Feb 1, 2020

সাধারন বিসিএস প্রস্তুতি পর্ব-১০।

বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।


১। স্নায়ু বিকাশজনিত সমস্যার বিস্তৃত রূপকে কী বলে?
উত্তরঃ- অটিজম
২। প্রোটিন ফ্যাক্টরী কোনটি?
উত্তরঃ- রািইবোজমকে
৩। কয়লার মূল উপাদান কোনটি?
উত্তরঃ- কার্বন
৪।  কাজের একক কী?
উত্তরঃ- জুল
৫। নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত-
উত্তরঃ- বেশি
৬। গামা রশ্মির চার্জ কেমন?
উত্তরঃ- ঋনাত্বক
৭।  পৃথিবীর শক্তির মূল উৎস কোনটি?
উত্তরঃ- সূর্য
৮। ডিডিটি কী?
উত্তরঃ- এক প্রকারের কীটনাশক।
৯।  বার্ড ফ্লু এর উৎস কী?
উত্তরঃ- মুরগী ও পাখি
১০। কাগজের প্রধান উপাদান কী?
উত্তরঃ- সেলুলোজ



১১। মানুষের দাঁত কয় ধরণের?
উত্তরঃ- ৪ ধরনের।
১২। কোন জারক রস পাকস্থলীকে দুগ্ধ জমাট বাঁধায়?
উত্তরঃ- উত্তর
১৩। কোলাজেন কী?
উত্তরঃ- এক ধরনের আমিষ।
১৪। বাংলাদেশের জাতীয় বৃক্ষের বৈজ্ঞানিক নাম কী?
উত্তরঃ- Mangifera indica
১৫। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত?
উত্তরঃ- ৭০০ঃ ১
১৬।  সিনেমা স্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তরঃ- অবতল
১৭। রান্না করার হাড়ি পাতিল সাধারনত এ্যালুমিনিয়ামের তৈরি হয়-এর কারন কী?
উত্তরঃ- এতে দ্রুত তাপ সঞ্চায়িত হয়ে খাদ্য দ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
১৮। ইস্পাত সাধারন লোহা থেকে ভিন্ন-কারন এতে রয়েছে-
উত্তরঃ- সুনিয়ন্ত্রিত পরিমান কার্বন
১৯।বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
উত্তরঃ-পাশাপাশি দুটো দাঁতের দাগ।
২০। প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়-
উত্তরঃ- মিথেন




২১। বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয় কত সালে?
উত্তরঃ- ৬ই মে, ১৯৯৫ সালে।
২৩। গাছের খাদ্য তালিকায় থাকে-
উত্তরঃ-N.P.K.S ও Zn.
২৪। ধানের ফুলে পরাগ সংযোগ কিভাবে ঘটে?
উত্তরঃ-বাতাসের সাহয্যে পরাগ ঝরে পড়ে।
২৫। জলজ উদ্ভিদ সহজে পানিতে ভাসতে  পারে তার কারন কী?
উত্তরঃ- এদের কান্ডে অনেক বায়ু কুঠুরি আছে।
২৬। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
উত্তরঃ-মেলানিন
২৭।নারভাস সিস্টেমের স্ট্যাকচারাল এবং ফ্যাংশনাল ইউনিটকে কী বলে?
উত্তরঃ- নিউরোন
২৮। আমাদের দেহ কোষ রক্ত হতে কী গ্রহন করে?
উত্তরঃ- অক্সিজেন ও গ্লুকোজ
২৯। Natural Protein  এর কোড নং কত?
উত্তরঃ- Protein P-49
৩০। ছোট তরঙ্গ দৈঘ্যের শব্দ দ্বারা ইমেজিংকে কী বলে?
উত্তরঃআলট্রাসোনোগ্রাফী




৩১।আমলকিতে কোন এসিড পাওয়া যায়?
উত্তরঃ- স্যালিক
৩২। তামার সাথে কোনটি মিশালে পিতল হয়?
উত্তরঃ- দস্তা
৩৪। ড্রাই আইস কী?
উত্তরঃ- কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড।
৩৫। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশ গ্রহন করে তাকে কী বলা হয়?
উত্তরঃ- পরামনু
৩৬। মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
উত্তরঃ- ভূ-পৃষ্ঠে
৩৭। পাল তোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে, তার কারণ কী?
উত্তরঃ- সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়।
৩৮। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়িনা কেন?
উত্তরঃ-মধ্যাকর্ষণ বলের জন্য।
৩৯।সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাংকের কতটা পরিবর্তন ঘটবে?
উত্তরঃ- অর্ধেক হবে।
৪০। যে মসৃণতলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
উত্তরঃ- দর্পণ।

No comments:

Post a Comment