Jan 31, 2020

আয়তনে বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম ২০ টি দেশ।

সাধারণ জ্ঞান পর্ব-১৭। আয়তনে বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম ২০ টি দেশ।

big and small countries




আস সালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
আমাদের এই পৃথিবী বড়ই বৈচিত্রময়। এই পৃথিবী একটি ছোট গ্রহ যার মাত্র ২৯ ভাগ স্থল আর ৭১ ভাগ জলরাশি। এই মাত্র ২৯ ভাগের মধ্যে  আবার কোন দেশ আয়তনে একটি মহাদেশের চেয়েও বড় আবার কোনদেশ হয়তো একটি থানার চেয়েও ছোট। তো সাধারণ জ্ঞানের আজকের পর্বে জানতে চেষ্টা করবো আয়তনে বিশ্বের বৃহত্তম  ও ক্ষুদ্রতম  ২০ টি দেশ। বিসিএস সহ যে কোন চাকরি পরীক্ষায় কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই পোস্টটি আপনার জন্য সহায়ক হতে পারে। তো চলুন জেনে নেই আয়তন অনুযায়ী


 আয়তনে  বিশ্বের বৃহত্তম ২০ টি  দেশের নাম।

ক্রমিক-------দেশের নাম------------আয়তন--------------------------------অবস্থান
১। ----------রাশিয়া-----------------১,৭০,৭৫,২০০ বর্গ কিলেমিটার------- এশিয়া ও ইউরোপ
২।----------কানাডা-----------------৯৯,৮৪,৬৭০ বর্গ কিলেমিটার--------- উত্তর আমেরিকা
৩।---------যুক্তরাষ্ট্র-----------------৯৬,৩১,৪১৮ বর্গ কিলেমিটার--------- উত্তর আমেরিকা
৪।----------চীন---------------------৯৫,৯৬,৯৬০ বর্গ কিলেমিটার--------- এশিয়া
৫।----------ব্রাজিল------------------৮৫,১১,৯৬৫ বর্গ কিলেমিটার----------দক্ষিণ আমেরিকা
৬।--------অস্ট্রেলিয়া----------------৭৬,৮৬,৮৫০ বর্গ কিলেমিটার---------ওশেনিয়া
৭।---------ভারত-------------------৩২,৮৭,৫৯০ বর্গ কিলেমিটার-----------এশিয়া
৮।--------আর্জেন্টিনা---------------২৭,৬৬,৮৯০ বর্গ কিলেমিটার----------দক্ষিণ আমেরিকা
৯।--------কাজাকিস্তান--------------২৭,১৭,৩০০ বর্গ কিলেমিটার---------- এশিয়া
১০।-------আলজেরিয়া-------------২৩,৮১,৭৪০ বর্গ কিলেমিটার--------- আফ্রিকা
১১।--------কঙ্গো প্রজাতন্ত্র-----------২৩,৪৫,৪১০ বর্গ কিলেমিটার----------আফ্রিকা
১২।---------মেক্সিকো----------------১৯,৭২,৫৫০ বর্গ কিলেমিটার---------উত্তর আমেরিকা
১৩।---------সেীদি আরব-------------১৯,৬০,৫৮২ বর্গ কিলেমিটার------এশিয়া
১৪।---------ইন্দোনেশিয়া----------১৯,১৯,৪৪০ বর্গ কিলেমিটার----------এশিয়া
‌১৫।---------সুদান------------------১৮,৮৬,০৬৮ বর্গ কিলেমিটার------আফ্রিকা
১৬।---------লিবিয়া----------------১৭,৫৯,৫৪০ বর্গ কিলেমিটার---------আফ্রিকা
১৭।----------ইরান------------------১৬,৪৮,০০০ বর্গ কিলেমিটার--------এশিয়া
১৮।--------মঙ্গোলিয়া---------------১৫,৬৪,১১৬ বর্গ কিলেমিটার---------এশিয়া
১৯।----------পেরু-----------১২,৮৫,২২০ বর্গ কিলেমিটার-----------------দক্ষিণ আমেরিকা
২০।----------চাদ-------------১২,৮৪,০০০বর্গ কিলেমিটার-----------------আফ্রিকা


 

 

আয়তেনে   বিশ্বের ক্ষুদ্রতম ২০ টি  দেশের নাম।

ক্রমিক-------দেশের নাম-------------------আয়তন ------------------------------------------মহাদেশ


১। ভ্যাটিকান সিটি------------------------০.৪৪ বর্গ কিলোমিটার---------------------------- ইউরোপ
২। মোনাকো ----------------------------- ১.৪৯ বর্গ কিলোমিটার -------------------------- ইউরোপ
৩। নাউরু --------------------------------২১ বর্গ  কিলোমিটার ----------------------------ওশেনিয়া
৪। টুভালু ---------------------------------২৬ বর্গ কিলোমিটার----------------------------- ওশেনিয়া
৫। বারমুডা-------------------------------৫৩ বর্গ কিলোমিটার ---------------------------- উত্তর আমেরিকা
৬। সানমারিনো --------------------------৬১ বর্গ কিলোমিটার ---------------------------- ইউরোপ
৭। গার্নসি --------------------------------৭৮ বর্গ কিলোমিটার -----------------------------ইউরোপ

৮। লিশটেনষ্টাইন ------------------------১৬০ বর্গ কিলোমিটার----------------------------ইউরোপ
৯। সেন্টকিটস ও নেভিস-----------------২৬১ বর্গ কিলোমিটার ---------------------------উত্তর আমেরিকা
১০। মালদ্বীপ ----------------------------২৯৮ বর্গ কিলোমিটার----------------------------এশিয়া
১১। মাল্টা -------------------------------৩১৬ বর্গ কিলোমিটার ---------------------------ইউরোপ
১২। গ্রানাডা -----------------------------৩৪৪ বর্গ িকিলোমিটার ---------------------------ইউরোপ
১৩। সেন্টভিনস্টে ও গ্রানাডাইন --------৩৮৮ বর্গ কিলোমিটার--------------------------- উত্তর আমেরিকা
১৪। বার্বাডোস---------------------------৪৩০ বর্গ কিলোমিটার---------------------------- উত্তর আমেরিকা
১৫। সিচেলিস----------------------------৪৫৫ বর্গ কিলোমিটার ---------------------------- আফ্রিকা
১৬। পালাও ---------------------------- ৪৫৯ বর্গ কিলোমিটার ---------------------------- ওশেনিয়া
১৭। অ্যান্ডোরা---------------------------৪৬৮ বর্গ কিলোমিটার ----------------------------ইউরোপ
১৮। সেন্ট লুসিয়া -----------------------৫৩৯ বর্গ কিলোমিটার ---------------------------- উত্তর আমেরিকা
১৯। বাহরাইন --------------------------৬৯৪ বর্গ কিলোমিটার ----------------------------- এশিয়া
২০। সিঙ্গাপুর ---------------------------৬৯৯ বর্গ কিলোমিটার ----------------------------- এশিয়া


পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। অন্যকে জানার সুযোগ করে দিন। পোস্টটি সম্পর্কে কোন মতামত থাকলে জানাতে পারেন নিচে মন্তব্যের মাধ্যমে।

বিশ্বের প্রধান নদ-নদী এবং তাদের দৈর্ঘ্য।

সাধারণ জ্ঞান পর্ব-১৬। বিশ্বের প্রধান নদ-নদী এবং তাদের দৈর্ঘ্য।

পৃথিবীর মোট আয়তনের প্রায় শতকরা ৭১% পানিরাশি দ্বারা বেষ্টিত এবং বাকী ২৯% এর মত স্থলভাগ বেষ্টিত। এই বিশাল জলভাগের মধ্যে আছে মহাসাগর, নদ-নদী ইত্যাদি। সাধারণ জ্ঞানের আজকের পর্বে আমরা জানবো- বিশ্বের প্রধান নদ-নদী এবং তাদের দৈর্ঘ্য।


নীলনদঃ-এটি বিশ্বের দীর্ঘতম নদী। এটি আফ্রিকায় অবস্থিত। মিশর, তাঞ্জানিয়া, রুয়ান্ডা, উগান্ডা, দক্ষিণ সুদান, বুরুন্ডি, কঙ্গো, কেনিয়া সহ ১০টি দেশে এই নীলনদ অবস্থিত। মিশরকে নীলনদের দান বলা হয়। এর দৈর্ঘ্য ৬৬৬৯ কিলোমিটার।



