বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর। বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।
সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি
১। পায়রিয়া শরীরের কোন অংশের সঙ্গে যুক্ত?উত্তরঃ- মাড়ি
২। বন্যার পরে মহামারী আকারে দেখা দেয়--
উত্তরঃ- ডায়রিয়া
৩। লিউকোপেনিয়া কাকে বলে?
উত্তরঃ- রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে যাওয়া
৪। পায়ে ক্যান্সার হয় যারা বেশি--
উত্তরঃ- আলকাতরা নিয়ে কাজ করে।
৫। এন্টামিবার সংখ্যাধিক্যে মানবদেহে সৃষ্টি হয়---
উত্তরঃ- আমাশয়
৬। ফিতাকৃমির মূখ্য পৃষ্ঠপোষক হচ্ছে---
উত্তরঃ- মানবদেহ
৭। ইনফ্লুয়েঞ্জা ও হামের টিকা প্রস্তুত করা হয়--
উত্তরঃ- ভাইরাস থেকে
৮। বিশুদ্ধ পানি পান করলে------ হয়না।
উত্তরঃ- আমাশয়
৯। বিসিজি টিকা দেওয়া হয়--
উত্তরঃ- যক্ষা রোগের জন্য
১০। পল্লী অঞ্চলে বয়স্কদের মধ্যে সব চাইতে বেশী প্রাদুর্ভার দেখা যায়---
উত্তরঃ- বক্রকৃমির
১১। যক্ষ্মা জীবানু দ্বারা সাধারনত আক্রান্ত হয়--
উত্তরঃ- ফুসফুস
১২। হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ --
উত্তরঃ- ভাইরাস
১৩। পাগলা কুকুরে কামড়ালে হতে পারে--
উত্তরঃ- জলাতঙ্ক
১৪। রোগ প্রতিরোধক শক্তি বাড়ায় --
উত্তরঃ- ভিটামিন
১৫। এইডস একটি -----জনিত রোগ।
উত্তরঃ- ভাইরাস
১৬। ভয়াবহতা অনুযায়ী সবচেয়ে খারাপ রোগ---
উত্তরঃ- এইডস
১৭। পোলিওতে আক্রান্ত হয়---
উত্তরঃ- শিশুরা বেশি
১৮। ডিপথেরিয়া একটি---
উত্তরঃ- সংক্রামক রোগ
১৯। কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়--
উত্তরঃ- আয়োডিন
২০। রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে খাদ্যকে ভাগ করা হয় কত ভাগে?
উত্তরঃ- ৬ ভাগে
২১। গাজর, আম ও কাঁঠাল প্রভৃতিতে থাকে প্রচুর পরিমানে---
উত্তরঃ- ভিটামিন-এ
২২। মলামাছে থাকে--
উত্তরঃ- ভিটামিন -এ
২৩। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ- ভিটামিন-এ
২৪। এসকরবিক এসিড বলা হয় কোন ভিটামিনকে?
উত্তরঃ- ভিটামিনকে
২৫। সর্দি, কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ- ভিটামিন সি
২৬। ঠোঁটের কোন ও মুখের চারদিকে ফেটে যায়--
উত্তরঃ- ভিটামিন -বি-২ এর অভাবে
২৭। ভিটামিন বি১ এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ- বেরিবেরি
২৮। সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কিসে?
উত্তরঃ- ডাবে
২৯। দরিদ্র্যদের প্রোটিন কোনটি?
উত্তরঃ- ডাল
৩০। উচ্চ শ্রেণির প্রোটিন কোনটি?
উত্তরঃ- মাংস
৩১। সবুজ তরি-তরকারিতে সবচেয়ে বেশি থাকে--
উত্তরঃ- খনিজ পদার্থ ও ভিটামিন
৩২। দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয়--
উত্তরঃ- ল্যাকটোজ
৩৩। মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজন কোনটি?
উত্তরঃ- প্রোটিন বা আমিষ
৩৪। আদর্শ বা সম্পূর্ণ খাদ্য বলা হয় কাকে?
উত্তরঃ- দুধকে
৩৫। ডিম ও দুধে থাকেনা কোন ভিটামিন?
উত্তরঃ- ভিটামিন-সি
৩৬। বিষাক্ত নিকোটিন থাকে কোনটিতে?
উত্তরঃ- তামাকে
৩৭। কফির কোন উপাদানটির জন্য ঘুম হয়না?
উত্তরঃ- ক্যাফেইন
৩৮। জটিল খাদ্য ভেঙ্গে সরল হওয়ার প্রক্রিয়াকে কী বলে?
উত্তরঃ- অপচিতি
৩৯। দেহে সর্বোচ্চ তাপ উৎপাদনকারী উপাদান--
উত্তরঃ- চর্বি
৪০। ক্যালসিয়াম ও পটাশিয়াম সাহায্য করে পেশীর----
উত্তরঃ- সংকোচনে
৪১। ১গ্রাম শর্করা বা ১ গ্রাম আমিষ থেকে প্রাপ্ত শক্তি--
উত্তরঃ- ৪ কিলো ক্যালোরী
৪২। তেঁতুলে থাকে কোন এসিড?
উত্তরঃ- টারটরিক এসিড
৪৩। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই?
উত্তরঃ- ভিটামিন -ডি
৪৪। দুধ ও ডিমে প্রচুর পরিমানে পাওয়া যায় কোন ভিটামিন?
উত্তরঃ- ভিটামিন-ডি
৪৫। সুষম খাদ্য বলতে কী বুঝায়?
উত্তরঃ- খাদ্যের ছয়টি উপাদান উপযুক্ত পরিমাণে গ্রহণ করাকে
সাধারন বিজ্ঞানের প্রতিটি টিউটরিয়াল এ আপনাদের জন্য তুলে নিয়ে আসি জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ও মৃত্তিকা বিজ্ঞানের নতুন কোন তথ্য। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি নিজকে প্রস্তুত করতে থাকুন বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য
No comments:
Post a Comment