Jan 31, 2020

বিভিন্ন চাকরী পরীক্ষায় আগত বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তিসমূহ ।

speeches of famous person

সাধারণ জ্ঞান পর্ব-৪। বিভিন্ন চাকরী পরীক্ষায় আগত বিখ্যাত ব্যক্তিদের বিখ্যাত উক্তিসমূহ ।


বিশ্ব সভ্যতা একদিনে গড়ে উঠেনি। সভ্যতা গড়ে উঠতে লেগেছে অনেক সময়, অনেক ত্যাগ-তিতীক্ষা। আর এই সভ্যতা আজকের স্তরে পৌছাতে অনেক মনীষীরা রেখেছেন অনেক অবদান। এসব বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি যা বিভিন্ন চাকরী পরীক্ষায় এসেছে- তা নিচে দেয়া হলো।


১। “মানুষ সামাজিক জীব” উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
২। “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়” - উক্তিটি কার?
উত্তরঃ- রুশোর
৩। “নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার হতে বিতাড়িত করে”- উক্তিটি কার?
উত্তরঃ- গ্রেসামের
৪। “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন”-উক্তিটি কার?
উত্তরঃ-এডলাফ হিটলারের
৫। “অসম্ভব শব্দটি  বোকাদের অভিধানেই পাওয়া যায়”- উক্তিটি কার?
উত্তরঃ- নেপোলিয়ানের
৬। “Impossible is a word to be found in a fool's dictionary" -উক্তিটি কার?
উত্তরঃ- নেপোলিয়ানের
৭। “মানুষ স্বভাবতই স্বার্থপর এবং আত্নকেন্দ্রিক” -উক্তিটি কার?
উত্তরঃ- হবসের
৮। “আইন রাষ্ট্রের ঊর্ধ্বে”-উক্তিটি কার?
উত্তরঃ- লাস্কির
৯।“জনমত আইনের অন্যতম উৎস”-উক্তিটি কার?
উত্তরঃ-ওয়াল্ডহেমের
১০।“তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব”-উক্তিটি কার?
উত্তরঃ- বিখ্যাত বীর নেপোলিয়ানের



১১।”রাষ্ট্র হলো পরিবারের সম্প্রসারিত ফল”-উক্তিটি কার?
উত্তরঃ-এরিস্টটলের
১২।“আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি”-উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
১৩। “Give me blood and I promise you freedom."-উক্তিটি কার?
উত্তরঃ- নেতাজি সুভাসচন্দ্র বসুর
১৪।“সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বশেষ পর্যায়”-উক্তিটি কার?
উত্তরঃ- লেলিনের
১৫। “গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা”-উক্তিটি কার?
উত্তরঃ-লর্ড ব্রাইসের
১৬। “সার্বজনীন ভোটাধিকারের জন্য সার্বজনীন শিক্ষার প্রয়োজন”-উক্তিটি কার?
উত্তরঃ- জন মিলের
১৭।“যে ব্যক্তি সমাজে বাস করেনা সে হয় দেবতা না হয় পশু”-উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
১৮। “জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী”-উক্তিটি কার?
উত্তরঃ-রুশোর
১৯। “মানব সমাজের ইতিহাস মূলত শেণি সংগ্রামের ইতিহাস”-উক্তিটি কার?
উত্তরঃ- কার্ল মার্কসের
২০।“কাপুরুষেরা মরার আগে বহুবার মরে, সাহসীরা একবারই মৃত্যুবরণ করে”-উক্তিটি কার?
উত্তরঃ- শেকসপীয়ার



২১।“Democracy is a government of the people, by the people and for the people"-উক্তিটি কার?
উত্তরঃ- আব্রাহাম লিংকনের
২২। “সততাই সর্বোৎকৃষ্ট পন্থা”-উক্তিটি কার?
উত্তরঃ-বেঞ্জামিন ফ্রাংকলিনের
২৩। “সমাজ বিজ্ঞান একটি নিরপেক্ষ বিজ্ঞান”-উক্তিটি কার?
উত্তরঃ- ম্যাক্স ওয়েবারের
২৪। “শাসক যদি হয় ন্যয়বান তবে আইন অনাবশ্যক, আর শাসক যদি হয় দুর্নীতিপরায়ন তবে আইন নিরর্থক”-উক্তিটি কার?
উত্তরঃ-প্লেটোর
২৫। “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই”-উক্তিটি কার?
উত্তরঃ-জন লকের
২৬।“আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও”-উক্তিটি কার?
উত্তরঃ-প্যাটরিক হেনরীর
২৭।“সমাজ হচ্ছে সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা”-উক্তিটি কার?
উত্তরঃ- ম্যাকাইভারের
২৮। “আইন হচ্ছে পক্ষপাতহীন যুক্তি”-উক্তিটি কার?
উত্তরঃ- এরিস্টটলের
২৯। “এবারের সংগ্রাম  আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ”-উক্তিটি কার?
উত্তরঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
৩০।“ক্ষমতা মানুষকে নীতিগ্রস্ত করে কিন্তু চরম ক্ষমতা মানুষকে চরমভাবে দুর্নীতিগ্রস্ত করে”-উক্তিটি কার?
উত্তরঃ-বার্নাড রাসেলের



৩১। “নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়”-উক্তিটি কার?
উত্তরঃ-উইলোবীর
৩২।অর্থনৈতিক গণতন্ত্র ছাড়া রাজনৈতিক গণতন্ত্র পাওয়া সম্ভব নয়”-উক্তিটি কার?
উত্তরঃ-লাস্কির
৩৩।“A country is poor because it is poor"-উক্তিটি কার?
অধ্যাপক নার্কসের
৩৪।“অর্থ হচ্ছে পুঁজিবাদের হাতে শ্রমিক শোষণের একটি হাতিয়ার”-উক্তিটি কার?
উত্তরঃ- কাল মার্কসের
৩৫। “মুনাফা হচ্ছে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের পুরস্কার”-উক্তিটি কার?
উত্তরঃ-অধ্যাপক মার্শালের
৩৬। “উত্থান,উন্নতি ও অবনতি সমাজ পরিবর্তনের ধারা”-উক্তিটি কার?
উত্তরঃ- ম্যাক্স ওয়েবারের
৩৭। গণতন্ত্র উত্তম শাসন ব্যবস্থার শিক্ষাদান করে”-উক্তিটি কার?
উত্তরঃ-গেটেলের
৩৮।“আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী”-উক্তিটি কার?
উত্তরঃ- হারবার্ট স্পেনসারের
৩৯। “জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে”-উক্তিটি কার?
উত্তরঃ- থমাস ম্যালথাসের
৪০। “সংস্কৃতি হলো মানুষের ভেতরের দিক”-উক্তিটি কার?
উত্তরঃ-দার্শনিক কান্টের
৪১। “Justice delayed is Justice denied"-উক্তিটি কার?
উত্তরঃ- গোল্ড স্টোনের
৪২। “রাষ্ট্র সৃষ্টি হয়নি গড়ে উঠেছে”-উক্তিটি কার?
উত্তরঃ- গার্নারের

No comments:

Post a Comment