Feb 1, 2020

সাধারন বিজ্ঞান পর্ব-১১।বিভিন্ন চাকুরি পরীক্ষার জন্য প্রস্তুতি।

image of bcs general science


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।


দৈনন্দিন জীবনে বিজ্ঞান।

১। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈঘ্য কোন রং এর আলোর?
উত্তরঃ-বেগুণী
২। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ কী?
উত্তরঃ-  আলোর প্রতিসরণ
৩। কোন বস্তুকে পানিতে সম্পূর্ণ ভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে এর কারণ কী?
উত্তরঃ- বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান।
৪। বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারনত বিদ্যুৎপৃষ্ট হয়না এর কারণ কী?
উত্তরঃ-মাটির সঙ্গে সংযোগ হয়না বলে।
৫। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
উত্তরঃ- মাইক্রোওয়েভ
৬। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায় গ্রহণ করবেন?
উত্তরঃ-গাড়ির মধ্যেই বসে থাকবেন।
৭। সাধারন ড্রাইসেলের ইলেকট্রোড হিসাবে রয়েছে--
উত্তরঃ- কার্বন দন্ড ও দস্তার কৌটা।
৮। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা-
উত্তরঃ- তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
৯। সমুদ্রেপৃষ্ঠে বায়ুরচাপ প্রতিবর্গ সে.মি এ-
উত্তরঃ- ১০ নিউটন
১০।বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি?
উত্তরঃ-ক্লোরোফ্লোরো কার্বন




১১। সমুদ্রেপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
উত্তরঃ- ৭৬ সে.মি
১২। কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
উত্তরঃ-পেট্রোল ইঞ্জিনে
১৩। নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাধ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
উত্তরঃ- যথাযথভাবে হাল ঘুরিয়ে।
১৪। কোন স্থানের মধ্যাকর্ষণ জনিত ত্বরণ ৯ গুন বাড়লে সেখানে একটি সরল দোলনের দোলনকাল কতগুণ বাড়বে বা কমেবে?
উত্তরঃ- ৩ গুণ কমবে
১৫। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সংগে সংগে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সংগে এর মিল রয়েছে?
উত্তরঃ- রকেট ইঞ্জিন।
১৬। ফিউশন প্রক্রিয়া কী?
উত্তরঃ- একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে।
১৭। কম্পিউটারের সফটওয়ারের জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ-  মাইক্রোসফট
১৮। ট্যালকম পাউডার কে পিচ্ছিল করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ-  জিঙ্ক স্টিয়ারেট
১৯। ভ্যানিসিং ক্রিমের উপাদান কী ?
উত্তরঃ-  গ্লিসারিন, পানি এবং স্টিয়ারিক এসিড।
২০। কোনটি ভ্যানিসিং ক্রিমের উপাদান নয়?
উত্তরঃ- চক পাউডার




২১। চিত্রাঙ্কনের জন্য কোন প্লাস্টার উপযোগী?
উত্তরঃ- প্রিপেয়ার্ড ফিনিস প্লাস্টার
২২। নিকেল ইস্পাত দ্বারা কোনটি তৈরি করা যায়?
উত্তরঃ- ক্যাবল
২৩। অ্যালুমিনাস সিমেন্টের কোন গুণটি থাকে?
উত্তরঃ- রাতারাতি নির্মাণ কাজ করা যায়।
২৪। বাঁশকে প্রিজার্ভ করার জন্য কোন কাজটি করা হয়?
উত্তরঃ- সংরক্ষক দ্রবণে ডুবিয়ে রাখা হয়।
২৫। আমরা যে কাপড় কাচার সোডা ব্যবহার করি তার রাসায়নিক নাম কি?
উত্তরঃ- সোডিয়াম বাই কার্বনেট।
২৬।  কাপড় পরিস্কার করার ড্রাইওয়াশ পদ্ধতিতে ব্যবহৃত রাসায়নিক দ্রবণের মূখ্য উপাদান কোনটি?
উত্তরঃ- পেট্রোল
২৭। সাদা কাপড়কে উজ্জ্বল করার জব্য  আমরা ব্যবহার করে থাকি কোনটি?
উত্তরঃ- আল্ট্রামেরিন ব্লু।
২৮। শাম্পু তৈরিতে সোডিয়ামের লবণ ব্যবহার না করে পটাশিয়ামের লবণ ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ-  পটাশিয়ামের লবণ অপেক্ষাকৃত নরম বলে।
২৯। টুথপেস্টের পরিষ্কারক উপাদান কোনটি?
উত্তরঃ- ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেশিয়াম কার্বনেট।
৩০। পাউরুটিকে ফুলানোর জন্য বেকিং পাউডার মিশালে পাউরুটি ফুলে উঠে কারণ কী?
উত্তরঃ- বেকিং পাউডার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড।




৩১। নিরাপদ দিয়াশলাই এর কাঠি জ্বালানোর জন্য বাক্সের নির্দিষ্ট অংশে কী লাগানো থাকে?
উত্তরঃ- লাল ফসফরাস ও এন্টিমনি সালফাইডের পেস্ট।
৩২। নিরাপদ দিয়াশলাই এর কাঠির মাথায় লাগানো বারুদ তৈরি হয় কী দিয়ে?
উত্তরঃ-সালফার ও পটাশিয়ামের পেস্ট দিয়ে।
৩৩। ২৬০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ৬০ ওয়াটের একটি বাতি জ্বালাতে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চলবে?
উত্তরঃ- ০.২৫
৩৪। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১.৬৫ টাকা মূল্য দিতে হলে ৬০ ওয়াটের ১০ টা বাতি ১৫ ঘন্টা জ্বালাতে বত ব্যয় হবে?
উত্তরঃ-৯ ইউনিট।
৩৫। রেগুলেটর দিয়ে বিদ্যুতের পাখার গতি বাড়ানো হলে বিদ্যুৎ ব্যবহারের পরিমান কম হবে নাকি বাড়বে?
উত্তরঃ- একই হবে বা কোন তারতম্য হবেনা।
৩৬। ক্ষতিকর প্রভাব থেকে চোখকে রক্ষা করতে হলে টেলিভিশনের পর্দা থেকে আমাদের কত দূরে বসা উচিৎ?
উত্তরঃ- ৩-৪ মিটার।
৩৭। পোলারয়েড ক্যামেরায় একই সাথে ব্যবহার করা হয়=
উত্তরঃ- ফিলমের দুটি রোল।
৩৮। মোবাইল ফোনে ব্যবহৃত SIM এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- Subscriber Identity Module.
৩৯। হঠাৎ করে ‍বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে ইউপিএস বিদ্যুৎ সরবরাহ শুরু করে কত সময়ের মধ্যে?
উত্তরঃ- ২ মিলিসেকেন্ড এর মধ্যে।
৪০। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হলে আই পি এস বিদ্যুৎ সরবরাহ শুরু করে কতক্ষণ পরে?
উত্তরঃ- ১/১০ সেকেন্ডের মধ্যে।



সাধারন বিজ্ঞানের ধারাবাহিক পর্বগুলো নিয়মিত অনুশীলন করুন। বিসিএস বা যে কোন চাকরী পরীক্ষায় নিজকে এগিয়ে রাখুন। সাধারন বিজ্ঞানের পোস্ট সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে ভূলবেন না।

No comments:

Post a Comment