Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরি প্রস্তুতি পর্ব-০৫।

image of general science


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারণ বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।



১।যক্ষা রোগের জীবানু আবিষ্কার করেন কে?
উত্তরঃ-রবার্ট কচ
২।অরিজিন অব স্পিসিস’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ- চার্লস ডারউইন
৩।শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃউইলিয়াম হার্ভে
৪।উদ্ভিদ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ-থিওফ্রাস্টাস
৫।প্রথম জীবনের উদ্ভব হয়-
উত্তরঃ-জলজ পরিবেশে
৬।শ্রেণি বিন্যাসের সর্বচ্চ একক হলো-
উত্তরঃ-কিংডম বা জগত
৭।নরম কান্ড বিশিষ্ট উদ্ভিদকে কী বলে?
উত্তরঃ-বীরুৎ বা হার্ব
৮।আদা, হলুদ, দুর্বাঘাস এগুলো হচ্ছে-
উত্তরঃ-বহুবর্ষজীবী
৯।সাইকাস কী?
উত্তরঃ-একটি জীবন্ত জীবাশ্ম
১০।বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্মর নাম কী?
উত্তরঃ-রাজ কাঁকড়া




১১।রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
উত্তরঃ-লোহিত রক্ত কণিকায়
১২।কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
উত্তরঃ-পেশি কোষে
১৩।বিষাক্ত নিকোটিন থাকে-
উত্তরঃ-তামাকে
১৪।মানুষের প্রোটিনের অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ-কোয়াশিয়রকর রোগ
১৫।ল্যাথারাইজম রোগ হয় কী খেলে?
উত্তরঃ-খেসারীর ডাল
১৬।মানবদেহে প্রতিদিন পানির প্রয়োজন কত লিটার?
উত্তরঃ- ৩-৪ লিটার
১৭। হ্যালির ধুমকেতু কত বছর পর দেখা যায়?
উত্তরঃ-৭৬ বছর পর পর
১৮।পৃথিবীর প্রথম বানিজ্যিক ‍যোগাযোগ কৃত্তিম উপগ্রহ কোনটি?
উত্তরঃ-আর্লিবার্ড হল
১৯।সূর্য পৃষ্টের তাপমাত্রা কত?
উত্তরঃ- ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
২০।ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কী বলে?
উত্তরঃ-কসমিক ইয়ার




২১।সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
উত্তরঃ- ৮.৩২ মিনিট
২২।পেনিসিলিন কী?
উত্তরঃ-এন্টিবায়োটিক
২৩।রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোন রোগ নির্ণয়ে?
উত্তরঃ-গলগন্ড
২৪।হৃদপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানোকে কী বলে?
উত্তরঃ-এনজিওপ্লাস্টি
২৫।মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে কোনটি?
উত্তরঃ- দূষিত বাতাসের কার্বণ মনোক্সাইড
২৬।হিগস কণা সৃষ্টিতে অবদান রাখেন কোন বাঙালি বিজ্ঞানী?
উত্তরঃ-সত্যেন্দ্রনাথ বসু
২৭।’কণা পরিসংখ্যাস তত্ত্ব’-কার অবদান?
উত্তরঃ-সত্যেন্দ্রনাথ বসুর
২৮। CERN এর পূর্ণরুপ কী?
উত্তরঃ-European Organization for Nuclear Research
২৯।তড়িৎ প্রবাহকে একমুখি করা যায় কীভাবে?
উত্তরঃ- রেকটিফায়ার এস সাহায্যে
৩০।অর্ধপরিবাহীর উদাহরন কী
উত্তরঃ-জার্মেনিয়াম ও সিলিকন




৩১।দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি?
উত্তরঃইউট্রিকুলাস
৩২।হাইপোগ্লাইসেমিয়া হয় কখন?
উত্তরঃ-রক্তে গ্লুকোজের অভাবে
৩৩।সিঙ্কোনা ব্যবহৃত হয় কোন রোগের চিকিৎসায়?
উত্তরঃ-ম্যালেরিয়া রোগের
৩৪।গর্ভবতী মায়ের উচ্চরক্তচাপ জনিত রোগকে কী বলে?
উত্তরঃ-একলাম্পশিয়া
৩৫।গলগন্ড রোগ হয় কেন?
উত্তরঃ-আয়োডিনের অভাবে
৩৬।ডাউন সিনড্রোম বলতে কী বুঝানো হয়?
উত্তরঃ-গর্ভস্থ শিশুর অপরিনত বিকাশ
৩৭।জিকা ভাইরাস সর্বপ্রথম কোন দেশে ছড়ায়?
উত্তরঃ-উগান্ডায়১৯৫২ সালে
৩৮।মানবদেহে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?
উত্তরঃ- ১ঃ৭০০
৩৯।টেলিভিশনের ক্ষতিকর রশ্মি কোনটি?
উত্তরঃ-গামা রশ্মি
৪০।কোনটির অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
উত্তরঃ-সালফারের অভাবে

No comments:

Post a Comment