Feb 1, 2020

কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টের উপরে, মাঝে কিংবা নিচে এড কোড বসিয়ে বিজ্ঞাপন শো করাবেন?


কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের পোস্টের উপরে, মাঝে কিংবা নিচে গুগল এডসেন্স বা অন্য কোম্পানীর এড কোড বসিয়ে বিজ্ঞাপন শো করাবেন?

সাধারণত ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপের মাধ্যমে যে ওয়েবাসইট করা হয়েছে তার যে কোন পোস্টের মাঝে, উপরে কিংবা পোস্টের শেষে গুগল এডসেন্স কিংবা অন্য যে কোন কোম্পানীর বিজ্ঞাপন শো করানোর জন্য এডকোড বসাতে অনেক সমস্যায় পড়তে হয়। বিশেষ করে নতুন অবস্থায় আরো বেশি সমস্যা হয়।


তবে নতুন পুরাতন যাই হোন না কেন-আর দুশ্চিন্তার কোন কারণ নেই। অনলাইনে একটি প্লাগইন ইনস্টল করার মাধ্যমে খুব সহজেই গুগল এডসেন্স কিংবা অন্য যে কোন কোম্পানীর বিজ্ঞাপন শো করাতে পারবেন পোস্টের উপরে,পোস্টের মাঝে কিংবা পোস্টের শেষে। আবার আপনি যদি চান বিজ্ঞাপন এক বা দুই কিংবা তিনটি প্যারার পরে অথবা তার চেয়ে বেশি প্যারার পরে এডকোড বসিয়ে বিজ্ঞাপন শো করাতে চান তাও পারবেন। বিষয়টি কেমন সহজ, যেমন এক দুই তিন গোনার মতই।

তাহলে আসুন দেখি কিভাবে এত সহজেই কোন ঝামেলা ছাড়া এডকোড বসিয়ে বিজ্ঞাপন শো করাতে পারি। প্রথমে আপনি যদি গুগল এডসেন্স এ একাউন্ট করে থাকেন তাহলে নতুন কোন কোড তৈরি করুণ।
এবার এডকোডটি কোন নোটপ্যাড বা এমএসওয়ার্ড ফাইলে সাময়িক সেভ বা সঞ্চয় করে রাখুন।
আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগইন করে আপনার ড্যাশবোর্ডে যান।


তারপর বামপাশের Plugins অপশন সিলেক্ট বা নির্বাচন করুণ। Plugins থেকে Add New তে ক্লিক করুণ।
 এবার সার্চ বক্সে যেয়ে Quick Adsense লিখে সার্চ করুণ।


image of quick adsense



এবার ইনস্টল নাও install now তে ক্লিক করুণ।



সফলভাবে ইনস্টল হলে এরকম ম্যাসেজ দেখবেন। Successfully installed the plugin Quick Adsense 1.9.2.
এবার Activate Plugins এ ক্লি ক করুণ। বাস হয়ে গেলো আপনার এডসেন্স প্লাগইন ইনস্টল।
এবার বামপাশে Settingsএ যেয়ে  Quick Adsense এ ক্লিক করুণ। যেটা এইমাত্র আপনি ইনস্টল করেছেন।
এখন এরকম একটি পেজ দেখবেন।



Quick Adsense Setting ( Version 1.9.2 )

