Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস,চাকুরি ও ভর্তি প্রস্তুতি পর্ব-০৭।

image of bcs general science


বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য  সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।


১। গাজরে কোন ভিটামিনের পরিমান বেশি?
 উত্তরঃ- ভিটামিন এ
২।আলট্রাসোনোগ্রাফিতে শ্রবণোত্তর সীমা কত?
উত্তরঃ- ২০০০০ Hz এর বেশি
৩।মাথায় আঘাত পেলে মস্তিষ্কে কোনো ধরনের রক্তক্ষরণ হয়েছে কিনা তা জানার জন্য কোনটি গুরুত্বপূর্ণ?
উত্তরঃ-সিটি স্কান
৪। CT Scan এর পূর্ণরুপ কী?
উত্তরঃ- Computed  Tomography Scan
৫। রেডিও থেরাপি দেওয়া হয় কোন রোগের চিকিৎসায়?
উত্তরঃ- ক্যান্সার
৬।হেমলক কী?
উত্তরঃ-একটি বিষাক্ত বহুবর্ষজীবী সম্পুরক উদ্ভিদ
৭। শব্দের উৎপত্তির কারণ?
উত্তরঃ-বস্তুর কম্পন
৮।বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
উত্তরঃ-সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
৯।বাতাসের উষ্ঞতা বাড়লে শব্দের গতি --
উত্তরঃ- বাড়ে
১০।সমান তাপমাত্রায় দুধ পানি অপেক্ষা আগে ফোটার কারণ কী?
উত্তরঃ-দুধের তাপ গ্রহীতা বেশি



১১। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রুপান্তরিত হয়-
উত্তরঃ-লাউড স্পীকারের মাধ্যমে
১২। এক্সরে কী?
উত্তরঃ-বিদ্যুৎ চুম্বকীয় আড় তরঙ্গ
১৩।পঁচা ডিমের গন্ধের জন্য কোনটি দায়ী?
উত্তরঃ-হাইড্রোজেন সালফাইড
১৪। নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বালাতে পারেনা কোনটি?
উত্তরঃ- হাইড্রোজেন
১৫। রোগ জীবানু তত্ত্বের উদ্ভাবন করেন কে?
উত্তরঃ-লুই পাস্তুর
১৬।ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে কোথায়?
উত্তরঃ-তামাক গাছে
১৭।প্রাণী দেহের দীর্ঘতম কোষ কোনটি?
উত্তরঃ- নিউরন
১৮। রক্তের গ্রুপ কয়টি?
উত্তরঃ-৪ টি। এ, বি,এবি এবং ও
১৯।মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উত্তরঃ-৯৮.৪ ডিগ্রী
২০।আমলকি, পেয়ারা, লেবু কোন ভিটামিনের উৎস?
উত্তরঃ- ভিটামিন সি




২১।বায়ুমন্ডলে শতকরা কতভাগ আরগন বিদ্যমান?
উত্তরঃ- ০.৮ ভাগ
২২।চাঁদে পানির সন্ধান পাওয়া বারতীয় মহাকাশ যান কোনটি?
উত্তরঃ- চন্দ্রযান -১
২৩। কোয়ান্টাম তত্ত্বের অপর নাম কী?
উত্তরঃ-ফোটন তত্ত্ব
২৪। ‘লেডি উইথ দ্যি ল্যাম্প’ কার উপাধি ছিল?
উত্তরঃ- ফ্লোরেন্স নাইটিঙ্গেল
২৫।  এক্সরে কে আবিষ্কার করেন?
উত্তরঃ- উইলিয়াম রনজেন
২৬।ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলাকে কি বলে?
উত্তরঃ-রক্ত
২৭। লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
উত্তরঃ- ১২০ দিন
২৮।রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন?
উত্তরঃ- কার্ল ল্যান্ড স্টেইনার
২৯। রক্তের গ্রুপকে কী বলে?
উত্তরঃ-ABO গ্রুপ
৩০। রক্তের সর্বজনীন গ্রহীতা গ্রুপ কোনটি?
উত্তরঃ- AB




৩১। রক্তের সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
উত্তরঃ- O
৩২। একজন পূর্ণ বয়স্ক মানুষের নাড়ীর স্বাভাবিক স্পন্দন গড়ে কত?
উত্তরঃ-৭২/মিনিট
৩৩। মস্তিষ্কের কয়টি অংশ থাকে?
উত্তরঃ- ৩টি
৩৪।রক্ত সঞ্চালন কত মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু ঘটে?
উত্তরঃ- ৫মিনিট
৩৫।কচুশাকে রয়েছে প্রচুর পরিমানে-
উত্তরঃ-লৌহ
৩৬।মানবদেহে করটিতে অস্থির সংখ্যা কতটি?
উত্তরঃ-২৯ টি
৩৭।বিলিরুবিন তৈরি হয় কোথায়?
উত্তরঃ-প্লীহায়
৩৮।লিপিড জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটি?
উত্তরঃ- পিত্তরস
৩৯।রক্তশূন্য হলে চুপসে যায় কোনটি?
উত্তরঃ- শিরা
৪০। শ্বেত কণিকার মৃত্যুর ফলে সাদা যে দুর্গন্ধময় বস্তু সৃষ্টি হয় তাকে কী বলে?
উত্তরঃ- পুঁজ

No comments:

Post a Comment