আমাজানঃ- আমাজান বিশ্বের প্রশস্ততম নদী। এটির অবস্থান দক্ষিণ আমেরিকার দেশ- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর সহ কয়েকটি দেশে। এর দৈর্ঘ্য ৬২৭৫ কিলোমিটার।


মিসিসিপি-মিসৈৗরিঃ- এটি উত্তর আমেরিকায় তথা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। উত্তর আমেরিকার বৃহত্তম নদী এটি। এর দৈর্ঘ্য ৫৯৯০ কিলোমিটার।

ইয়াংসিকিয়াংঃ- এটি এশিয়ার চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৫৯৭০ কিলোমিটার।
হোয়াংহোঃ- এটিও এশিয়ার দেশ চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৪৬৬৮ কিলোমিটার। চীনের দূ:খ বলা হয হোয়াংহো নদীকে।


কঙ্গোঃ- আফিকায় অবস্থিত। এর দৈর্ঘ্য ৪৩৭৩ কিলোমিটার। এটি নীলনদের পরে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী।
আমুরঃ- এটি তুর্কমেনিস্তানে অবস্থিত। এর দৈর্ঘ্য ৪৩৪৪ কিলোমিটার যা এশিয়া তথা পৃথিবীর অন্যতম বৃহত্তম নদী হিসেবে খ্যাত।


লেনাঃ- রাশিয়ায় অবস্থিত। এর দৈর্ঘ্য ৪২৬৪ কিলোমিটার।
মেকংঃ- এটি চীনে অবস্থিত। এর দৈর্ঘ্য ৪১৮০কিলোমিটার।


মারে ডার্লিংঃ- এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত। এর দৈর্ঘ্য ৩৭১৮ কিলোমিটার। এটি ওশেনিয়া মহাদেশের বৃহত্তম নদী।
ভলগাঃ- ইউরোপে অবস্থিত। এর দৈর্ঘ্য ৩৬৮৫ কিলোমিটার। এটি ইউরোপ মহাদেশের বৃহত্তম নদী।
সেন্ট লরেন্সঃ- এটি কানাডায় অবস্থিত। এর দৈর্ঘ্য ৩১৩২ কিলোমিটার।


সিন্ধুঃ- এটি ভারত ও পাকিস্তানে অবস্থিত। এর দৈর্ঘ্য ২৮৯৬ কিলোমিটার।
ব্রহ্মপুত্রঃ- এটি ভারত ও বাংলাদেশে অবস্থিত। এর দৈর্ঘ্য ২৮৯৬ কিলোমিটার।


দানিয়ুবঃ- এটি ইউরোপে অবস্থিত। এর দৈর্ঘ্য ২৮৬০ কিলোমিটার।
ইউফ্রেটিসঃ- এশিয়ায় অবস্থিত। এর দৈর্ঘ্য ২৮০০ কিলোমিটার।


বিশ্বের বিখ্যাত সীমান্তরেখা সমূহ।

সাধারণ জ্ঞান পর্ব-১৫। বিশ্বের বিখ্যাত সীমান্তরেখা সমূহ।

বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস,ঐতিহ্য,যুদ্ধ কিংবা সংস্কৃতির উপর ভিত্তি করে বিভিন্ন রেখা বা সীমারেখা অংকন করা হয়েছে যা সারা বিশ্বের কাছে অতি গুরুত্বপূর্ণ সীমান্তরেখা নামে পরিচিত। বিসিএস বা চাকরীর প্রস্তুতির আজকের পর্বে জানার চেষ্টা করবো- বিখ্যাত ভৈাগলিক সীমান্ত রেখা সম্পর্কে।


র‌্যাডক্লিফ লাইনঃ- বাংলাদেশ এবং ভারতকে বিভক্তকারী সীমান্তরেখা হচ্ছে র‌্যাডক্লিফ লাইন। এই র‌্যাডিক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্তরেখা। ১৯৪৭ সালে এই সীমানা রেখা চিহ্নিত করা হয়।

লাইন অব কন্ট্রোলঃ- ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী রেখা হচ্ছে লাইন অব কন্ট্রোল।
ডুরাল্ড লাইনঃ- পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা চিহ্নিত রেখা হচ্ছে ডুরাল্ড লাইন।
ম্যাকমোহন লাইনঃ- ভারত ও চীনের সীমানা চিহ্নিত রেখা।


ওডেরসিন লাইনঃ- জার্মানী ও পোলান্ডের মধ্যকার সীমান্তরেখা।
১৭তম অক্ষরেখাঃ- সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত সীমারেখা।
২৪ তম অক্ষরেখাঃ- পাকিস্তানের মতে এই অক্ষরেখাকে ভারত ও পাকিস্তানের সীমারেখা  ধরে ভারত ও পাকিস্তানের সমস্যা সমাধান করা উচিত। তবে ভারত এই দাবি প্রত্যাখান করেছে।
৩২তম অক্ষরেখাঃ-  ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন।
৩৬তম অক্ষরেখাঃ- ইরাকের উত্তরে নো ফ্লাই জোন।


৩৮ তম অক্ষরেখাঃ- উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরুপণকারী রেখা।
৪৯ তম অক্ষরেখাঃ- যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত চিহ্নিত রেখা।
বারলেভ লাইনঃ- ইসরাইলে অবস্থিত সুরক্ষিত প্রতিরক্ষা ব্যূহ।
সনোরা লাইনঃ- যুক্তরাষ্ট্র ও মেকসিকোর মধ্যে বিভক্তকারী সীমারেখা।
ব্লুলাইনঃ- লেবানন ও ইসরাইলের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা।


ম্যাজিনো লাইনঃ- জার্মান আক্রমন হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
জিগফ্রিড লাইনঃ- জার্মানি কর্তৃক জার্মানি ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।
হিন্ডারবার্গ লাইনঃ- জার্মানি ও পোলান্ডের মধ্যে সীমানা চিহ্নিত রেখা।
প্লিমসল লাইনঃ- অতিরিক্ত মাল বোঝাই এড়োনোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখা।
হটলাইনঃ- আকস্মিক যুদ্ধ এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ ও রাশিয়ার ক্রেমলিনের মধ্যে সরাসরি টেলিফোন সংযোগ।


পার্পল লাইনঃ- ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা।
লাইন অব ডিমারকেশনঃ- পর্তুগাল ও স্পেনের মধ্যে বিভক্তকারী সীমারেখা।
লাইন অব একচুয়াল কন্ট্রোলঃ- চীন ও ভারতের সীমান্তবর্তী রেখা।
গ্রিন লাইনঃ- ১৯৪৮ সালে আরব ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল কর্তৃক প্রতিষ্টিত সীমারেখা।
ফচলাইনঃ- প্রথম বিশ্বযুদ্ধের সময় পোলান্ড ও লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা।


নর্দান লিমিট লাইনঃ- পিত সাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্রসীমা।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুণ। আপনাদের কোন তথ্য থাকলে তা জানাতে পারেন নিচের কমেন্টের মাধ্যমে।

বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রথমদের নামের তালিকা।

সাধারণ জ্ঞান পর্ব-১৪। বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রথমদের নামের তালিকা।

“ধন-ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা”।
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। হাজার বছরের শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস জড়িত আছে আমাদের জাতীয় ভাবে। এদেশের আছে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মহান আল্লাহর কৃপায় গৌবরময় স্বাধীনতা অর্জনের ইতিহাস। সব মিলিয়ে আমাদের দেশের আজকের এই পর্যায়ে উন্নীত হওয়ার পেছনে যারা যে ক্ষেত্রে সর্বপ্রথম অবদান রেখেছেন তাদের বিষয়ে আমরা সাধারণ জ্ঞানের আজকের এই পর্বে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।



image of first bangladeshis



১। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ-তাজউদ্দিন আহমেদ।
৩। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে?
উত্তরঃ- সৈয়দ নজরুল ইসলাম।
৪। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে?
উত্তরঃ- ক্যাপ্টেন মনসুর আলী।
৫। বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তরঃ- খন্দকার মোশতাক আহমেদ
৬। বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে?
উত্তরঃ- এ.এইচ.এম কামরুজ্জামান।
৭। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তরঃ- শাহ আব্দুল হামিদ।
৮। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তরঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
৯। বাংলাদেশের প্রথম সেনাবাহিনীর প্রধান কে?
উত্তরঃ- এম.এ.জি ওসমানি।
১০। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তরঃ-এস.এম.এ সায়েম।




