বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর। বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।
সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি
১। কোন ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে না----উত্তরঃ- ফুসফুসীয় ধমনী
২। পালমোনারী শিরা কী বহন করে?
উত্তরঃ- অক্সিজেন সমৃদ্ধ রক্ত
৩। কপাটিকা কোথায় থাকে?
উত্তরঃ- শিরার গহবরে
৪। তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিন্ড থাকে কার?
উত্তরঃ- ব্যাঙের
৫। লোহিত কণিকার আয়ুস্কাল কত?
উত্তরঃ- ১২০ দিন
৬। মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
উত্তরঃ- ল্যান্ড স্টীনার
৭। কিডনীর কার্যকরী একক কোনটি?
উত্তরঃ- নেফরন
৮। প্রতিটি কিডনীতে নেফরনের সংখ্যা কত?
উত্তরঃ- ১০ লক্ষ
৯। মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী কোনটি?
উত্তরঃ- অ্যামোনিয়া
১০। মূত্র হলুদ দেখায়-
উত্তরঃ- বিলিরুবিনের জন্য
১১। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়?
উত্তরঃ- যকৃত
১২। মানুষের মেরুরুজ্জু স্নায়ুর সংখ্যা কতটি?
উত্তরঃ- ৩১ জোড়া
১৩। গ্রন্থিসমূহের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ- হাইপোথালামাসকে
১৪। মানুষের নাড়ীর স্পন্দন অনুভব করা হয়
উত্তরঃ- ধমনীতে
১৫। চোখের পানি নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তরঃ- ল্যাকরিমাল গ্রন্থি থেকে
১৬। শরীর উত্তাপ হারায় কিভাবে?
উত্তরঃ- ফুসফুস ও ত্বকের মাধ্যমে
১৭। মানবদেহের পরিপাক গ্রন্থি কোনটি?
উত্তরঃ- যকৃত, অগ্নাশয় ও লালাগ্রন্থি
১৮। নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাইনা এর কারন কী?
উত্তরঃ-এদের মধ্যে স্নায়ু নেই।
১৯। নার্ভের বৈকল্য ও অনিয়মিত হৃদকম্পন হওয়ার কারন কী?
উত্তরঃ- পটাশিয়ামের অভাবে
২০। ‘হোমোসেপিয়ানস’ কার বৈজ্ঞানিক নাম?
উত্তরঃ- মানুষের
২১। একজন সুস্থ মানুষের একটি হৃদকম্পন সম্পূর্ণ হতে কত সময় লাগে?
উত্তরঃ- ০.৮ সেকেন্ড
২২। শিরা কী বহন করে?
উত্তরঃ- কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত
২৩। খাদ্য পরিপাক শুরু হয় কোথায়?
উত্তরঃ- মুখ গহ্বরে
২৪। একজন স্ত্রীলোক তার জননকালে প্রতিমাসে ডিম্ব উৎপাদন করে কতটি?
উত্তরঃ- ১টি
২৫। মূত্র প্রস্তুত হয় কোথায়?
উত্তরঃ- কিডনিতে
২৬। থাইরয়েড গ্রন্থি হতে নিঃসৃত প্রাণ রস কোনটি?
উত্তরঃ- থাইরোক্সিন
২৭। জারক রস ট্রিপসিন কাজ শুরু করে--
উত্তরঃ- প্রোটিনের উপর
২৮। টায়ালিন কাজ করে কিসের উপর?
উত্তরঃ- শর্করার উপর
২৯। শুক্রানু একটি---
উত্তরঃ- জনন কোষ
৩০। স্থান পরিবর্তন না করে চোখের লেন্সের ফোকাস দুরত্বের পরিবর্তন করে বিভিন্ন দুরত্বের বস্তু দেখার পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ- উপযোজন
৩১। জীবদেহের ওজনের প্রায় কতভাগ কার্বন?
উত্তরঃ- প্রায় ২৪ ভাগ
৩২। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী?
উত্তরঃ- দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করা।
৩৩। মৃত্যুর পরে পেশী তার স্থিতিস্থাপক শক্তি হারিয়ে শক্ত হয়ে যাওয়ার কারণকে কী বলে?
উত্তরঃ- রাইগার মার্টস
৩৪। মানুষের মুখ গহবরে কতজোড়া লালা গ্রন্থি আছে?
উত্তরঃ- ৩ জোড়া
৩৫। রেটিনার উপর সৃষ্ট প্রতিবিম্ব----
উত্তরঃ- উল্টো পড়ে
৩৬। ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমনের প্রভাবে?
উত্তরঃ- অ্যাডরেনালিন
৩৭।রঙিন জিনিস দেখায় সাহায্য করে কোনটি?
উত্তরঃ- কোনস
৩৮। কতক্ষণ রক্ত সঞ্চালন বন্ধ থাকলে মানুষের মৃত্যু হতে পারে?
উত্তরঃ- ৫ মিনিট
৩৯। মানবদেহে পানির পরিমান কত?
উত্তরঃ- ৬০-৭০%
৪০। প্লীহায় লোহিত কণিকা --
উত্তরঃ- ধ্বংশ হয়
No comments:
Post a Comment