Feb 1, 2020

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিসিএস প্রস্তুতি পর্ব-০৫।

কম্পিউটার এবং তথ্য প্রযুক্তর কল্যানে আজ পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজে রুপান্তরিত হয়েছে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির জ্ঞান ছাড়া বর্তমান পৃথিবীটাই তার কাছে অন্ধকার। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় আবশ্যিক একটি বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসবে। সুতারং বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ। তাই আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে।


১। অ্যাপেল কোম্পানী প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে কত সালে?
উত্তরঃ- ১৯৭৬ সালে
২। প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
উত্তরঃ-প্যারালাল প্রসেসিং
৩। ইনটিগ্রেটেড সার্কট ( IC ) কে আবিষ্কার করেন?
উত্তরঃ- জ্যাক কেলবি ও রবার্ট নয়েস ।
৪। কম্পিউটারের ব্রেইন কোনটি?
উত্তরঃ- মাইক্রো প্রসেসর
৫। কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তরঃ- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
৬। কম্পিউটারের ডেটা সংরক্ষণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তরঃ- বাইনারী সংখ্যা পদ্ধতি।
৭। Database Management System কে সংক্ষেপে কী বলা হয়?
উত্তরঃ- DBMS
৮। পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ পর্যবেক্ষণে কোন কম্পিউটার ব্যবহার করা হয়?
উত্তরঃ- সুপার কম্পিউটার
৯। মৌলিক গেইট কয়টি?
উত্তরঃ- ৩ টি। OR, AND এবং  NOT.
১০। মডেমের মধ্যে কী থাকে?
উত্তরঃ- একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর।



১১। প্রথম আইফোন বাজারে ছাড়ে কত সালে?
উত্তরঃ- ২০০৭ সালে।
১২। বর্তমান সময়ে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কোনটি?
উত্তরঃ- ইন্টারনেট
১৩।  ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের কী বলা হয়?
উত্তরঃ- নেটিজেন।
১৪। http এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Hyper Text Transfer Protocol.
১৫। Cookie কী?
উত্তরঃ- Internet Information File
১৬।মাইক্রো সফটের সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তরঃ- Bing (বিং)
১৭। Facebook কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- ২০০৪ সালে।
১৮।রোবটের হাত-পা ইত্যাদি নাড়াচাড়া করার জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তরঃ- বৈদ্যুতিক মোটর।
১৯। ন্যানো সেকেন্ড হচ্ছে-
উত্তরঃ- ১০০ কোটি ভাগের একভাগ।
২০। IBM এর পূর্ণরুপ কোনটি?
উত্তরঃ- International Business Machine Co



২১। পৃথিবীর প্রথম কম্পি উটার প্রোগ্রামার কে?
উত্তরঃ- লেডি অ্যাডা অগাস্টা বায়রন
২২। সফটওয়্যার বলতে কী বুঝায়?
উত্তরঃ- কোন নির্দিষ্ট কম্পিউটারের সকল ধরণের প্রোগ্রামকে।
২৩। যে কম্পিউটার মেমোরী কখনও স্মৃতি ভ্রংশ হয়না?
উত্তরঃ- রম (ROM)
২৪। ক্যাসপারস্কি কী?
উত্তরঃ- একটি এন্টিভাইরাস সফটওয়্যার
২৫। বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি?
উত্তরঃ-বিজয়
২৬। বিজয় ফন্টের উদ্ভাবক কে?
উত্তরঃ- মোস্তফা জব্বার।
২৭।কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি হচ্ছে-
উত্তরঃ- বাইনারী পদ্ধতি।
২৮। আইসি প্রথম কোন কম্পিউটারে ব্যবহৃত হয়?
উত্তরঃ- তৃতীয় প্রজম্মের কম্পিউটারে।
২৯। ওরাকল কী?
উত্তরঃ- এক ধরনের ডাটাবেস প্রোগ্রাম।
৩০। কম্পিউটারের সকল কাজ সম্পাদিত হয় কিভাবে?
উত্তরঃ- ০ এবং ১ ব্যবহার করে।




৩১। HTML এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- Hyper Text Markup Language.
৩২। Web Page থেকে কোন কিছু খোঁজাকে কী বলে?
উত্তরঃ- সার্চ
৩৩।কোন ইমেইল ঠিকানায় অবশ্যই কোন চিহ্ন টি থাকে?
উত্তরঃ- @
৩৪। কোনো ইমেইল পাঠাতে অবশ্যই কোনটি লিখতে হয়?
উত্তরঃ- প্রাপকের ইমেইল ঠিকানা।
৩৫। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে কোন অপরাধ করাকে কী বলে?
উত্তরঃ- সাইবার অপরাধ
৩৬। Google Chrome কী?
উত্তরঃ-  একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
৩৭। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তরঃ- লেডি অ্যাডা অগাস্ট বায়রন
৩৮। অ্যাবাকাস কী?
উত্তরঃ- এক প্রকার প্রাচীন গণনা যন্ত্র।
৩৯। বাংলাদেশে প্রথম মেইন ফ্রেইম কম্পিউটার কোথায় স্থাপন করা হয়?
উত্তরঃ- বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে।
৪০। মাইক্রো প্রসেসরের প্রথম আবির্ভাব কবে ঘটে?
উত্তরঃ- ১৯৭১ সালে।

No comments:

Post a Comment