Options

Adsense :Place up to
Ads on a page. Select up to 3 Ads only if you are solely using Google Ads.
(Google allows publishers to place up to 3 Adsense for Content on a page. If you have placed these ads manually in the page, you will need to take those into account. If you are using other Ads, you may select up to 10 Ads.)
Assign to Beginning of Post
Assign to Middle of Post
Assign to End of Post
Assign right after the <!--more--> tag
Assign right before the last Paragraph (New)
Assign After Paragraph to End of Post if fewer paragraphs are found.
Assign After Paragraph to End of Post if fewer paragraphs are found.
Assign After Paragraph to End of Post if fewer paragraphs are found.
Assign After Image
after Image's outer <div> wp-caption if any. (New)
Appearance :[ Posts Pages ]
[ Homepage Categories Archives Tags ] → Place all possible Ads on these pages.
[ Disable AdsWidget on Homepage ]
[ Hide Ads when user is logged in to Wordpress ]
Quicktag :Insert Ads into a post, on-the-fly :
  1. Insert <!--Ads1-->, <!--Ads2-->, etc. into a post to show the Particular Ads at specific location.
  2. Insert <!--RndAds--> (or more) into a post to show the Random Ads at specific location.
Disable Ads in a post, on-the-fly :
  1. Insert <!--NoAds--> to disable all Ads in a post. (does not affect Ads on Sidebar)
  2. Insert <!--OffDef--> to disable the default positioned Ads, and use <!--Ads1-->, <!--Ads2-->, etc. to insert Ads. (does not affect Ads on Sidebar)
  3. Insert <!--OffWidget--> to disable all Ads on Sidebar. (New)
  4. Insert <!--OffBegin-->, <!--OffMiddle-->, <!--OffEnd--> to disable Ads at Beginning, Middle or End of Post. (New)
  5. Insert <!--OffAfMore-->, <!--OffBfLastPara--> to disable Ads right after the <!--more--> tag, or right before the last Paragraph. (New)
[ Show Quicktag Buttons on the HTML Edit Post SubPanel ]
[ Hide <!--RndAds--> from Quicktag Buttons ]
[ Hide <!--NoAds-->, <!--OffDef-->, <!--OffWidget--> from Quicktag Buttons ]
[ Hide <!--OffBegin-->, <!--OffMiddle-->, <!--OffEnd-->, <!--OffAfMore-->, <!--OffBfLastPara--> from Quicktag Buttons ]
Tags can be inserted into a post via the additional Quicktag Buttons at the HTML Edit Post SubPanel.
Infomation :A link from your blog to http://quicksense.net would be appreciated.
এখন  Assign to Beginning of Post এ ক্লিক করুণ যদি আপনি কোন এড পোস্টের উপরে শো বা প্রদর্শণ করাতে চান।
এবার Assign to Middle of Post এ ক্লিক করুণ যদি আপনি কোন এড পোস্টের মাঝে বা মধ্য খানে শো বা প্রদর্শণ করাতে চান।
এবার Assign to  End of Post এ ক্লিক করুণ যদি আপনি কোন এড পোস্টের শেষে শো বা  প্রদর্শণ করাতে চান।
যদি আপনি নির্দিষ্ট কোন প্যারার পর মাঝখানের এড শো করাতে চান তবে সেই প্যারার নাম সিলেক্ট বা নির্বাচন করুণ। যেমন আপনি যদি ২ বা ৩ কিংবা ৪ নং প্যারার পর এড শো করাতে চান তবে আপনার মাঝখানের এড Assign after paragraph ২/২/৪ নির্বাচন করুণ Ads2 এর ক্ষেত্রে।
একটু নিচের দিকে appearance যেয়ে শুধু posts সিলেক্ট বা নির্বাচন করুণ।



quick-adsense-2




Ads on Post Body : এখানে এসে ‍এড ১, এড২ এবং এড৩ এর ঘরে আপনার সেই এড কোড পেস্ট করে দিন। এড বামপাশে নাকি ডানপাশে নাকি মধ্যখানে তা নির্বাচন করুণ এলাইনমেন্ট সিলেক্ট করার মাধ্যমে।তবে তিনটির কোড তিনটিই আলাদা ভাবে তৈরি করে পেস্ট করে নিচের দিকে সেভ চেঞ্জেস এ ক্লিক করলে আপনার প্রত্যাশিত এডকোড শো করানোর কাজ হয়ে যাবে।

এবার গুগল আপনার একাউন্ট এপ্রুভ করলে বা অন্য কোম্পানির কোড এড এভাবে আপনি বসিয়ে বিজ্ঞাপন প্রদর্শণ করাতে পারবেন। ব্যাস হয়ে গেলো আপনার কাঙ্খিত এডকোড বসানোর সমাধান।

No comments:

Post a Comment