Feb 1, 2020

সাধারন বিজ্ঞান বিসিএস ও চাকুরি প্রস্তুতি পর্ব-১৮।

বিসিএস ও অন্যান্য চাকরী পরীক্ষার জন্য সাধারন বিজ্ঞান বাধ্যতামূলক। বিসিএস প্রিলীমিনারী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১৫ নম্বর আসবে সাধারণ বিজ্ঞান থেকে।তাই বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা শুরু করেছি ধারা বাহিক টিউটরিয়াল সাধারন বিজ্ঞানের উপর।  বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরী পরীক্ষার জন্য নিয়মিত পড়ুন আমাদের সাধারন বিজ্ঞানের পোস্টগুলো। আজকের পর্বে ইনশাআল্লাহ জানবো সাধারন বিজ্ঞানের (জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদবিদ্যা ইত্যাদি) সম্পর্কে নতুন কোন তথ্য।


বিসিএস সাধারন বিজ্ঞান


সাধারন বিজ্ঞান বিসিএস প্রিলীমিনারী পরীক্ষার জন্য প্রস্তুতি


১। কোনটির অভাবে গাছের পাতা হলুদ হয়?
উত্তরঃ- ম্যাগনেশিয়াম
২। কিসে প্রচুর পরিমানে ফসফরাস পাওয়া যায়?
উত্তরঃ- পেঁয়াজে
৩। দারুচিনি গাছের কোন অংশ মশলারুপে ব্যবহৃত হয়?
উত্তরঃ- ছাল
৪। ধনেপাতা, বাঁধাকপি ও কলমি শাকের মধ্যে কোনটিতে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়?
উত্তরঃ- কলমি শাকে
৫। মাশরুম কোন উপাদানে সমৃদ্ধ?
উত্তরঃ- প্রোটিন

সাধারন বিজ্ঞান


৬। কোন গাছের বৃদ্ধিতে সবচেয়ে কম জলের প্রয়োজন হয়?
উত্তরঃ- বাবলা গাছ
৭।ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া হচ্ছে----
উত্তরঃ- এককোষী প্রাণী
৮।একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে-----
উত্তরঃ- কলা
৯। বিভিন্ন কলা সমষ্টিবদ্ধভাবে তৈরি করে ----
উত্তরঃ- অঙ্গ
১০। যে সকল উদ্ভিদে কখনও ফুল হয়না, তাদের কে বলা হয়----
উত্তরঃ- অপুষ্পক উদ্ভিদ





১১। পুংজনন কোষ ও স্ত্রীজনন কোষের মিলনে সৃষ্টি হয়-----
উত্তরঃ-জাইগোট
১২। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে---
উত্তরঃ-স্বভোজী
১৩। মাটির জৈব উপাদান হচ্ছে---
উত্তরঃ- ইউরিয়া ও হিউমাস
১৩। ভাইরাস একটি ---
উত্তরঃ- এককোষী জীব
১৪। যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমন করে তাদের কী বলে?
উত্তরঃ- ব্যাকটেরিওফাজ
১৫। ব্যকটেরিয়া কোথায় বাস করে?
উত্তরঃ- সর্বত্র
১৬। পাটের অাঁশ ছাড়ানো, দধি তৈরি এবং অ্যালকোহল তৈরিতে কাজ করে--
উত্তরঃ- ছত্রাক
১৭। শৈবালের বৈশিষ্ট্য কী?
উত্তরঃ- এরা স্বভোজী
১৮। সবুজ উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য কী?
উত্তরঃ- প্লাস্টিড
১৯। সকল জীবন্ত কোষ খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নির্ভর করে---
উত্তরঃ- ক্লোরোফিলের কাজের উপর
২০। ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয়না কোনটি?
উত্তরঃ- সালোক সংশ্লেষণ





২১। জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী কোনটি?
উত্তরঃ- ভাইরাস
২২।  সালোক সংশ্লেষণ ঘটেনা কোথায়?
উত্তরঃ- মূলে
২৩। সালোক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন পাওয়া যায় কোথা থেকে?
উত্তরঃ- পানি থেকে
২৪। পাতার কোন বয়সে সালোক সংশ্লেষণ কম হয়?
উত্তরঃ- বেশি বয়সে।
২৫।অঙ্কুরোদগমের জন্য কোনটি আবশ্যক?
উত্তরঃ- তাপ, পানি এবং অক্সিজেন
২৬। ধান একটি-
উত্তরঃ-একবীজপত্রী উদ্ভিদ
২৭। ধানের ফুলের ক্ষেত্রে কি ধরনের পরাগায়ন দেখা যায়?
উত্তরঃ- বায়ু পরাগায়ন
২৮। লিচুর ভক্ষনীয় অংশ কোনটি?
উত্তরঃ- এরিল
২৯। ধানের মাজরা রোগের জন্য দায়ী কোনটি?
উত্তরঃ- শুককীট
৩০। ধানের বাদামী রোগ হয়-
উত্তরঃ- ছত্রাক দ্বারা




৩১। আখ গাছের জন্য ক্ষতিকর পোকা কোনটি?
উত্তরঃ- মাজরা পোকা
৩২। গাছের কান্ড পচা রোগের কারণ কী?
উত্তরঃ- ছত্রাক
৩৩। বেগুন গাছে ঢলে পড়া রোগ হয়?
উত্তরঃ-ব্যাকটেরিয়ার আক্রমনে
৩৪। সর্বোৎকৃষ্ট সার হচ্ছে-
উত্তরঃ-গোবর
৩৫। অক্সালিক এসিড পাওয়া যায়-
উত্তরঃ- আমলকিতে
৩৬। কুইনাইন পাওয়া যায় কোথায়?
উত্তরঃ-সিনকোনা গাছের ছাল হতে
৩৭।মিউকর কী?
উত্তরঃ- একটি ছত্রাক
৩৮। অর্কিড কী ধরনের উদ্ভিদ?
উত্তরঃ-পরাশ্রয়ী উদ্ভিদ
৩৯। বৃহত্তম এককোষি শৈবাল কোনটি?
উত্তরঃ- অ্যাসিটোবুলারিয়া
৪০। হরিতকীর রেচন পদার্থকে কী বলে?
উত্তরঃ- রজন

No comments:

Post a Comment