তড়িৎ পরিবাহী
২২। যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুত করা হয় তাকে কী বলে?
উত্তরঃ- হাইড্রোজিনেশন
২৩। বাড়িতে ব্যবহৃত এলপিজি এর উপাদান প্রধানত কী কী?
উত্তরঃ- প্রোপেন ও বিউটেন
২৪। নিরপেক্ষ তরলের  p^{h} মান কত?
উত্তরঃ- ৭
২৫। পেট্রোলের রাসায়নিক নাম কী?
উত্তরঃ- গ্যাসোলিন
২৬। কোন লোহায় বেশি পরিমানে কার্বণ থাকে?
উত্তরঃ- কাস্ট আয়রন বা পিগ আয়রনে
২৭। কৃত্রিম সিল্ক কোনটি?
উত্তরঃ- রেয়ন
২৮। অ্যালকোহলের হিমাঙ্ক কত?
উত্তরঃ-   - ১৩০ ডিগ্রী সেন্টিগ্রেড
২৯। মোমবাতির জ্বলন কী ধরনের পরিবর্তন?
উত্তরঃ- রাসায়নিক
৩০। সবচেয়ে বেশি ঘনত্বের কার্বন রূপভেদটি হলো--
উত্তরঃ- হীরক




৩১। মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি থাকে?
উত্তরঃ- অক্সিজেন
৩২। হীরাকে বায়ুতে পোড়ালে কী উৎপন্ন হবে?
উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড
৩৩। কোন পদ্ধতিতে অশোধিত তেল থেকে গ্যাসোলিন উৎপন্ন করা হয়?
উত্তরঃ- আংশিক পাতন
৩৪। আলোর প্রতিফরন করতে পারে এমন অধাতু কোনটি?
উত্তরঃ- সিলিকন
৩৫। পানি দ্বারা অতি সহজেই আক্রান্ত ধাতুর নাম কী?
উত্তরঃ- সোডিয়াম
৩৬। সবচেয়ে খাটি লোহা কোনটি?
উত্তরঃ- ঢালাই লোহা
৩৭। রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তরঃ- সোডিয়াম
৩৮। অ্যালুমিনিয়াম সালফেট প্রাথমিকভাবে কী হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ- সার
৩৯। প্রাণির হাড় ও দাঁত এর প্রধান উপাদান হচ্ছে
উত্তরঃ- ক্যালসিয়াম সালফেট
৪০। কোন বিকারক কাপড়ের রং বিবর্ণ করে?
উত্তরঃ- সালফার ডাই অক্সাইড




সাধারন বিজ্ঞানের প্রতিটি টিউটরিয়াল এ আপনাদের জন্য তুলে নিয়ে আসি জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও মৃত্তিকা বিজ্ঞানের নতুন কোন তথ্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি নিজকে প্রস্তুত করতে থাকুন বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য।

No comments:

Post a Comment