Feb 10, 2020

যুব বিশ্বকাপের নতুন চাম্পিয়ন বাংলাদেশ, গড়েছে ইতিহাস।

দক্ষিণ আফিকায়  বৃষ্টি আইনে ৩ উইকেটে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে চাম্পিয়ন হয়ে বাংলাদেশের যুবারা গড়েছে নতুন ইতিহাস। অভিনন্দন বাংলাদেশের যুবাদের। সারাদেশে চলছে আনন্দের বহিঃপ্রকাশ।







জাতীয় দল যখন বারবার এশিয়া কাপের ফাইনাল, নিদাহাস ট্রফির ফাইনাল সহ কয়েকটি ফাইনালে গিয়েও চাপের মুখে ভেঙে পড়েছে, ব্যর্থ হয়েছে বারবার ক্রিকেটপ্রেমী বাংলাদেশের মানুষের স্বপ্ন, তখন বাংলাদেশের যুবারা দক্ষিণ আফ্রিকায় ভারতকে ৩  উইকেটে হারিয়ে প্রথম বারের মত যুব বিশ্বকাপের চাম্পিয়ন হয়েছে। যেটা ছিলো গোটা বাঙালি জাতির স্বপ্ন যা আজ সত্যি প্রমাণিত হয়েছে।

এই জয়টা মোটেও সহজ ছিলোনা। প্রথমে ভারতের অনুর্ধ্ব ১৯ যুবরা টসে হেরে ব্যাট করে  টসে  ৪৭.২ ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত ও ভয়ংঙ্কর বোলিং লাইনের সামনে মাত্র ১৭৭ রানে অলআউট হয়ে যায়। ভারত শুরুতে অত্যন্ত ধীরগতিতে শুরু করে।দলের ওপেনিং ব্যাটসম্যান জয়সয়াল ১২১ বলে ৮৮ রানের চমৎকার একটি ইনিংস খেলেন যেটা ভারতের জন্য লড়াই করার পুঁজি এনে দিয়েছে। এছাড়া তিলক ভার্মা ৩৮ এবং ধ্রুব জুরেল ২২ রান করেন। এছাড়া বলার মত কোন স্কোর কেউ করতে পারেন নি মুলত বাংলাদেশের বোলিং লাইনের তোপের মুখে।







শুরুতেই শরিফুল, সাকিব, অভিষেকের বোলিং তোপে ভারত দিশেহারা হয়ে পড়ে। খেলতে থাকে টেস্ট মেজাজে কারণ বোলিং নয় তখন মনে হয় আগুন ঝরছিলো।

শরিফুল ইসলাম ১০ ওভারে ৩১ রানে ২ উইকেট, তানজিম হাসান সাকিব ২৮ রানে ২ উইকেট,   অভিষেক দাস ৪০ রানে ৩ উইকেট এবং রাকিবুল হাসান ১০ ওভারে ২৯ রানে ১ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেন। ৮.৫ ওভারে ৫০ রান আসে ওপেনিং জুটিতে। ্ এরপর ভারতের রবি বিস্ময় এর বোলিং তোপে মাত্র ১৫ রানের মধ্যেই বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। একপর্যায়ে বাংলাদেশের রান দাড়ায় ৬৫/৪। তখন বাংলাদেশ আবারো সাবধানি ক্রিকেট খেলতে শুরু করে কিন্তু তখনো শঙ্কা কাটেনি। ১০২ রানে যখন ৬ উইকেট পড়ে যায় তখন সবাই আবার ভাবতে শুরু করে বাংলাদেশ কি আবারো তীরে এসে তরী ভিড়াবে?  তখন ক্রিজে ফিরে আসেন আহত পারভেজ হাসান ইমন।এটা তখন সাপোর্টার মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে। ইমন এবং অধিনায়ক আকবরের জুটিতে বাংলাদেশ জয়ের দিকে এগিয়ে যেতে থাকে তখন ১৪৩ রানের মাথায় ব্যক্তিগত ৪৭ রানে আউট হয়ে গেলে জয়ের আশা আবারো  ফিকে হয়ে আসে।



ক্রিসে আসেন রাকিবুল হাসান ‍যিনি স্পিনার। তাকে নিয়ে অধিনায়ক আকবর ক্রিসে থিতু হয়ে সিঙ্গেল নিয়ে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌছে দেন। মাঝে বৃষ্টি নেমে আসে। তখন তার্গেট দাড়ায় ১৭০ রান। ৪২.১ ওভারে বাংলাদেশ দল ৭ উইকেটে সেই রান টপকে প্রথম বারের মত ইতিহাস গড়ে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে ইতিহাস গড়ে বাংলাদেশ দল প্রথম কোন গ্লোবাল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতলো। অভিনন্দন বাংলাদেশ দলের যুবাদের।


ফাইনালে কঠিন সময়ে দলকে জয়ের বন্দরে পৌছে দিয়ে বাংলাদেশ দলে অধিনায়ক আকবর আলী নির্বাচিত হয়েছেন “ম্যান অব দ্য ম্যাচ”  এবং পুরো সিরিজে চমৎকার ব্যাটিং  এর জন্য ভারতের ওপেনার জয়সওয়াল “ম্যান অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হয়েছেন।


No comments:

Post a Comment