Feb 1, 2020

সাধারন বিজ্ঞান-বিসিএস প্রিলিমিনারী ও অন্যান্য চাকুরি প্রস্তুতি পর্ব-১।

image of bcs general science


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারণ বিজ্ঞান বাধ্যতামূলক। তাই বিসিএস প্রিলিমিনারী ও বিভিন্ন চাকুরি পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল। সাধারন বিজ্ঞানের আজকের টিউটরিয়াল থেকে ধারাবাহিক ভাবে পড়তে থাকুন আর ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন।


১। যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের কী বলে?
উত্তরঃ- প্যাথজেনিক
২। ইনফেকশন কী?
উত্তরঃ- সংক্রমন
৩।শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পুরণে দরকার কী কী?
উত্তরঃ- স্বীকৃতি, স্নেহ এবং সাফল্য
৪। কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তরঃ- ট্রিপসিন
৫।শর্করা জাতীয় খাদ্য হজমে কোনটি সাহায্য করে?
উত্তরঃ- টায়ালিন
৬। মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় থাকে?
‍উত্তরঃ- প্লীহাতে
৭। অগ্নাশয় নিঃসৃত রসকে কী বলে?
উত্তরঃ- ট্রিপসিন
৮। কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়?
উত্তরঃ- ডায়নামো
৯। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তরঃ- স্নায়ুতন্ত্রের
১০। স্নায়ুতন্ত্রের একক কী?
উত্তরঃ- নিউরন


১১। ভাইরাস জনিত রোগ কোনটি?
উত্তরঃ- জন্ডিস, এইডস ও চোখ ওঠা ইত্যাদি
১২। নিউমোনিয়া কি জনিত রোগ?
উত্তরঃ- ব্যকটেরিয়া
১৩। প্রাণি জগতের উৎপত্তি এবং বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কী বলে?
উত্তরঃ- জেনেটিক/ বংশগতি বিদ্যা/ জীনতত্ত্ব
১৪। কোন জ্বালানী পোড়াল সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
উত্তরঃ-ডিজেল
১৫। কোন জ্বালানী পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়?
উত্তরঃ- পেট্রোল, অকটেন ও সিএনজি
১৬। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে কি প্রবাহিত হয়?
উত্তরঃ- তড়িৎ শক্তি
১৭। জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্নি কোনটি?
উত্তরঃ- গামা রশ্মি
১৮। কোন রং দূর থেকে বেশি দেখা যায়?
উত্তরঃ- লাল রং
১৯। ক্যান্সার রোগ চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরনের উৎস কোনটি?
উত্তরঃ- আইসোটোপ
২০।যে সকল পরমানুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাকে কী বলে?
উত্তরঃ- আইসোটোপ



২১। টিভি রিমোট কন্ট্রোলে কোন ডিভাইস ব্যবহার করা হয়?
উত্তরঃ-ইনফ্রারেড
২২। ডিএনএ অনুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
উত্তরঃ- ওয়াটসন ও ক্রিক
২৩। ডিএনএ কী?
উত্তরঃ- একটি নিউক্লিক এসিড
২৪। ডিএনএ প্রথম উপস্থাপন করেন কে?
উত্তরঃ- ফ্রেডরিক মাসচার
২৫। হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ?
উত্তরঃ- আমিষ
২৬। গোয়েন্দা বিভাগ কোন রশ্মিটি ব্যবহার করে?
উত্তরঃ- X রশ্মি
২৭। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমানুর শক্তি কেমন?
উত্তরঃ- যুক্ত অবস্থার চাইতে অধিক
২৮। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
উত্তরঃ- বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
২৯।আইসোটোপের ক্ষেত্রে এটমিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা কেমন?
উত্তরঃ- সমান নয়
৩০। কোন বস্তুতে চার্জ বা অধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কী?
উত্তরঃ- তড়িৎ বীক্ষণ যন্ত্র



৩১। বেকিং পাউডারের মূল উপাদান কোনটি?
উত্তরঃ- NaHCO3
৩২। আবরণী টিস্যু কত প্রকারের?
উত্তরঃ- ৩ প্রকারের
৩৩। হৃদপিন্ডে কোন ধরণের পেশি দ্বারা গঠিত?
উত্তরঃ- বিশেষ ধরণের অনৈচ্ছিক  টিস্যু দ্বারা
৩৪। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়?
উত্তরঃ- এডিস এজিপটাই
৩৫। Photosynthesis অর্থ কী?
উত্তরঃ- সালোক সংশ্লেষণ

No comments:

Post a Comment