কম্পিউটার এবং তথ্য প্রযুক্ত বিষয়ক আজকের পর্বে আমরা জানবো জানা এবং অজানা নতুন সব তথ্য। বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় আবশ্যিক একটি বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। তাই আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করবো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিষয়ে।
১। কোনটি ডাটাবেজ Language?
উত্তরঃ-Oracle
২। কম্পিউটারের প্রাইমারী মেমোরী কোনটি?
উত্তরঃ- RAM
৩। Plotter কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ- আউটপুট
৪। Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ- Lawrence J. Elison
৫। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তরঃ- RAM এ
৬। কম্পিউটারের মূল মেমোরী তৈরি কোন জিনিস দ্বারা?
উত্তরঃ- সিলিকন
৭। কম্পিউটারে সিস্টেম এ Scanner এ স্কানার কোন ধরণের যন্ত্র?
উত্তরঃ- ইনপুট
৮। কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?
উত্তরঃ- রিড (Read)
৯। কম্পিউটার ভাইরাস হলো কী
উত্তরঃ- একটি ক্ষতিকারক প্রোগ্রাম
১০। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
উত্তরঃ- ROM
১১। পৃথিবীতে সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করেন কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ- এপসন কোম্পানী, ১৯৮১ সালে।
১২। টেপরেকর্ডার এবং কম্পিউটার স্মৃতির ফিতায় কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ-স্থায়ী চুম্বক
১৩। কম্পিউটারের কি নেই?
উত্তরঃ-বুদ্ধি বিবেচনা
১৪। কম্পিউটার সফটওয়ার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ- মাইক্রোসফট
১৫। পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কী?
উত্তরঃ- অ্যাবাকাস
১৬। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় কত সালে?
উত্তরঃ- ১৯৪৮ সালে
১৭। মাইক্রো কম্পিউটারের জনক কে?
উত্তরঃ- এইচ এডওয়ার্ড রবার্ট
১৮। কম্পিউটারের পারফরমেন্স বলতে কী বুঝায়?
উত্তরঃ- কম্পিউটারের দ্রুতগতিকে
১৯। কম্পিউটার কোন কাজের জন্য বেশি উপযোগী?
উত্তরঃ- পূনরাবৃত্তিমূলক কাজের জন্য
২০। ক্ষমতা আকৃতি ইত্যাদির ভিত্তিতে অতি বড় কম্পিউটারকে কী বলে?
উত্তরঃ- সুপার কম্পিউটার
২১। প্রথম তৈরি পারসোনাল কম্পিউটার কোনটি?
উত্তরঃ- অ্যালটেয়ার ৮৮০০
২২। IPOS Cycle- এ কী কী থাকে?
উত্তরঃ- ইনপুট, প্রসেসিং, আউটপুট এবং স্টোরেজ
২৩। কীবোর্ডে ফ্যাংশন কী কতটি?
উত্তরঃ- ১২ টি
২৪। সাধারণ কীবোর্ড বিন্যাসকে কী বলে?
উত্তরঃ- QWERTY
২৫। মনিটরের কাজ কী?
উত্তরঃ- লেখা ও ছবি দেখানো
২৬। (Fresh Rate) ফ্রেশরেটকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ- হার্টজ এককে
২৭। LEDএর পূর্ণরূপ কী?
উত্তরঃ- Light Emitting Unit
২৮। CPU এর পূর্ণরূপ কী?
উত্তরঃ- Center Processing Unit
২৯। ফ্লপি ডিস্কের স্থান দখল করে নিয়েছে কোনটি?
উত্তরঃ- পেনড্রাইভ
৩০। কম্পিউটারের প্রধান মেমোরী কোথায় থাকে?
উত্তরঃ-মাইক্রো প্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে
No comments:
Post a Comment