Feb 1, 2020

সাধারন বিজ্ঞান পর্ব-১২। সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী ও অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি।

image of bcs general science



বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।


দৈনন্দিন জীবনে বিজ্ঞান।

১। মোবাইল ফোনে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
উত্তরঃ- বেতার তরঙ্গ
২। একটি বিশেষ দূরত্বের পর টি.ভি সিগন্যালকে গ্রহণ করতে পারেনা এর কারণ কী?
উত্তরঃ- বায়ূর মাধ্যম
৩।  কৃত্রিম উপগ্রহ অনুসন্ধানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তরঃ- ডপলার ক্রিয়া
৪। সাবান কত প্রকার?
উত্তরঃ- ২ প্রকার। শক্ত সাবান এবং কোমল সাবান।
৫। শক্ত সাবান প্রস্তুত করা হয় কি দ্বারা?
উত্তরঃ- কস্টিক সোডা দ্বারা।
৬।কোমল সাবান প্রস্তুত করা হয় কি দ্বারা?
উত্তরঃ- কস্টিক পটাশ দ্বারা।
৭। গোসলের সাবানের মূল উপাদান কী?
উত্তরঃ- উদ্ভিজ্জ তেল, সুগন্ধি ও জীবাণুনাশক।
৮। সর্বপ্রথম ডিটারজেন্ট প্রস্তুত করেন কে?
উত্তরঃ- জার্মান বৈজ্ঞানিক ফ্রিজ গুন্থার।
৯। সব ডিটারজেন্টের মৌলিক পরিষ্কারক উপাদানের নাম কী?
উত্তরঃ- সারফেকটেন্ট
১০।ডিটারজেন্ট খর ও মৃদু উভয় পানিতে সমান--
উত্তরঃ- কার্যকর।



১১। প্রতি অণু সোডিয়াম বাই কার্বনেটের সাথে কত অণু পানি থাকে?
উত্তরঃ- ১০ অণু।
১২। ড্রাই ওয়াশ পদ্ধতিতে কাপড় পরিস্কার করার জন্য পানি ও সাবানের পরিবর্তে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- রাসায়নিক দ্রবণ।
১৩। ট্যালকম পাউডারের মূল উপাদান কী কী?
উত্তরঃ- ট্যালক ৯৫ ভাগ এবং ম্যাগনেশিয়াম কার্বনেট ৫ ভাগ।
১৪। বেবি পাউডারে জিঙ্ক স্টিয়ারেটের পরিবর্তে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ- লিথিয়াম স্টিয়ারেট  বা অলিভ অয়েল।
১৫।ত্বকের ঘাম শোষণ করে কোন পাউডার?
উত্তরঃ- ট্যালকম পাউডার।
১৭। শাম্পুতে কোন লবণ ব্যবহার করা হয়?
উত্তরঃ- পটাশিয়ামের লবণ।
১৮। সেভিং ফোমে কোন লবণ ব্যবহার করা হয়?
উত্তরঃ-সোডিয়ামের
১৯। টুথ পাউডার প্রধানত কত প্রকার?
উত্তরঃ- ২ প্রকার। সাদা এবং কালো।
২০। কালো টুথ পাউডারের মূল উপাদান কোনটি?
উত্তরঃ- কাঠ কয়লা।




২১। সাদা টুথ পাউডারের মূল উপাদান কোনটি?
উত্তরঃ-চক পাউডার।
২২। লিপস্টিকের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ- ক্যানডোলিনা মোম।
২৩। ভ্যানিশিং ক্রিমের মূল উপাদান কোনটি?
উত্তরঃ- পানি, গ্লিসারিন এবং সুগন্ধি।
২৪। কোল্ড ক্রিমের মূল উপাদান কোনটি?
উত্তরঃ- মিনারেল অয়েল ও সুগন্ধি।
২৫। দুধ থেকে মাখন তৈরি করে কোনটি?
উত্তরঃ- ব্যাকটেরিয়া।
২৬। খাদ্যের স্বাদ বৃদ্ধি করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- টেস্টিং সল্ট।
২৭। অধিক মাত্রায় টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য কী?
উত্তরঃ- ক্ষতিকর।
২৮। খাদ্য লবণের রাসায়নিক নাম কী?
উত্তরঃ- সোডিয়াম ক্লোরাইড।
২৯। সমুদ্রের পানিতে খাদ্য লবণ দ্রবিভূত থাকে কতভাগ?
উত্তরঃ- ২.৬%
৩০। ইথাইল অ্যালকোহলকে পানের পানের অযোগ্য করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- মিথাইল অ্যালকোহল।




৩১। পেপসি, সেভেন আপ, কোকাকোলা ইত্যাদিতে কী মেশানো থাকে?
উত্তরঃ- সোডিয়াম বাই কার্বনেট।
৩২। কোমল পানীয় থেকে গ্যাস নির্গত হওয়ার কারণ কী?
উত্তরঃ- কার্বন ডাই অক্সাইড।
৩৩। সেভলনের প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ-ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট ও সেন্ট্রিমাইড।
৩৪। ডেটলের মূল উপাদান কোনটি?
উত্তরঃ- ট্রাইক্লোরফেনোল।
৩৫। পানিকে জীবাণুমুক্ত করতে কোনটি ব্যবহার করা হয়?
উত্তরঃ- ব্লিচিং পাউডার।
৩৬। ফিটকিরি কী নামে পরিচিত?
উত্তরঃ- পটাশ অ্যালাম।
৩৭। শক্তিশালী জীবাণুনাশক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- ডিডিটি।
৩৮। ন্যাপথলিনের উৎস কোনটি?
উত্তরঃ- আলকাতরা।
৩৯। প্লাস্টিক আবিষ্কার করেন কে?
উত্তরঃ- ব্রিটিশ রসায়নবিদ আলেকজান্ডার পার্কস।
৪০। আবিষ্কারের সময় প্লাস্টিকের নাম কী ছিল?
উত্তরঃ- পার্ক সাইন।


সম্পর্কে কোন জিজ্ঞাসা বা কোন উপদেশ কিংবা কোন সংশোধনী থাকলে তা জানাতে ভূলবেন না। সাদরে গ্রহণ করা হবে আপনার মতামত।

No comments:

Post a Comment