১১। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ-বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
১২। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে?
উত্তরঃ- এ.এন হামিদুল্ল্যাহ।
১৩। বাংলাদেশেকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তরঃ- ভারত
১৪। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে?
উত্তরঃ-আ.স.ম  আব্দুর রব
১৫। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ কোনটি?
উত্তরঃ- বাংলার দূত
১৬। বাংলাদেশের প্রথম রণতরী কোনটি?
উত্তরঃ- বি.এন.এস পদ্মা
১৭। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাংলাদেশী কে?
উত্তরঃ- ব্রজেন দাস
১৮। বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক কে?
উত্তরঃ- জাকারিয়া পিন্টু
১৯। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে?
উত্তরঃ- শামীম কবির
২০। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় ভাইস চ্যাঞ্চেলর কে?
উত্তরঃ- স্যার এফ.রহমান



২১।ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে?
উত্তরঃ- মোহাম্মদ হানিফ
২২।বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে?
উত্তরঃ- মুসা ইব্রাহীম
২৩। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী কে?
উত্তরঃ- নিশাত মজুমদার
২৪। বাংলাদেশের হয়ে প্রথম সেভেন সামিট জয়ী কে?
উত্তরঃ- ওয়াসফিয়া নাজরিন
২৫। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ- বেগম খালেদা জিয়া
২৬। বাংলাদেশের প্রথম মহিলা সচিব কে?
উত্তরঃ- জাকিয়া আখতার
২৭। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
উত্তরঃ-মাহমুদা হক চৌধুরী
২৮। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে?
উত্তরঃ- নাজমুন আরা সুলতানা
২৯। বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে?
উত্তরঃ- কানিজ ফাতেমা রুখসানা
৩০। বাংলাদেশের প্রথম সোড অব অনার লাভকারী মহিলা কে?
উত্তরঃ- মারজিয়া ইসলাম


৩১। বাংলাদেশের প্রথম টেস্টটিউব বেবি চিকিৎসক কে?
উত্তরঃ- ডা. পারভিন ফাতিমা
৩২। বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নারী স্পীকার কে?
উত্তরঃ- ড.শিরীন শারমিন চৌধুরী
৩৩। বাংলাদেশের প্রথম মহিলা মেয়র কে?
উত্তরঃ- ডাঃ সেলিনা হায়াৎ আইভি
৩৪। বুয়েটের প্রথম নারী ভিসি কে?
উত্তরঃ- খালেদা ইকরাম
৩৫। বাংলাদেশের সংবিধান প্রথম কে রচনার নেতৃত্ব দেন?
উত্তরঃ- ডঃ কামাল হোসেন
৩৬। প্রথম বাংলাদেশী হিসেবে কে আইসিসির ‘ইমার্জিং প্লেয়ার অব দ্যা ইয়ার’ বা বর্ষ সেরা উদীয়মান খেলোয়ার নির্বাচিত হন?
উত্তরঃ- ক্রিকেটার মুস্তাফিজুর রহমান
৩৭। বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্র মন্ত্রী কে?
উত্তরঃ- ডাঃ দীপু মনি
৩৮। বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী কে?
উত্তরঃ- সাহারা খাতুন
৩৯। কে প্রথম বাংলাদেশ নামকরণ করেণ?
উত্তরঃ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৪০। বাংলাদেশের প্রথম মহিলা অধ্যক্ষ কে?
উত্তরঃ- অধ্যাপিকা হোসনআরা



৪১। বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয় কবে?
উত্তরঃ- ২৬ জুলাই, ১৯৭৭ সালে।
৪২। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির প্রথম সভাপতি কে?
উত্তরঃ- প্রফেসর মোঃ ইউসুফ আলী
৪৩। বাংলাদেশ প্রথম ওয়ানডে ক্রিকেট খেলে কবে?
উত্তরঃ- ৩১মার্চ ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে।
৪৪। ওডআই বা একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম সেঞ্চুরী করেন?
উত্তরঃ- মেহেরাব হোসেন অপি
৪৫। বাংলাদেশের পক্ষে টেস্ট কিকেটে কে প্রথম সেঞ্চুরী করেনে?
উত্তরঃ- আমিনুল ইসলাম বুলবুল
৪৬। টেস্ট কিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম কে হ্যাট্রিক করেন?
উত্তরঃ- অলোক কাপালি
৪৭। ওডআই ম্যাচে বাংলাদেশের পক্ষে কে প্রথম হ্যাট্রিক করেন?
উত্তরঃ- শাহাদাত হোসেন
৪৮। ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের পক্ষে কে শত উইকেট লাভ করেন?
উত্তরঃ- মোহাম্মাদ রফিক
৪৯। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন?
উত্তরঃ- তাইজুল ইসলাম
৫০। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পক্ষে প্রথম দ্বিশতক রান করা ব্যাটসম্যান কে?
উত্তরঃ- মুশফিকুর রহিম


পোস্টটি সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন নিচে কমেন্ট মাধ্যমে। জানাতে পারেন নতুন কোন তথ্য। সাদরে গ্রহণ করা হবে আপনার মতামত বা তথ্য। ভালো লাগলে শেয়ার করুন।

বিভিন্ন দেশের জাতীয় প্রতীক।

সাধারণ জ্ঞান পর্ব-১৩। বিভিন্ন দেশের জাতীয় প্রতীক।


বিভিন্ন দেশের জাতীয় প্রতীকে বিভিন্নতা পাওয়া যায়। একেক দেশের জাতীয় একেক ধরণের অর্থ বহন করে।
national-assembly


বাংলাদেশের প্রতীক হচ্ছে জাতীয় ফুল শাপলা। আর শাপলা ফুলের উপর ভিত্তি করেই আমাদের জাতীয় প্রতীক নির্বাচন করা হয়েছে শাপলাকে।


স্বাধীনতার পরে ১৯৭১ সালে বাংলাদেশ এর জাতীয় প্রতীক গ্রহণ করা হয়  । বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে রয়েছে পানিতে ভাসমান একটি শাপলা ফুল যা বাংলাদেশের জাতীয় ফুল। শাপলা ফুলটিকে বেষ্টন করে আছে ধানের দুটি শীষ। চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে মোট চারটি তারকা। চারটি তারকা চিহ্ন দ্বারা বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতিকে নির্দেশ করা হয়েছে। পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি। এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

এশিয়ার দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রাসহ।

asia continent




সাধারণ জ্ঞান পর্ব-১২। এশিয়ার দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রাসহ।



পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই এশিয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ। আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মহাদেশে অবস্থিত।


এশিয়া মহাদেশের দেশগুলোর নাম,রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিক নংদেশের নামরাজধানীমুদ্রার নাম
১।বাংলাদেশঢাকাটাকা
২।ভারতনয়াদিল্লীরুপি
৩।পাকিস্তানইসলামাবাদরুপি
৪।শ্রীলংকাশ্রী জয়বর্ধনপুর কোট ( কলম্বো)রুপি
৫।নেপালকাঠমুন্ডুরুপি
৬।ভুটানথিম্পুগুলড্রাম
৭।মালদ্বীপমালেরুপিয়া
৮।মায়ানমারনাইপিদোকিয়াত
৯।আফগানিস্তানকাবুলআফগানি
 ১০। ইন্দোনেশিয়া জাকার্তা রুপিয়া
 ১১। মালেশিয়া কুয়ালালামপুর রিঙ্গিত
 ১২। সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ডলার
 ১৩। থাইল্যান্ড ব্যাংকক বাথ
 ১৪। ভিয়েতনামহ্যানয় ডং
 ১৫। লাওস ভিয়েন তিয়েন কিপ
 ১৬। কম্বোডিয়া নমপেন রিয়েল
 ১৭। ব্রুনাই বন্দর সেরী ডলার
 ১৮। পূর্ব তিমুর দিলি রুপাইয়া
 ১৯। ফিলিপাইন ম্যানিলা পেসো
 ২০। কাজাকিস্তানআলমাআতাটেঙোর টেঙ্গে
 ২১। কিরগিজিস্তানবিশবেকসোম
 ২২। তাজিকিস্তানদুশানবেরুবল
 ২৩। তুর্কমেনিস্তানআশাখাবাদমানাত
 ২৪। উজবেকিস্তানতাশখন্দসোম
 ২৫। আজারবাইজানবাকু মানাত
 ২৬। চীনবেইজিংউয়ান
 ২৭। জাপানটোকিওইয়েন
 ২৮। উত্তর কোরিয়াপিয়ংইয়ংওয়োন
 ২৯। দক্ষিণ কোরিয়াসিউল ওয়োন
 ৩০। তাইওয়ানতাইপে তাইওয়ান ডলার
 ৩১। মঙ্গোলিয়াউলান বাটরতুঘরিক
 ৩২। বাহরাইনমানামাদিনার
 ৩৩। ইরানতেহরানরিয়াল
 ৩৪। ইরাকবাগদাদ দিনার
 ৩৫। ইসরাইলজেরুজালেমশেকেল
 ৩৬। জর্ডানআম্মানদিনার
 ৩৭। কুয়েতকুয়েত সিটিদিনার
 ৩৮। লেবাননবৈরুতপাউন্ড
 ৩৯। ওমানমাসকটওমানি রিয়াল
 ৪০। কাতারদোহা রিয়াল
 ৪১। সৌদি আরবরিয়াদরিয়াল
 ৪২। সিরিয়াদামেস্কপাউন্ড
 ৪৩। ইয়েমেনসানারিয়াল
 ৪৪। সংযুক্ত আরব আমিরাতআবুধাবিদিরহাম
 ৪৫। তুরস্কআঙ্কারালিরা
 ৪৬। ফিলিস্তিন রামাল্লাদিনার


এশিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী এবং মুদ্রার নাম সম্পর্কিত কোন নতুন তথ্য থাকলে তা আমাদর জানাতে ভূলবেন না।

আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রাসহ।


সাধারণ জ্ঞান পর্ব-১১। আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রাসহ।



image of africa continent


আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ দেশেরই শিক্ষার হার, মাথা পিছু আয় সব দিক থেকে অনেক পিছিয়ে। এটি আমাদের এশিয়া মহাদেশের প্রতিবেশি মহাদেশ।


এক নজরে দেখে নিন আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।মিশর কায়রোমিশরীয় পাউন্ড
২।সুদান খার্তুমপাউন্ড/ ডলার
৩।লিবিয়া ত্রিপলিলিবিয়ান দিনার
৪।তিউনিশিয়া তিউনিশতিউনিশিয়ান দিনার
৫।আলজেরিয়াআলজিয়ার্সদিনার
৬।দক্ষিণ সুদান জুরা দক্ষিণ সুদানি পাউন্ড
৭।ইরিত্রিয়া আসমেরাইথিওপিয়ান বির
৮।ইথিওপিয়া আদ্দিস আবাবাবির
৯।জিবুতি জিবুতিফ্রাঙ্ক
১০।সোমালিয়া মোগাদিসুশিলিং
১১।কেনিয়া নাইরোবিকেনিয়া সিলিং
১২।তানজানিয়া দারুস সালাম তাঞ্জানিয়া সিলিং
১৩।মোজাম্বিক মাপুতোমেটিকাল
১৪।মালাগাছি আন্টা নানারিভোএরিআরি
১৫।সোয়াজিল্যান্ড বাবেনলিলাংগিনি
১৬।জিম্বাবুয়ে হারারেজিম্বাবুয়ে ডলার
১৭।মালাবি লিলংউইওয়াচা
১৮।কমরোসমোরোনিফ্রাঁ
১৯।মৌরিশাস পুর্টলুইসমৌরিতানিয়ান রুপি
২০।সিসিলি ভিক্টোরিয়াসিসিলি রূপি
২১।মরক্কো রাবাতদিরহাম
২২।মৌরিতানিয়া নৌয়াকচটওগিয়া
২৩।সেনেগাল ডাকারফ্রাঙ্ক সিএফএ
২৪।গিনি কোনাক্রিগায়ানিয়ান  ফ্রাঙ্ক
২৫।গিনি বিসাউ বিসাওপেসো
২৬।সিয়েরালিওন ফ্রিটাউনলিওন
২৭।লাইবেরিয়া মনরোভিয়ালাইবেরিয়ান ডলার
২৮।আইভোরিকোস্টআবিদজানঅষ্ট্রেলিয়ান ডলার
২৯।মালি বামাকোফ্রাঙ্ক সিএফএ
৩০।ঘানা আক্রাসেডি
৩১।বুরকিনা ফাসোউয়াগাড়ায়াগাসিএফএফ্রাঁ
৩২।বেনিনপোর্ট্রো নোভাসিএফএফ্রাঁ
৩৩।টোগো লোমফ্রাঙ্ক সিএফএ
৩৪।জাম্বিয়া লুসাকা জাম্বিয়ান কঞ্চা
৩৫।কেপভার্দেপ্রেইরাএসকুডো
৩৬।নাইজেরিয়া আবুজারনায়েরা
৩৭।নাইজার নিয়ামিফ্রাঙ্ক সিএফএ
৩৮।চাদএজামেনাসিএফএ ফ্রাঙ্ক
৩৯।মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রবাঙ্গুইসেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক
৪০।ক্যামেরুনইয়াউন্ডিসেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক
৪১।কঙ্গোব্রজাভিল ফ্রাঙ্ক
৪২।জায়ারেকিনশাসাকঙ্গো ফ্রাঙ্ক
৪৩।ইকুটোরিয়াল গিনি মালাবোফ্রাঙ্ক সিএফএ
৪৪।গাম্বিয়া বানজুলডালাসি
৪৫।উগান্ডা কামপালাউগান্ডা সিলিং
৪৬।রুয়ান্ডা কিগালিরুয়ান্ডান ফ্রাঙ্ক
৪৭।বুরুন্ডিবুজুমবুরাবুরুন্ডি ফ্রাঙ্ক
৪৮।গ্যাবন লিব্রেভিল ফ্রাঙ্ক সিএফএ
৪৯।সাওটোমে এন্ড প্রিন্সিপি সাওটোমে দোবরা
৫০।এঙ্গোলারুয়ান্ডাখোয়াঞ্জা
৫১।নামিবিয়া উইন্ডহোকনামিবিয়ান ডলার
৫২।দক্ষিণ আফ্রিকা কেপটাউনরান্ড
৫৩।বোতসোয়ানাগ্যাবরনপুলা
৫৪।লেসোথো মাসেরোলর
৫৫।কারাজোসকারাগাডোস
৫৬।পশ্চিম সাহারাআল আইয়ুন মরক্কীয় দিরহাম


আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী এবং মুদ্রার নাম সম্পর্কে নতুন কোন তথ্য থাকলে আমাদের জানাতে ভূলবেন না।

ইউরোপের দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

সাধারণ জ্ঞান পর্ব-১০। ইউরোপের দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

cocountries of europe continent



ইউরোপ মহাদেশের প্রায় সবদেশই মোটামুটি অর্থনৈতিক ভাবে উন্নত। অন্যান্য মহোদেশের তুলনায় ইউরোপের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। বিশ্ব বানিজ্যের ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশের জন্য এই মহাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক নজরে দেখে নিন ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিক নংদেশের নামরাজধানীমুদ্রার নাম
 ১। জার্মানি বার্লিন ইউরো
 ২। পোলান্ড ওয়ারশ জোলটি
 ৩। হাঙ্গেরী বুদাপেস্ট ফোরিন্ট
 ৪। রুমানিয়া বুখারেস্ট লিউ
 ৫। বুলগেরিয়া সোফিয়া লেভ
 ৬। স্লোভাকিয়া ব্লাটিস্লাভাইউরো
 ৭। ক্রোয়েশিয়া জাগোরেব কুনা
 ৮। স্লোভেনিয়া লুবজানাতোলার
 ৯। চেক-প্রজাতন্ত্র প্রাগ চেক করুনা
 ১০। আলবেনিয়া তিরানা লেক
 ১১।বসনিয়া হার্জেগোভিনা সারায়েবো নিউ দিনার
 ১২।মন্টিনিগ্রো পোডগোরিকো ইউরো (নিজস্ব মুদ্রা নেই)
 ১৩। সার্বিয়া বেলগ্রেড নিউ দিনার
 ১৪। মেসিডোনিয়া স্কোপজে দিনার
 ১৫। কসোভো ক্রিস্টিনা  ইউরো
 ১৬। ফ্রান্স প্যারিস ইউরো
 ১৭। নরওয়ে অসলো নরজিয়ান ক্রোনা
 ১৮। সুইডেন স্টকহোমক্রোনা
 ১৯। ডেনমার্ক কোপেন হেগেন ডেনিশ ক্রোনা
 ২০। ইংল্যান্ড লন্ডন পাউন্ড
 ২১। রাশিয়া মস্কো রুবল
 ২২। অস্ট্রিয়া ভিয়েনা ইউরো
 ২৩। বেলজিয়াম ব্রাসেলস ইউরো
 ২৪। এনডোরা এনডোরা লা ভিলা ইউরো
 ২৫। গ্রিস এথেন্স ইউরো
 ২৬। ফিনল্যান্ড হেলসিংকি ইউরো
 ২৭। সাইপ্রাস নিকোশিয়া ইউরো
 ২৮। আইসল্যান্ড রিকজাভিক ক্রোনা
 ২৯। আয়ার‌ল্যান্ড ডাবলিন ইউরো
 ৩০। নেদারল্যান্ড আমস্টারডাম ইউরো
 ৩১। মালটা ভালেটা লিরা
 ৩২। লুক্সেমবার্গ লুক্সেমবার্গ ইউরো
 ৩৩। মোনাকো মোনাকো মোনাকো ফ্রাঁ
 ৩৪। পর্তুগাল লিসবন ইউরো
 ৩৫। সুইজারল্যান্ড বার্ন ফ্রাঁ
 ৩৬। ভ্যাটিকাস সিটি ভ্যাটিকান সিটি ইউরো
 ৩৭। ইতালি রোম ইউরো
 ৩৮। বেলারুশ মিনস্ক রুবল
 ৩৯। ইউক্রেন কিয়েভ রিভনা
 ৪০। এস্তোনিয়া তাল্লিন ক্রোন
 ৪১। লাটভিয়া রিগা লার্টস
 ৪২। আর্মেনিয়া ইয়েরেভান ড্রাম
 ৪৩। জর্জিয়া তিবলিস লারি
 ৪৪। লিথুনিয়া ভিনিয়াস লিটাস
 ৪৫। মলদোভা চিসিনিউ লিউ
 ৪৬। সানমেরিনো সানমেরিনোইতালীয় লিরা
 ৪৭। লিচেনস্টেইন ভাদুজসুইচ ফ্রাঁ
 ৪৮। স্পেন মাদ্রিদ ইউরো


ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম রাজধানী এবং মুদ্রাসহ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এ সম্পর্কে  কোন নতুন তথ্য থাকলে জানাতে ভূলবেন না।

উত্তর আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।


সাধারণ জ্ঞান পর্ব-৯। উত্তর আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।





বিশ্বের শ্রেষ্ট অর্থনীতি এবং পরাশক্তির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এই উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।  বিশ্ব অর্থনীতি এবং বিশেষ করে বাংলাদেশের বৈদেশিক বানিজ্যের ক্ষেত্রে উত্তর আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ একটি মহাদেশ।

এক নজরে দেখে নিন উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।যুক্তরাষ্ট্রওয়াশিংটন ডিসিডলার
২।কানাডাঅটোয়াডলার
৩।মেক্সিকোমেক্সিকো সিটি নিউ পেসো
৪।এল সালভাদরসান সালভাদরকোলেন
৫।কোস্টারিকাসানজোসেকোলেন
৬।গুয়েতেমালাগুয়েতেমালা সিটিকুয়েটজাল
৭।নিকারাগুয়ামানাগুয়াকরডোবা
৮।পানামাপানামা সিটিবালবোয়া
৯।হন্ডুরাসতেগুচিগালপালেম্পিরা
১০।এন্টিগুয়া ও বারমুডাসেন্ট জোনস ডলার
১১।কিউবাহাভানাপেসো
১২।গ্রানাডাসেন্ট জর্জেসডলার
১৩।জ্যামাইকাকিংসটনডলার
১৪।ডোমিনিকারোসিয়াউডলার
১৫।ডোমিনিকান রিপাবলিকসেন্ট ডোমিনিগোপেসো
১৬।ত্রিনিদাদ ও টোবাগোপোর্ট অব স্পেনডলার
১৭।বারবাডোজব্রিজটাউনডলার
১৮।বাহামা দ্বীপপুঞ্জনাসাউডলার
১৯।বেলিজবেলমোপানডলার
২০।সেন্টকিটসবাসটেরেডলার
২১।সেন্ট ভিনসেন্টকিংসটাউনডলার
২২।সেন্ট লুসিয়াকাস্ট্রিডলার
২৩।হাইতিপোর্ট অব প্রিন্সগুর্দে
২৪। অ্যাঙ্গুইলাদ্যা ভ্যালি ডলার
২৫। কেউম্যান দ্বীপপুঞ্জজর্জটাউনকিড
২৬। পোয়েটরিকোসানজুয়ানডলার
২৭। বারমুডাহ্যামিলটনডলার

উত্তর আমেরিকার দেশগুলোর নাম রাজধানী এবং মুদ্রাসহ। উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে  কোন নতুন তথ্য থাকলে জানাতে ভূলবেন না।

দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

সাধারণ জ্ঞান পর্ব-৮। দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

countries of south america

দক্ষিণ আমেরিকার কথা উঠলেই মনে পড়ে ফুটবলের কথা। ফুটবল আর দক্ষিণ আমেরিকা এখন যেন সমর্থক শব্দ। বিশ্ব অর্থনীতি, আমাজন বন ও নদী এবং প্রত্নতাত্তিক নিদর্শণে দক্ষিণ আমেরিকা মহাদেশের নাম চির স্মরনীয়।


এক নজরে দেখে নিন দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।আর্জেন্টিনাবুয়েন্স আয়ার্সপেসো
২।ইকুয়েডরকুইটোসুক্রা
৩।উরুগুয়েমন্টিভিডিওপেসো
৪।কলম্বিয়াবগোটাপেসো
৫।গায়ানাজর্জটাউনডলার
৬।চিলিসান্টিয়াগোপেসো
৭।প্যারাগুয়েআসুনসিওনওয়ারনি
৮।বলিভিয়ালাপাজবলিভিয়ানো
৯।ব্রাজিলব্রাসিলিয়ারিয়েল
১০।ভেনিজুয়েলাকারাকাসবলিভার
১১।সুরিনামপারামারিবোগিল্ডার
১২।পেরুলিমাইন্টি
 ১৩। ফ্রেঞ্চগায়ানাকেনিইউরো

দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম রাজধানী এবং মুদ্রাসহ। এটির জন্য সাহায্য নেওয়া হয়েছে বিশ্বম্যাপের। কোন নতুন তথ্য থাকলে জানাতে ভূলবেন না।

ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

সাধারণ জ্ঞান পর্ব-৭ । ওশেনিয়া মহাদেশের  দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।


countries of oceania



ওশেনিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। এই মহাদেশটি এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। ওশেনিয়া মহাদেশের সবচেয়ে আয়তনে বড় এবং অর্থনীতিতেও মজবুত দেশ দুটি হচ্ছে- অষ্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।


এক নজরে দেখে নিন ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।



ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।অস্ট্রেলিয়াক্যানবেরাডলার
২।নিউজিল্যান্ডওয়েলিংটনডলার
৩।ফিজিসুভাডলার
৪।টোঙ্গোনুকুয়ালোফাফ্রাঙ্ক
৫।পাপুয়া নিউগিনিপোর্ট মোসাবিকিনা
৬।পশ্চিম সামোয়াআপিয়াতালা
৭।নাউরু প্রজাতন্ত্রইয়েরেনডলার
৮।মার্শাল দ্বীপপুঞ্জ মাজুরোমার্কিন ডলার
৯।ট্রুভ্যালুফুনাফুটিডলার
১০।মাইক্রোনেশিয়া পালিকিরমার্কিন ডলার
১১।সলোমন দ্বীপপুঞ্জহোনিয়ারাডলার
১২।পালাউ নেগারুলমার্ডমার্কিন ডলার
১৩।ফ্রেঞ্চ পলিনেশিয়াপাপেট্রিসিএফএ ফ্রাঙ্ক
১৪।ভানুয়াতুভিলাভাটু
১৫।কিরিবাতিতারাওয়াডলার



ওশেনিয়া আমাদের প্রতিবেশি মহাদেশ। এই মহাদেশের দেশগুলোর নাম এবং রাজধানীর নাম জেনে রাখা বিভিন্ন চাকরী পরীক্ষার জন্য সহায়ক হয়।

কে কোন তত্ত্বের প্রবক্তা।

সাধারন জ্ঞান পর্ব-৬। কে কোন তত্ত্বের প্রবক্তা।

কে কোন তত্ত্বের প্রবক্তা


 সাধারণ জ্ঞানের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো কে কোন তত্ত্বের প্রবক্তা। বিভিন্নজন বিভিন্ন তত্ত্বের উদ্ভাবন করেছেন এবং স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

১। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মুহম্মদ আলি জিন্নাহ।
২।ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- জন মিল।
৩। সামাজিক চয়ন তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ-অমর্ত্য সেন।
৪। বিশ্বগ্রাম ধারণা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল ম্যাকলুহাম।
৫।খাজনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ডেভিড রিকার্ডো।
৬। সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তরঃ- কাল মার্কস।
৭।আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তরঃ- ম্যাকস ওয়েবার।
৮।বিভাজন তত্ত্বের প্রবক্তা  ( Theory of Separation) কে?
উত্তরঃ-মন্টেস্কু।
৯। সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-রুশো।
১০।অর্থের তত্ত্ব এর প্রবক্তা কে?
উত্তরঃ-জন লক।



১১। লেইস ফেয়ার নীতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-এডাম স্মীথ।
১২। উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-কাল মার্কস।
১৩। Theory of Comparative Cost বা  তুলনা মূলক খরচ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ডেভিড রিকার্ডো।
১৪।দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-অধ্যাপক নার্কস।
১৫। নিম খাজনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল।
১৬। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ম্যালথাস।
১৭। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- ডালটন।
১৮। শ্রমবিভাগ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-এডাম স্মীথ।
১৯। সাম্যবাদ নীতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- কার্ল মার্কস।
২০। বিগ ব্যাং থিওরি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- স্টিফেন হকিংস।




২১। বানিজ্য তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ- ডেভিড রিকার্ডো।
২২। Theory of profit বা মুনাফা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- হলি।
২৩। Theory of Exploitation Liquidity তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-কার্ল মার্কস।
২৪। ডাইনামিক থিওরি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- জে বি ক্লার্ক।
২৫। ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল।
২৬। গ্রেসাম বিধির প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার টমাস গ্রেসাম।
২৭।আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার আইজ্যাক নিউটন।
২৮। আপেক্ষিক তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ- আইনস্টাইন।
২৯। "প্রাকৃতিক নির্বাচন মতবাদ" বা  "Theory of Natural Selection" এর প্রবক্তা কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
৩০। “ডিম্বানু থেকেই সকল জীবের সূত্রপাত হয়”- এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে




৩১। “জীব থেকে জীবের উৎপত্তি হয়”- এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- লুই পাস্তুর
৩২। বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- লুই পাস্তুর
৩৩। “গাছের প্রাণ আছে” - এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার জগদীশ চন্দ্র বসু
৩৪। ‘বায়োজেনেটিক তত্ত্ব বা পুনরাবৃত্তি মতবাদ’-এর প্রবক্তা কে?
উত্তরঃ- আর্নেষ্ট হেকেল
৩৫। ‘কোষ মতবাদ বা কোষতত্ত্ব’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- স্নেইডেন ও সোয়ান
৩৬। ‘জিন মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- থমাস হান্ট মর্গান
৩৭। ‘মিউটেশন মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- হুগো দ্য ভ্রিম
৩৮। ‘প্যানজেনেসিস মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- ডারউইন

বিশ্বের সব দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম।

সাধারণ জ্ঞান পর্ব-৫। এক নজরে বিশ্বের সব দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম।


সব দেশ রাজধানী ও মুদার নাম

এক নজরে দেখে নিন এশিয়া মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিক নংদেশের নামরাজধানীমুদ্রার নাম
১।বাংলাদেশঢাকাটাকা
২।ভারতনয়াদিল্লীরুপি
৩।পাকিস্তানইসলামাবাদরুপি
৪।শ্রীলংকাশ্রী জয়বর্ধনপুর কোট ( কলম্বো)রুপি
৫।নেপালকাঠমুন্ডুরুপি
৬।ভুটানথিম্পুগুলড্রাম
৭।মালদ্বীপমালেরুপিয়া
৮।মায়ানমারনাইপিদোকিয়াত
৯।আফগানিস্তানকাবুলআফগানি
 ১০। ইন্দোনেশিয়া জাকার্তা রুপিয়া
 ১১। মালেশিয়া কুয়ালালামপুর রিঙ্গিত
 ১২। সিঙ্গাপুর সিঙ্গাপুর সিটি ডলার
 ১৩। থাইল্যান্ড ব্যাংকক বাথ
 ১৪। ভিয়েতনামহ্যানয় ডং
 ১৫। লাওস ভিয়েন তিয়েন কিপ
 ১৬। কম্বোডিয়া নমপেন রিয়েল
 ১৭। ব্রুনাই বন্দর সেরী ডলার
 ১৮। পূর্ব তিমুর দিলি রুপাইয়া
 ১৯। ফিলিপাইন ম্যানিলা পেসো
 ২০। কাজাকিস্তানআলমাআতাটেঙোর টেঙ্গে
 ২১। কিরগিজিস্তানবিশবেকসোম
 ২২। তাজিকিস্তানদুশানবেরুবল
 ২৩। তুর্কমেনিস্তানআশাখাবাদমানাত
 ২৪। উজবেকিস্তানতাশখন্দসোম
 ২৫। আজারবাইজানবাকু মানাত
 ২৬। চীনবেইজিংউয়ান
 ২৭। জাপানটোকিওইয়েন
 ২৮। উত্তর কোরিয়াপিয়ংইয়ংওয়োন
 ২৯। দক্ষিণ কোরিয়াসিউল ওয়োন
 ৩০। তাইওয়ানতাইপে তাইওয়ান ডলার
 ৩১। মঙ্গোলিয়াউলান বাটরতুঘরিক
 ৩২। বাহরাইনমানামাদিনার
 ৩৩। ইরানতেহরানরিয়াল
 ৩৪। ইরাকবাগদাদ দিনার
 ৩৫। ইসরাইলজেরুজালেমশেকেল
 ৩৬। জর্ডানআম্মানদিনার
 ৩৭। কুয়েতকুয়েত সিটিদিনার
 ৩৮। লেবাননবৈরুতপাউন্ড
 ৩৯। ওমানমাসকটওমানি রিয়াল
 ৪০। কাতারদোহা রিয়াল
 ৪১। সৌদি আরবরিয়াদরিয়াল
 ৪২। সিরিয়াদামেস্কপাউন্ড
 ৪৩। ইয়েমেনসানারিয়াল
 ৪৪। সংযুক্ত আরব আমিরাতআবুধাবিদিরহাম
 ৪৫। তুরস্কআঙ্কারালিরা
 ৪৬। ফিলিস্তিন রামাল্লাদিনার



এক নজরে দেখে নিন ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিক নংদেশের নামরাজধানীমুদ্রার নাম
 ১। জার্মানি বার্লিন ইউরো
 ২। পোলান্ড ওয়ারশ জোলটি
 ৩। হাঙ্গেরী বুদাপেস্ট ফোরিন্ট
 ৪। রুমানিয়া বুখারেস্ট লিউ
 ৫। বুলগেরিয়া সোফিয়া লেভ
 ৬। স্লোভাকিয়া ব্লাটিস্লাভাইউরো
 ৭। ক্রোয়েশিয়া জাগোরেব কুনা
 ৮। স্লোভেনিয়া লুবজানাতোলার
 ৯। চেক-প্রজাতন্ত্র প্রাগ চেক করুনা
 ১০। আলবেনিয়া তিরানা লেক
 ১১।বসনিয়া হার্জেগোভিনা সারায়েবো নিউ দিনার
 ১২।মন্টিনিগ্রো পোডগোরিকো ইউরো (নিজস্ব মুদ্রা নেই)
 ১৩। সার্বিয়া বেলগ্রেড নিউ দিনার
 ১৪। মেসিডোনিয়া স্কোপজে দিনার
 ১৫। কসোভো ক্রিস্টিনা  ইউরো
 ১৬। ফ্রান্স প্যারিস ইউরো
 ১৭। নরওয়ে অসলো নরজিয়ান ক্রোনা
 ১৮। সুইডেন স্টকহোমক্রোনা
 ১৯। ডেনমার্ক কোপেন হেগেন ডেনিশ ক্রোনা
 ২০। ইংল্যান্ড লন্ডন পাউন্ড
 ২১। রাশিয়া মস্কো রুবল
 ২২। অস্ট্রিয়া ভিয়েনা ইউরো
 ২৩। বেলজিয়াম ব্রাসেলস ইউরো
 ২৪। এনডোরা এনডোরা লা ভিলা ইউরো
 ২৫। গ্রিস এথেন্স ইউরো
 ২৬। ফিনল্যান্ড হেলসিংকি ইউরো
 ২৭। সাইপ্রাস নিকোশিয়া ইউরো
 ২৮। আইসল্যান্ড রিকজাভিক ক্রোনা
 ২৯। আয়ার‌ল্যান্ড ডাবলিন ইউরো
 ৩০। নেদারল্যান্ড আমস্টারডাম ইউরো
 ৩১। মালটা ভালেটা লিরা
 ৩২। লুক্সেমবার্গ লুক্সেমবার্গ ইউরো
 ৩৩। মোনাকো মোনাকো মোনাকো ফ্রাঁ
 ৩৪। পর্তুগাল লিসবন ইউরো
 ৩৫। সুইজারল্যান্ড বার্ন ফ্রাঁ
 ৩৬। ভ্যাটিকাস সিটি ভ্যাটিকান সিটি ইউরো
 ৩৭। ইতালি রোম ইউরো
 ৩৮। বেলারুশ মিনস্ক রুবল
 ৩৯। ইউক্রেন কিয়েভ রিভনা
 ৪০। এস্তোনিয়া তাল্লিন ক্রোন
 ৪১। লাটভিয়া রিগা লার্টস
 ৪২। আর্মেনিয়া ইয়েরেভান ড্রাম
 ৪৩। জর্জিয়া তিবলিস লারি
 ৪৪। লিথুনিয়া ভিনিয়াস লিটাস
 ৪৫। মলদোভা চিসিনিউ লিউ
 ৪৬। সানমেরিনো সানমেরিনোইতালীয় লিরা
 ৪৭। লিচেনস্টেইন ভাদুজসুইচ ফ্রাঁ
 ৪৮। স্পেন মাদ্রিদ ইউরো


