বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস একটি চমৎকার এবং শ্রেষ্ট CMS বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যারা তাদের ব্লগ বা ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ডেভেলপ করেছেন তারা অনেক সুবিধা ভোগ করে থাকেন। ওয়ার্ডপ্রেস এর বহু প্লাগইন রয়েছে যা চাইলেই ফ্রিতে ব্যবহার করা যায়।চাইলে কোন প্লাগইন আবার প্রিমিয়াম হিসেবে নিতে পারেন। তবে অধিকাংশই ফ্রিতে ব্যবহার করে থাকে।
এরকম হাজারো প্লাগইনের মধ্যে আমার দেখা শ্রেষ্ট প্লাগ ইন হচ্ছে All In One SEO Pack । এটি আপনার ওয়েব সাইটের এসইও এর বস প্লাগইন। আপনার ওয়েব সাইটের ইন্টারনাল এসইও এর যাবতীয় কাজ এই All In One SEO Pack এর মাধ্যমে করতে পারবেন খুব সহজেই।
কিভাবে ইনস্টল করবেন? প্রথমে আপনাও ওয়েবসাইটে লগইন করুণ। এবার ড্যাশবোর্ডের বাম পাশে Appearance এর নিচে Plugins অপশন আছে। এখন Plugins থেকে Add New তে ক্লিক করুণ। পরবর্তী একটা পেজে দেখবেন সার্চ বক্স আছে। সেখানে All In One SEO লিখে সার্চ করুণ। উপরের ছবির মত একটি প্লাগ ইন দেখতে পাবেন। এই প্লাগইনটি তৈরি করেছেন বা ডেভেলপ করেছেন মাইকেল টরবার্ট। ধন্যবাদ জানাই মাইকেল টরবার্টকে যিনি আমাদের জন্য ফ্রিতে এমন একটি প্লাগইন ব্যবহার করার সুযোগ দিয়েছেন। এটিই আমাদের সেই প্রত্যাশিত All In One SEO Pack । এটিই আমাদের এখন ইনস্টল করতে হবে।
এই All In One SEO Pack এর ডান পাশে দেখবেন Install Now লেখা আছে। ছবিতে দেখছেন Installed লেখা, কারণ আমি আগেই এই প্লাগ ইনটি ইনস্টল করেছি এই জন্য।এখন আপনি Install Now তে ক্লিক করুণ। সফলভাবে ইনস্টল হয়ে গেলে আপনাকে Activate Plugin অথবা Activate Now এরকম একটি কথা থাকবে । আপনি Activate Plugin অথবা Activate Now এতে ক্লিক করুণ। বাস আপনার All In One SEO Pack ইনস্টল হয়ে গেলো।
All In One SEO Pack এর বহু সুবিধা রয়েছে। এর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইট বা ব্লগের হোম পেজের টাইটেল দিতে পারবেন। মেটা ডিসক্রিপশন বা মেটা বর্ণনা দিতে পারবেন। আপনার হোম পেজের কিওয়ার্ড কী কী হতে পারে তাও সেট করতে পারবেন। কিভাবে একটি এসইও উপযোগী পোস্ট করতে হয় তাও করতে পারবেন। কিভাবে একটি পোস্টের মেটা টাইটেল দিতে হয়, মেটা ডিসক্রিপশন লিখতে হয় এবং কোথায় কিওয়ার্ড গুলো বসাতে হয় যা লিখে ভিজিটর সার্চ করতে আপনার পোস্টটি সার্চ রেজাল্টে আসে তাও সেট করতে পারবেন।
উপরের ছবিতে যা দেখতে পাচ্ছেন তা হলো এই All In One SEO Pack এর মাধ্যমে একটি এসইও উপযোগী পোস্টের মেটা টাইটেল যা আপনাকে ৬০ ক্যারেকটারের মধ্যে লিখতে হবে। ডিসক্রিপশন এর ঘরে ১৬০ ক্যারেকটারের মধ্যে এই পোস্টের মেটা ডিসক্রিপশন বা মেটা বর্ণনা লিখতে হবে। কিওয়ার্ড এর ঘরে এই পোস্টের জন্য আপনি কোন কোন কিওয়ার্ড দিতে চান তা কমা দেওয়ার মাধ্যমে একটি থেকে আরেকটি সেপারেট বা পৃথক করে লিখতে হবে। এই সবগুলোই আপনি করতে পারবেন All In One SEO Pack এর মাধ্যমে। প্রত্যেক সার্চ ইঞ্জিন প্রত্যেকটি আলাদা আলাদা পোস্টের জন্য মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন এবং মেটা কিওয়ার্ড চায়। এটি আপনার পোস্টের ইন্টারনাল এসইও এর অধিকাংশ কাজ করে দিবে।
No comments:
Post a Comment