Feb 1, 2020

কিভাবে একটি ফ্রি জিমেইল একাউন্ট খুলতে হয়?

গুগল একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন । বর্তমান বিশ্বের প্রায় ৯৫ ভাগ লোক গুগল ব্যবহার করে কোন তথ্য সার্চ বা অনুসন্ধান করে । এটি যে শুধু সার্চ ইঞ্জিন তা নয় বরং এটি সার্চ ইঞ্জিনের পাশাপাশি ভিজিটরদের বহু ফ্রি সুযোগ সুবিধা দিয়ে থাকে। তার মধ্যে মেইল সেবা অন্যতম।বর্তমান তথ্য ও প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে ইমেইলের ব্যবহার বহু গুনে বেড়ে গেছে। অধিকাংশ সেবা কিংবা কোন ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে আপনার একটি ইমেইল একাউন্ট অবশ্যই থাকতে হবে।


ইমেইল একাউন্ট করতে হলে আপনাকে ইয়াহু, গুগল কিংবা মাইক্রোসফট থেকে একাউন্ট করতে হবে। তবে সবচেয়ে ভালো এবং গুগলের যাবতীয় ফ্রি কিংবা প্রিমিয়াম সেবা গ্রহণের জন্য অবশ্যই আপনার একটি জিমেইল একাউন্ট Image of gmail account



থাকতে হবে। আপনি যদি গুগল এডসেনস থেকে টাকা আয় করতে চান তবে আপনার জিমেইল একাউন্ট থাকা বাধ্যতামূলক। তাছাড়া আপনার যদি কোন ওয়েব সাইট থাকে তবে  সেই ওয়েব সাইটটিকে গুগল ওয়েবমাস্টারে সাবমিট করে আপনার মালিকানা ভেরিফিকেশনের জন্য এবং গুগল এনালাইটিকস সেবা গ্রহণের জন্য তো কোন কথা ছাড়াই আপনার জিমেইল একাউন্ট অত্যাবশ্যক। সুতারং বুঝতে পারছেন, জিমেইল একাউন্ট করা কতটা জরুরী।
জিমেইল একাউন্ট খুলতে অনেকের নতুন অবস্থায় সমস্যা হয়। তাই আসুন দেখি কিভাবে একটি ফ্রি জিমেইল একাউন্ট খুলতে হয়?




আপনার কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল ্রর ইন্টারনেট কানেকশন অন করে যে কোন ব্রাউজারে গিয়ে টাইপ করুন  https://accounts.google.com/signup.




তারপর ইন্টার চাপুন।
image of gmail signup form



এবার এই ফর্মটি পুরণ করুন। প্রথমে আপনার নামের প্রথম অংশ  এবং নামের দ্বিতীয় বা শেষ অংশ পুরণ করুন। অবশ্যই আপনার রিয়েল বা সত্যিকারের নাম হতে হবে। কারণ পরে এই তথ্য আপনার কাজে লাগবে বিভিন্ন কাজে।
এবার ইওর ইমেইল এড্রেস এর স্থানে আপনার পছন্দকৃত এড্রেস লিখুন (উদাহরণ স্বরুপ:  alamalai19@)gmail.com)
এবার আপনার একাউন্টের জন্য পাসওয়াড দিন। পাসওয়াড অবশ্যই নূন্যতম ৮ ক্যারেকটার বা শব্দ হতে হবে। আপনি বড়হাতের, ছোট হাতের এবং সংখ্যা মিলিয়ে পাসওয়াড তৈরি করুন।


এরপর birthday এর ঘবে আপনার জম্মতারিখ, মাস এবং জম্মসন লিখুন।
Gender এর ঘরে আপনি যদি ছেলে হন তবে Male নির্বাচন করুন আর মেয়ে হলে Female নির্বাচন করুন।
পরবর্তী ঘরে আপনার বাংলাদেশী মোবাইল নং লিখুন।
এবার খালি বাক্সে যে ক্যাপচা টাইপ করুন যা উপরে দেখদে পারবেন।


আপনার দেশ নির্বাচন করুন। যেহেতু আমরা বাংলাদেশী তাই আমাদের দেশ বাংলাদেশ নির্বাচন করতে হবে।
এবার  I agree to the Google terms and policy” তে ক্লিক করুন।
এবার next steps এ ক্লিক করুন।
এবার আপনার মোবাইলে একটা ম্যাসেজ যাবে। ম্যাসেজে একটা কোড থাকবে সেটা প্রবেশ করান।


Welcome!

Your new email address is alialim1987a@gmail.com

Thanks for creating a Google Account. Use it to subscribe to channels on YouTube, video chat for free, save favorite places on Maps, and lots more.


  Continue





এরকম একটা পেজ আসবে। এবার     Continue তে ক্লিক করুন।

এবার ডানপাশের কর্নারে স্কয়ার আইকনে ক্লিক করলে আপানার জিমেইলে চলে যাবে।
আপনার একটি ছবি আপলোড করুন।
ব্যাস আপনার জিমেইল এখন রেডি। আপনি চাইলে অন্যের কাছে মেইল করতে পারেন। সেইজন্য আপনি কম্পোজ এ ক্লিক করুন। যার কাছে পাঠাবেন তার ইমেইল to এর ঘরে লিখুন। কোন বিষয়ে মেইল করতে চান তা subject এর ঘরে লিখুন। পরবর্তী ঘরে আপনার ম্যাসেজ বা টেক্স লিখুন। এবার সেন্ড এ ক্লিক করলে আপনার বন্ধু বা যার কাছে মেইল পাঠাতে চান তার কাছে মেইল চলে যাবে। আপনি যদি দেখেন Your message has been sent লেখা উঠে।


তবে বুঝবেন আপনার ম্যাসেজ চলে গেছে যার কাছে পাঠাতে চেয়েছিলেন তার কাছে।
কেউ যদি আপনার কাছে মেইল পাঠায় তবে ইনবক্সে ক্লিক করলে দেখেতে পাবেন।
তাহলে চেষ্টা করে দেখুন।যদি কোন সমস্যা হয় তবে স্ক্রিন শর্ট তুলে পাঠাবেন। চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করতে।

No comments:

Post a Comment