এক নজরে দেখে নিন আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।মিশর কায়রোমিশরীয় পাউন্ড
২।সুদান খার্তুমপাউন্ড/ ডলার
৩।লিবিয়া ত্রিপলিলিবিয়ান দিনার
৪।তিউনিশিয়া তিউনিশতিউনিশিয়ান দিনার
৫।আলজেরিয়াআলজিয়ার্সদিনার
৬।দক্ষিণ সুদান জুরা দক্ষিণ সুদানি পাউন্ড
৭।ইরিত্রিয়া আসমেরাইথিওপিয়ান বির
৮।ইথিওপিয়া আদ্দিস আবাবাবির
৯।জিবুতি জিবুতিফ্রাঙ্ক
১০।সোমালিয়া মোগাদিসুশিলিং
১১।কেনিয়া নাইরোবিকেনিয়া সিলিং
১২।তানজানিয়া দারুস সালাম তাঞ্জানিয়া সিলিং
১৩।মোজাম্বিক মাপুতোমেটিকাল
১৪।মালাগাছি আন্টা নানারিভোএরিআরি
১৫।সোয়াজিল্যান্ড বাবেনলিলাংগিনি
১৬।জিম্বাবুয়ে হারারেজিম্বাবুয়ে ডলার
১৭।মালাবি লিলংউইওয়াচা
১৮।কমরোসমোরোনিফ্রাঁ
১৯।মৌরিশাস পুর্টলুইসমৌরিতানিয়ান রুপি
২০।সিসিলি ভিক্টোরিয়াসিসিলি রূপি
২১।মরক্কো রাবাতদিরহাম
২২।মৌরিতানিয়া নৌয়াকচটওগিয়া
২৩।সেনেগাল ডাকারফ্রাঙ্ক সিএফএ
২৪।গিনি কোনাক্রিগায়ানিয়ান  ফ্রাঙ্ক
২৫।গিনি বিসাউ বিসাওপেসো
২৬।সিয়েরালিওন ফ্রিটাউনলিওন
২৭।লাইবেরিয়া মনরোভিয়ালাইবেরিয়ান ডলার
২৮।আইভোরিকোস্টআবিদজানঅষ্ট্রেলিয়ান ডলার
২৯।মালি বামাকোফ্রাঙ্ক সিএফএ
৩০।ঘানা আক্রাসেডি
৩১।বুরকিনা ফাসোউয়াগাড়ায়াগাসিএফএফ্রাঁ
৩২।বেনিনপোর্ট্রো নোভাসিএফএফ্রাঁ
৩৩।টোগো লোমফ্রাঙ্ক সিএফএ
৩৪।জাম্বিয়া লুসাকা জাম্বিয়ান কঞ্চা
৩৫।কেপভার্দেপ্রেইরাএসকুডো
৩৬।নাইজেরিয়া আবুজারনায়েরা
৩৭।নাইজার নিয়ামিফ্রাঙ্ক সিএফএ
৩৮।চাদএজামেনাসিএফএ ফ্রাঙ্ক
৩৯।মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রবাঙ্গুইসেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক
৪০।ক্যামেরুনইয়াউন্ডিসেন্ট্রাল আফ্রিকান সিএফএ ফ্রাঙ্ক
৪১।কঙ্গোব্রজাভিল ফ্রাঙ্ক
৪২।জায়ারেকিনশাসাকঙ্গো ফ্রাঙ্ক
৪৩।ইকুটোরিয়াল গিনি মালাবোফ্রাঙ্ক সিএফএ
৪৪।গাম্বিয়া বানজুলডালাসি
৪৫।উগান্ডা কামপালাউগান্ডা সিলিং
৪৬।রুয়ান্ডা কিগালিরুয়ান্ডান ফ্রাঙ্ক
৪৭।বুরুন্ডিবুজুমবুরাবুরুন্ডি ফ্রাঙ্ক
৪৮।গ্যাবন লিব্রেভিল ফ্রাঙ্ক সিএফএ
৪৯।সাওটোমে এন্ড প্রিন্সিপি সাওটোমে দোবরা
৫০।এঙ্গোলারুয়ান্ডাখোয়াঞ্জা
৫১।নামিবিয়া উইন্ডহোকনামিবিয়ান ডলার
৫২।দক্ষিণ আফ্রিকা কেপটাউনরান্ড
৫৩।বোতসোয়ানাগ্যাবরনপুলা
৫৪।লেসোথো মাসেরোলর
৫৫।কারাজোসকারাগাডোস
৫৬।পশ্চিম সাহারাআল আইয়ুন মরক্কীয় দিরহাম



এক নজরে দেখে নিন উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।যুক্তরাষ্ট্রওয়াশিংটন ডিসিডলার
২।কানাডাঅটোয়াডলার
৩।মেক্সিকোমেক্সিকো সিটি নিউ পেসো
৪।এল সালভাদরসান সালভাদরকোলেন
৫।কোস্টারিকাসানজোসেকোলেন
৬।গুয়েতেমালাগুয়েতেমালা সিটিকুয়েটজাল
৭।নিকারাগুয়ামানাগুয়াকরডোবা
৮।পানামাপানামা সিটিবালবোয়া
৯।হন্ডুরাসতেগুচিগালপালেম্পিরা
১০।এন্টিগুয়া ও বারমুডাসেন্ট জোনস ডলার
১১।কিউবাহাভানাপেসো
১২।গ্রানাডাসেন্ট জর্জেসডলার
১৩।জ্যামাইকাকিংসটনডলার
১৪।ডোমিনিকারোসিয়াউডলার
১৫।ডোমিনিকান রিপাবলিকসেন্ট ডোমিনিগোপেসো
১৬।ত্রিনিদাদ ও টোবাগোপোর্ট অব স্পেনডলার
১৭।বারবাডোজব্রিজটাউনডলার
১৮।বাহামা দ্বীপপুঞ্জনাসাউডলার
১৯।বেলিজবেলমোপানডলার
২০।সেন্টকিটসবাসটেরেডলার
২১।সেন্ট ভিনসেন্টকিংসটাউনডলার
২২।সেন্ট লুসিয়াকাস্ট্রিডলার
২৩।হাইতিপোর্ট অব প্রিন্সগুর্দে
২৪। অ্যাঙ্গুইলাদ্যা ভ্যালি ডলার
২৫। কেউম্যান দ্বীপপুঞ্জজর্জটাউনকিড
২৬। পোয়েটরিকোসানজুয়ানডলার
২৭। বারমুডাহ্যামিলটনডলার



