বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর। বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।
সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি।
১। ভাইরাস কত প্রকার?উত্তরঃ- ২ প্রকার
২। ইস্ট কী?
উত্তরঃ- এককোষী ছত্রাক
৩।ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ?
উত্তরঃ- ছত্রাক
৪। মানুষের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ- ৮-১০ মিটার
৫। মানুষের মুখ বিবরে কত জোড়া লালা গ্রন্থি আছে?
উত্তরঃ- ৩ জোড়া
৬। পূর্ণ বয়ষ্ক পুরুষের মোট রক্তের গড় পরিমান কত?
উত্তরঃ- ৫ লিটার
৭। পূর্ণ বয়ষ্কা স্ত্রীলোকে মোট রক্তের গড় পরিমান কত?
উত্তরঃ- ৪.৫ লিটার
৮। মানুষের ১০০ মি.লি রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমান কত?
উত্তরঃ- ১৪.৫ গ্রাম
৯। রক্তের আপেক্ষিক গুরুত্ব সাধারনভাবে কত?
উত্তরঃ- ১.০৬
১০। পূর্ণবয়ষ্ক ব্যক্তির হৃদপিন্ডের ওজন কত?
উত্তরঃ- ৩০০ গ্রাম
১১। ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত?
উত্তরঃ- ৬০০০ মি.লি
১২। করোটিতে কতটি গ্রন্থি থাকে?
উত্তরঃ- ২৯ টি
১৩। কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়?
উত্তরঃ- অ্যাড্রিনালিন
১৪। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়?
উত্তরঃ- কালাজ্বর
১৫। রক্তদান প্রথা সর্বপ্রথম কোথায় চালু হয়?
উত্তরঃ- লন্ডনে
১৬। মানুষের আক্বেল দাঁত বের হয় -
উত্তরঃ- ১৭-৩০ বছর বয়সে
১৭। অ্যাপেনডিস্ক দেহের কোন অংশ থেকে বের হয়?
উত্তরঃ- সিকাম
১৮। ভিটামিন সি শরীরের কোন অংশের উপর কাজ করে?
উত্তরঃ- রক্তের উপর
১৯। মানব শরীরের কোন অঙ্গকে শরীরের দর্পন বলা হয়?
উত্তরঃ- জিহবা
২০। মানব দেহের একমাত্র পেশী যেটি একদিকে খোলা থাকে---
উত্তরঃ- জিহবা
২১। মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি?
উত্তরঃ- থাইমাস
২২। মানবদেহে ইউরিয়া উৎপাদিত হয় কোথায়?
উত্তরঃ-ত্বকে
২৩। ‘Circle of Willis' নামক অংশটি মানবদেহের কোন অংশে অবস্থিত?
উত্তরঃ- ত্বকে
২৪। মানব শরীরের ‘ঝাড়ুদার অঙ্গ’ কোনটি?
উত্তরঃ- রক্ত শ্বেতকণিকা
২৫। মানব চর্মের কুঞ্চনের জন্য দায়ী কে?
উত্তরঃ- সূর্য রশ্মির অতি লাল রশ্মি
২৬। মানব শরীরের কোন অঙ্গকে ’ফানি বোন’ (Funny Bone) বলে?
উত্তরঃ- হাতের কনুই
২৭। কোষ প্রাচীর তৈরি করতে কোন মৌলের প্রয়োজন সবচেয়ে বেশি?
উত্তরঃ- ক্যালসিয়াম
২৮। মানব শরীরের কোন অঙ্গটির অপর নাম ‘দ্যা উইন্ড পাইপ’?
উত্তরঃ- ট্রাকিয়া
২৯। মাবন দেহের কোন অঙ্গকে ‘জার্মনা চিরুনী’ বলে?
উত্তরঃ- হাতের আঙ্গুল
৩০। চোখের যে কোষগুলি রঙের প্রতি সংবেদনশীল সেগুলিকে কি বলে?
উত্তরঃ- কোণ কোষ
৩১। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ ----
উত্তরঃ- ১৫ পাউন্ড
৩২। রক্ত এক ধরনের বিশেষ--
উত্তরঃ- যোজক কলা
৩৩ক। সিস্টোলিক চাপ বলতে কী বুঝায়?
উত্তরঃ- হৃৎপিন্ডের সংকোচন চাপ
৩৪। ডায়াস্টোল বলতে কী বুঝায়?
উত্তরঃ- হৃৎপিন্ডের প্রসারন
৩৫। অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশী প্রয়োজন---
উত্তরঃ- ক্যালশিয়াম
৩৬। কেন্দ্রিকা থাকেনা কোথায়?
উত্তরঃ- লোহিত রক্ত কনিকায়
৩৭। ‘এক্সোন’ কার অংশ---
উত্তরঃ- স্নায়ুকলার
৩৮। দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল কে কী বলে?
উত্তরঃ- অস্থি সন্ধি
৩৯। বাচ্চাদের দুধ দাঁতের সংখ্যা কতটি?
উত্তরঃ- ২০ টি
৪০। মানুষের রক্তে রক্তরসের পরিমান কত?
উত্তরঃ- ৫৫-৬০%
No comments:
Post a Comment