Feb 1, 2020

নৈতিকতা, মূল্যবোধ এবং সু-শাসন পর্ব-০৩।

নীতিবিদ্যার আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন নিয়ে। এটি বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য বাধ্যতামূলক। তাই পরীক্ষার জন্য আপনিও চর্চা শুরু করে দিতে পারেন।


image of morality and values




১। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কী?
উত্তরঃ- জনকল্যাণ
২।সু-শাসন শাসক এবং শাসিতের মধ্যে  কিসের সম্পর্ক গড়ে তোলে?
উত্তরঃ- আস্থার সম্পর্ক গড়ে তোলে
৩। সু-শাসনের পূর্বশর্ত কী?
উত্তরঃ-অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন
৪। সু-শাসনের পথে প্রধান অন্তরায় কোনটি?
উত্তরঃ- স্বজন প্রীতি
৫।“আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান”-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তরঃ- ২৭ নং ধারায়
৬। নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
উত্তরঃ-সু-শাসনের অন্তরায়
৭।Johannesburg Plan of Implementation সু-শাসনের সাথে কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
উত্তরঃ- টেকসই উন্নয়ন
৮। সু-শাসনের পূর্বশর্ত কী?
উত্তরঃ-মত প্রকাশের স্বাধীনতা
৯। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সু-শাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
উত্তরঃ- সু-শাসনের অর্থনৈতিক দিক
১০। রীতিনীতি ও অভ্যাস সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয়?
উত্তরঃ-নৈতিকতা






১১।বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য কী?
উত্তরঃ- মূল্যবোধ
১২। নৈতিকতার বড় রক্ষাকবচ কোনটি?
উত্তরঃ- বিবেক
১৩। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে ধারণায় সুশাসন ব্যবস্থা চিত্রায়িত হয়?
উত্তরঃ-জনগণ ও সরকারের মধ্যকার সম্পর্কের ধারণা
১৪। জনশৃঙ্খলা বিষয়ে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচিত হয়েছে?
উত্তরঃ-৩৭ নং অনুচ্ছেদে
১৫। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকের কর্তব্যের কথা বলা হয়েছে?
উত্তরঃ-২১ নং
১৬। নাগরিকের যথাযথ কর্তব্য পালনের মাধ্যমেই কিসের পরিপূর্নতা পায়?
উত্তরঃ- সুশাসনের
১৭। সুশাসনের মূল চাবিকাঠি কোনটি?
উত্তরঃ-জবাবদিহিতা
১৮। রাষ্ট্রে সুশাসন  প্রতিষ্ঠিত না হলে সামাজিক অধিকারগুলো কী হয়?
উত্তরঃ- বিপন্ন হয়
১৯। গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে নাগরিকদের মতামত প্রকাশের অধিকারের পথ কী হয়?
উত্তরঃ- সুগম হয়
২০।রাষ্ট্রের পরিচালক হিসেবে ভূমিকা পালন করেন কে?
উত্তরঃ- সরকার






২১। গণতন্ত্র কী?
উত্তরঃ- জনগণের শাসন
২২। ব্যক্তিগত অধিকার সংরক্ষণের জন্য জনগণকে সদা কী থাকতে হয়?
উত্তরঃ- সতর্ক থাকতে হয়
২৩।গণতান্ত্রিক মূল্যবোধ কী বৃদ্ধি করে?
উত্তরঃ- নাগরিকের মর্যাদা
২৪। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা দ্বারা কী প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-দায়িত্বশীল শাসন ব্যবস্থা
২৫। সমাজ ও রাষ্ট্রের মূল ভিত্তি কোনটি?
উত্তরঃ- মূল্যবোধ
২৬। সুশাসন ও মূল্যবোধের অন্যতম উপাদান কোনটি?
উত্তরঃ-আইনের শাসন
২৭। দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে কী হয়?
উত্তরঃ- সুশাসন প্রতিষ্ঠিত হয়
২৮। সুশাসনের কল্পনা করা যায়না কোনটি ছাড়া?
উত্তরঃ-গণতন্ত্র ছাড়া
২৯। আইনের সাফল্য নির্ভর করে মূলত কিসের উপর?
উত্তরঃ-নীতিবোধের উপর
৩০। প্লেটো ও এরিস্টটলের সময়ে আইনসমূহ প্রতিষ্ঠিত ছিল কিসের উপর?
উত্তরঃ-নীতিশাস্ত্রের উপর






৩১। আইন ও নৈতিকতার আলোচ্য বিষয় কী?
উত্তরঃ- মানুষ ও সমাজ
৩২। পারিবারিক ভদ্রতা, শিষ্টাচার, সততা, ন্যাযপরায়নতা, নিয়ম-নিষ্ঠ, সহনশীলতা ইত্যাদি কোথা থেকে শুরু হয়?
উত্তরঃ- নৈতিক শিক্ষা থেকে

No comments:

Post a Comment