Jan 30, 2020

ওয়ার্ডপ্রেস টিউটরিয়াল পর্ব-০৫। কিভাবে ওয়েব সাইটের হোম টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড বসাবেন?

বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস একটি চমৎকার এবং শ্রেষ্ট CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম।  যারা তাদের ব্লগ বা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ডেভেলপ করেছেন তারা অনেক সুবিধা ভোগ করে থাকেন। ওয়ার্ডপ্রেস এর বহু প্লাগইন রয়েছে যা চাইলেই ফ্রিতে ব্যবহার করা যায়।চাইলে কোন প্লাগইন আবার প্রিমিয়াম হিসেবে নিতে পারেন। তবে অধিকাংশই ফ্রিতে ব্যবহার করে থাকে

featured image



এরকম হাজারো প্লাগইনের মধ্যে আমার দেখা শ্রেষ্ট প্লাগ ইন হচ্ছে All In One SEO Pack এটি আপনার ওয়েব সাইটের এসইও এর বস প্লাগইন। আপনার ওয়েব  সাইটের ইন্টারনাল এসইও এর যাবতীয় কাজ এই All In One SEO Pack এর মাধ্যমে করতে পারবেন খুব সহজেই। গতপর্বে আমরা দেখেছি কিভাবে All In One SEO Pack ইনস্টল করতে হয় এবং সাথে সাথে জেনেছি কিভাবে একটি পোস্ট এসইও এর উপযোগী করার জন্য সেই পোস্টের মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড সেট করতে হয়


আজ আমরা জানবো, কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের হোমপেজ বা মূলপাতার জন্য হোম টাইটেল, হোম ডিসক্রিপশন এবং হোম কিওয়ার্ড বসাবেন? আপনি যখন কোন ওয়েবসাইট সার্চ করেন তখন দেখবেন সেই ওয়েব সাইটের একটি টাইটেল এবং একটি ডিসক্রিপশন বা বর্ণনা


image of peakplace search


আমি গুগলে যেয়ে আমার এই  ওয়েবসাইটটি www.thepeakplace.com লিখে সার্চ দিলে প্রথমে যে রেজাল্টটি আসলো তা উপরের স্ক্রিণশর্ট দেখতে পাচ্ছেন। আমার ওয়েব সাইটের টাইটেল The Peak Place এবং এর সাথে Bangla Technology Center দেখতে পাচ্ছেন। আসলে আপনার ওয়েবসাইটের নাম এবং এর সাথে আপনার ওয়েবসাইটটি যে বিষয়ের উপর হবে তা পরবর্তী অংশে সেট করতে হয়। তাই আমার ওয়েবসাইটির নাম The Peak Place এবং এটি একটি টেকনোলজি ভিত্তিক ওয়েবসাইট। তাই আমি সেট করেছি The Peak Place ! Bangla Technology Center আপনি আপনার মত করে সেট করবেন। এর পরে দেখুন বাংলায় একটি বর্ণনা দেওয়া আছে। এটাকে বলে হোম ডিসক্রিপশন বা মূলপাতার বর্ণনা। আপনার ওয়েবসাইটের বিষয়ের উপরে ভিত্তি করে একটি বর্ণনা লিখুন। সেটা বাংলায় লিখতে পারেন আবার চাইলে ইংরেজিতে লিখতে পারেন


এতক্ষণ বিস্তারিত জানলেন, এবার আসুন কিভাবে প্রাকটিকালি বা বাস্তবে তা প্রয়োগ করবেন। প্রথমে লগইন করে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে দেখুন All In One SEO লেখা আছে। যেটি গর্তপর্বে আমরা ইনস্টল করেছিলাম। এখন All In One SEO তে ক্লিক করে General Settings যান
Set Protocol For Canonical URLs: এর ঘরে HTTP তে টিক চিহ্ন দিন। এটি আপনার ওয়েব সাইটের প্রটোকল সেট হয়ে যাবে



seo pack general setting



এখন একটু নিচে দেখুন Home Page Settings আছে। এখানে Home Title এর ঘরে আপনার ওয়েব সাইটের হোম পেজের টাইটেল দিন। এটি ৬০ ক্যারেকটারের মধ্যে হতে হবে
Home Page Description এর ঘরে আপনার ওয়েব সাইটের সংক্ষিপ্ত বিবরণ লিখুন। Home Page Description  টি ১৬০ ক্যারেকটারের মধ্যে হতে হবে। Home Keyword এর ঘরে আপনার ওয়েব সাইটের জন্য কী কী কিওয়ার্ড দিতে চান তা কমার মাধ্যমে প্রত্যেকটি আলাদা আলাদা করে লিখুন। সবশেষে Update Options  ক্লিক করলে আপনার হোম পেজের টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড সেট করা হয়ে গেলো। বাস আপনার টেনশন শেষে হয়ে গেলে



এখন General Settings এর আরো কিছু কাজ বাকী আছে। যেগুলো আপনার এই পোস্টের সাথে কোন সম্পর্ক নেই কিন্তু  General Settings এর মধ্যেই পড়ে তাই সেইগুলো জানা খুবই জরুরী। চলুন বাকী কাজগুলো জেনে নেই। Title Settings এর ঘরে Rewrite Title  Enabled টিক চিহ্ন দিন। তাতে আপনি
আপনার টাইটেল যে কোন সময় পরিবর্তন করতে পারবেন


image of custom post setting


এখন Custom Post Type Setting এর  যেখানে টিক চিহ্ন দেওয়া আপনিও সেভাবে দিতে পারেন। শুধু পোস্টে টিক চিহ্ন দিলে আপনার পোস্টগুলো ইনডেক্স হবে। এটাই সবচেয়ে ভালো উপায় নতুবা আপনি পোস্ট পেজ, মিডিয়াকনটাক্ট ফর্ম এগুলো সব টিক দিলে দেখবেন আপনি পোস্ট করেছেন হয়তো দশটা কিন্তু দেখা যাচ্ছে ২০০ পেজ ইনডেক্স হয়েছে

এরপর ইউজ কি ওয়ার্ড এর ইনএবলড টিক চিহ্ন দিন। আর তেমন কোন চেঞ্জ করার দরকার নেই। শেষে Update Options ক্লিক করলে আপনার জেনারেল সেটিংসের কাজ শেষ যাবে

No comments:

Post a Comment