Feb 1, 2020

কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ।

কম্পিউটার এবং তথ্য প্রযুক্ত বিষয়ক আজকের পর্বে আমরা জানবো জানা এবং অজানা নতুন সব তথ্য। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় আবশ্যিক একটি বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তাই আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে।

image of computer and information technology



১। PC এর পূর্নরুপ কী?
উত্তরঃ- Personal Computer.
২। লাপটপ কী?
উত্তরঃ- ল্যাপটপ হলো এক ধরণের ছোট কম্পিউটার।
৩। Non-volatile মেমোরি কোনটি?
উত্তরঃ- ROM.
৪।  ১ কিলোবাইটে কত বাইট?
উত্তরঃ- ১০২৪ বাইট।
৫। বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি?
উত্তরঃ- এবিসি ( অ্যাটানসফ বেরিং কম্পিউটার)।
৬। ENIAC এর পূর্ণরুপ কী?
উত্তরঃ-Electronic Numerical Integrator and Computer.
৭। IBM কম্পিউটার প্রথম বাজারে ছাড়ে কবে?
উত্তরঃ- ১৯৮১ সালে।
৮। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে?
‍উত্তরঃ- ১৯৪৮ সালে।
৯। ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার কোনটি?
উত্তরঃ- PDP-8
১০। বানিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর কোনটি?
উত্তরঃ- ইনটেল ৪০০৪।



১১। কম্পিউটারের পারফরমেন্স বলতে কী বুঝায়?
উত্তরঃ- কম্পিউটারের দ্রুতগতিকে।
১২। কম্পিউটার প্রগ্রামে একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে কী বলে?
উত্তরঃ- লুপিং।
১৩।কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তরঃ- ন্যানোসেকেন্ড।
১৪। সিরিয়াল পোর্ট মাউসে কয়টি পিন থাকে?
উত্তরঃ- ৯টি।
১৫।  VDU এর পূর্ণরুপ কী?
উত্তরঃ-Visual Display Unit.
১৬। কম্পিউটারের স্কানার কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ- ইনপুট ডিভাইস।
১৭।কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোন ফাইল সেভ করতে হলে কোন কমান্ড করতে হয়?
উত্তরঃ- Ctrl+S
১৮। প্রতিটি বিট কী?
উত্তরঃ- একটি করে ডিজিট।
১৯। প্রতিটি বাইট কী?
উত্তরঃ- একটি করে ক্যারেকটার।
২০। হার্ডডিস্ক মাপার একক কী?
উত্তরঃ- গিগাবাইট।



২১। একটি স্প্রেডশীট সফটওয়ার কী?
উত্তরঃ- এমএস এক্সেল।
২২। কম্পিউটারের বাগ কী?
উত্তরঃ- সফটওয়ারের অন্তর্নিহিত ভুল।
২৩। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কী কী?
উত্তরঃ- হার্ডওয়ার এবং সফটওয়ার।
২৪। সাধারনত  My document এবং My Computer এর অবস্থান কোথায়?
উত্তরঃ- "C" Drive এ।
২৫। কোন ইউটিলিটি প্রগ্রামটি একটি ডিস্কের গতি বৃদ্ধি করে?
উত্তরঃ- Defragmentation.
২৬। ডেটাবেজ কী?
উত্তরঃ- ডেটাবেজ হচ্ছে উপাত্ত বা ডেটার সুসংগঠিত সমাবেশ যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা ও হালনাগাদ করা যায়।
২৭।সফটওয়ার অপারেটিং সিস্টেমকে কী বলা হয়?
উত্তরঃ-সিস্টেম সফটওয়ার।
২৮। UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ- বেল ল্যাব।
২৯। VIRUS শব্দের পূর্ণরুপ কী?
উত্তরঃ- Vital Information Resources Under Size.
৩০। CIH ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যপী কবে বিপর্যয় সৃষ্টি করে?
উত্তরঃ- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে।



৩১। Unicode কী?
উত্তরঃ- Unicode মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড।
৩২। লজিক গেইটে কী থাকে?
উত্তরঃ- এক বা একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট।
৩৩। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিংয়ের ভাষা কী?
উত্তরঃ- FORTRAN
৩৪। উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় রুপান্তর করে কোনটি?
উত্তরঃ- Interpreter ও Compiler.
৩৫।কোন প্রগ্রামের ভূল বের করাকে কী বলে?
উত্তরঃ- Debugging.
৩৬। BCD শব্দের পূর্ণরুপ কী?
উত্তরঃ-Binary Coded Decimal.
৩৭।কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?
উত্তরঃ- Android.
৩৮। Wi-Fi কোন স্টান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে?
উত্তরঃ- IEEE802.11
৩৯। Data Transmission speed কে কী বলা হয়?
উত্তরঃ- Bandwith/ Band speed.
৪০। Bandwit কিভাবে হিসাব করা হয়?
উত্তরঃ- Bit per second (bps) এ।




৪১। সাবমেরিন ক্যাবল কিসের অংশ?
উত্তরঃ- Information Technology এর।
৪২। বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কী বলে?
উত্তরঃ- কম্পিউটার নেটওয়ার্ক।
৪৩।  LANএর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Local Area Network.
৪৪। ডেটাবেজের কোন পরিবর্তন বা পরিবর্ধন কে করতে পারেনা?
উত্তরঃ- ক্লায়েন্ট।
৪৫। ARPANET এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Advanced Research Projects Administration Network.
৪৬। বাংলাদেশে প্রথম কবে অনলাইন ইন্টারনেট চালু হয়?
উত্তরঃ- ৪ জুন, ১৯৯৬ সালে।
৪৭। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য যে যন্ত্রাংশ প্রয়োজন?
উত্তরঃ- মডেম।
৪৮।  ISP এর পূর্ণরুপ কী?
উত্তরঃ-Internet Service Provider বা  ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্টান।
৪৯। সারা বিশ্বের ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে সর্বাধিক জনপ্রিয় ও আদর্শ প্রটোকল কী?
উত্তরঃ- TCP/ IP
৫০।  SMTP এর পূর্ণরুপ কী?
উত্তরঃ-Simple Mail Transfer Protocol



৫১। URLএর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Uniform Resource Locator.
৫২। উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- জুলিয়ান অ্যাসাঞ্জ।
৫৩। টেলেক্স এর মাধ্যমে কী পাঠানো হয়?
উত্তরঃ- শব্দ ও ছবি।
৫৪। অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদের কী বলা হয়?
উত্তরঃ- ক্রেকার।
৫৫। রোবটদের পাওয়ার দেওয়া হয় কী দ্বারা?
উত্তরঃ- লেড এসিড দিয়ে তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে।
৫৬। প্রযুক্তি বিদ্যায় নব দিগন্তের উন্মোচন হয়েছে কীসের মাধ্যমে?
উত্তরঃ- রোবট উদ্ভাবনের মাধ্যমে।
৫৭। Biometrics এর অর্থ কী?
উত্তরঃ- গ্রীক শব্দ Bio অর্থ জীবন, ও Metric অর্থ পরিমাপ।







No comments:

Post a Comment