এক নজরে দেখে নিন দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।আর্জেন্টিনাবুয়েন্স আয়ার্সপেসো
২।ইকুয়েডরকুইটোসুক্রা
৩।উরুগুয়েমন্টিভিডিওপেসো
৪।কলম্বিয়াবগোটাপেসো
৫।গায়ানাজর্জটাউনডলার
৬।চিলিসান্টিয়াগোপেসো
৭।প্যারাগুয়েআসুনসিওনওয়ারনি
৮।বলিভিয়ালাপাজবলিভিয়ানো
৯।ব্রাজিলব্রাসিলিয়ারিয়েল
১০।ভেনিজুয়েলাকারাকাসবলিভার
১১।সুরিনামপারামারিবোগিল্ডার
১২।পেরুলিমাইন্টি
 ১৩। ফ্রেঞ্চগায়ানাকেনিইউরো



এক নজরে দেখে নিন ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।অস্ট্রেলিয়াক্যানবেরাডলার
২।নিউজিল্যান্ডওয়েলিংটনডলার
৩।ফিজিসুভাডলার
৪।টোঙ্গোনুকুয়ালোফাফ্রাঙ্ক
৫।পাপুয়া নিউগিনিপোর্ট মোসাবিকিনা
৬।পশ্চিম সামোয়াআপিয়াতালা
৭।নাউরু প্রজাতন্ত্রইয়েরেনডলার
৮।মার্শাল দ্বীপপুঞ্জ মাজুরোমার্কিন ডলার
৯।ট্রুভ্যালুফুনাফুটিডলার
১০।মাইক্রোনেশিয়া পালিকিরমার্কিন ডলার
১১।সলোমন দ্বীপপুঞ্জহোনিয়ারাডলার
১২।পালাউ নেগারুলমার্ডমার্কিন ডলার
১৩।ফ্রেঞ্চ পলিনেশিয়াপাপেট্রিসিএফএ ফ্রাঙ্ক
১৪।ভানুয়াতুভিলাভাটু
১৫।কিরিবাতিতারাওয়াডলার

বন্ধুরা, আপনাদের কাছে কোন সঠিক তথ্য থাকলে তা আমাদের  জানাতে ভূলবেন না। সঠিক হলে তা অবশ্যই পোস্টের সাথে অন্তর্ভূক্ত করা হবে। তাহলে আজ আর নয়। অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা হবে।ভালো লাগলে পোস্ট শেয়ার করবেন।

বিভিন্ন চাকরী পরীক্ষায় আগত বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তিসমূহ ।

speeches of famous person

সাধারণ জ্ঞান পর্ব-৪। বিভিন্ন চাকরী পরীক্ষায় আগত বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তিসমূহ ।


বিশ্ব সভ্যতা একদিনে গড়ে উঠেনি। সভ্যতা গড়ে উঠতে লেগেছে অনেক সময়, অনেক ত্যাগ-তিতীক্ষা। আর এই সভ্যতা আজকের স্তরে পৌছাতে অনেক মনীষীরা রেখেছেন অনেক অবদান। এসব বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি যা বিভিন্ন চাকরী পরীক্ষায় এসেছে- তা নিচে দেয়া হলো।


১। “মানুষ সামাজিক জীব” উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
২। “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়” - উক্তিটি কার?
উত্তরঃ- রুশোর
৩। “নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে”- উক্তিটি কার?
উত্তরঃ- গ্রেসামের
৪। “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন”-উক্তিটি কার?
উত্তরঃ-এডলাফ হিটলারের
৫। “অসম্ভব শব্দটি  বোকাদের অভিধানেই পাওয়া যায়”- উক্তিটি কার?
উত্তরঃ- নেপোলিয়ানের
৬। “Impossible is a word to be found in a fool's dictionary" -উক্তিটি কার?
উত্তরঃ- নেপোলিয়ানের
৭। “মানুষ স্বভাবতই স্বার্থপর এবং আত্নকেন্দ্রিক” -উক্তিটি কার?
উত্তরঃ- হবসের
৮। “আইন রাষ্ট্রের ঊর্ধ্বে”-উক্তিটি কার?
উত্তরঃ- লাস্কির
৯।“জনমত আইনের অন্যতম উৎস”-উক্তিটি কার?
উত্তরঃ-ওয়াল্ডহেমের
১০।“তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব”-উক্তিটি কার?
উত্তরঃ- বিখ্যাত বীর নেপোলিয়ানের



১১।”রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত ফল”-উক্তিটি কার?
উত্তরঃ-এরিস্টটলের
১২।“আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি”-উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
১৩। “Give me blood and I promise you freedom."-উক্তিটি কার?
উত্তরঃ- নেতাজি সুভাসচন্দ্র বসুর
১৪।“সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়”-উক্তিটি কার?
উত্তরঃ- লেলিনের
১৫। “গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা”-উক্তিটি কার?
উত্তরঃ-লর্ড ব্রাইসের
১৬। “সার্বজনীন ভোটাধিকারের জন্য সার্বজনীন শিক্ষার প্রয়োজন”-উক্তিটি কার?
উত্তরঃ- জন মিলের
১৭।“যে ব্যক্তি সমাজে বাস করেনা সে হয় দেবতা না হয় পশু”-উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
১৮। “জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী”-উক্তিটি কার?
উত্তরঃ-রুশোর
১৯। “মানব সমাজের ইতিহাস মূলত শেণি সংগ্রামের ইতিহাস”-উক্তিটি কার?
উত্তরঃ- কার্ল মার্কসের
২০।“কাপুরুষেরা মরার আগে বহুবার মরে, সাহসীরা একবারই মৃত্যুবরণ করে”-উক্তিটি কার?
উত্তরঃ- শেকসপীয়ার



২১।“Democracy is a government of the people, by the people and for the people"-উক্তিটি কার?
উত্তরঃ- আব্রাহাম লিংকনের
২২। “সততাই সর্বোৎকৃষ্ট পন্থা”-উক্তিটি কার?
উত্তরঃ-বেঞ্জামিন ফ্রাংকলিনের
২৩। “সমাজ বিজ্ঞান একটি নিরপেক্ষ বিজ্ঞান”-উক্তিটি কার?
উত্তরঃ- ম্যাক্স ওয়েবারের
২৪। “শাসক যদি হয় ন্যয়বান তবে আইন অনাবশ্যক, আর শাসক যদি হয় দুর্নীতিপরায়ন তবে আইন নিরর্থক”-উক্তিটি কার?
উত্তরঃ-প্লেটোর
২৫। “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই”-উক্তিটি কার?
উত্তরঃ-জন লকের
২৬।“আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও”-উক্তিটি কার?
উত্তরঃ-প্যাটরিক হেনরীর
২৭।“সমাজ হচ্ছে সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা”-উক্তিটি কার?
উত্তরঃ- ম্যাকাইভারের
২৮। “আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি”-উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
২৯। “এবারের সংগ্রাম  আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ”-উক্তিটি কার?
উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৩০।“ক্ষমতা মানুষকে নীতিগ্রস্ত করে কিন্তু চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে”-উক্তিটি কার?
উত্তরঃ-বার্নাড রাসেলের



৩১। “নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়”-উক্তিটি কার?
উত্তরঃ-উইলোবীর
৩২।অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র পাওয়া সম্ভব নয়”-উক্তিটি কার?
উত্তরঃ-লাস্কির
৩৩।“A country is poor because it is poor"-উক্তিটি কার?
অধ্যাপক নার্কসের
৩৪।“অর্থ হচ্ছে পুঁজিবাদের হাতে শ্রমিক শোষণের একটি হাতিয়ার”-উক্তিটি কার?
উত্তরঃ- কাল মার্কসের
৩৫। “মুনাফা হচ্ছে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার”-উক্তিটি কার?
উত্তরঃ-অধ্যাপক মার্শালের
৩৬। “উত্থান,উন্নতি ও অবনতি সমাজ পরিবর্তনের ধারা”-উক্তিটি কার?
উত্তরঃ- ম্যাক্স ওয়েবারের
৩৭। গণতন্ত্র উত্তম শাসন ব্যবস্থার শিক্ষাদান করে”-উক্তিটি কার?
উত্তরঃ-গেটেলের
৩৮।“আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী”-উক্তিটি কার?
উত্তরঃ- হারবার্ট স্পেনসারের
৩৯। “জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে”-উক্তিটি কার?
উত্তরঃ- থমাস ম্যালথাসের
৪০। “সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক”-উক্তিটি কার?
উত্তরঃ-দার্শনিক কান্টের
৪১। “Justice delayed is Justice denied"-উক্তিটি কার?
উত্তরঃ- গোল্ড স্টোনের
৪২। “রাষ্ট্র সৃষ্টি হয়নি গড়ে উঠেছে”-উক্তিটি কার?
উত্তরঃ- গার্নারের