Jan 29, 2020

বাংলা সাহিত্যের মহাকাব্যগুলোর নাম ও রচয়িতা।

মহাকাব্য যে কোন সাহিত্যের একটি অনবদ্য সৃষ্টি। আর এই মহাকাব্য ঐ ভাষারই একটি অলংকার।আমাদের মাতৃভাষা বাংলাও পিছিয়ে নেই মহাকাব্যের দিক থেকে।


মহাকাব্য কি?
পাশ্চাত্য আদর্শানুসারে মহাকাব্য হচ্ছে বীরত্বব্যঞ্জক কাহিনী। মহৎ জীবন কাহিনী অবলম্বন করে বিস্তৃত আকারে গুরুগম্ভীর ভাবকল্পনা ও ঐশ্বর্যময় শব্দভান্ডারে সজ্জিত করে যে কাব্য রচনা লেখা হয় তাকে মহাকাব্য বলে। মহাকাব্য একটি বস্তুনিষ্ঠ কবিতা।


বাংলা সাহিত্যের মহাকাব্য রচয়িতাগণ:

বাংলা সাহিত্যের মহাকাব্য এবং এর রচয়িতাদের নাম নিম্নে দেওয়া হলো।
১। মেঘনাদবধ কাব্য (১৮৬১) =   মাইকেল মধুসুদন দত্ত
২। মহাশ্মশান  (১৯০৫) = কায়কোবাদ
৩। স্পেন বিজয় কাব্য  (১৯১৪) = সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
৪। রৈবতক  (১৮৮৭) = নবীন চন্দ্র সেন
৫। কুরুক্ষেত্র  (১৮৯৩) = নবীন চন্দ্র সেন
৬।  প্রভাস  (১৮৯৬) = নবীন চন্দ্র সেন
৭। মহাভারত =বেদব্যস
৮। রামায়ন=বাল্মিকী
৯। বৃত্র সংহার= হেমচন্দ্র বন্দ্যোপধ্যায়
১০। কাসেমবধ কাব্য (১৯০৪) =মুহম্মদ হামিদ আলি
১১। পৃথ্বীরাজ (১৯১৫)=যোগীন্দ্রনাথ বসু
১২। শিবাজী (১৯২১) = যোগীন্দ্রনাথ বসু
১২। আনন্দ চন্দ্র মিত্র= হেলেনা কাব্য



পৃথিবীতে প্রধান সাহিত্যিক মহাকাব্য বা জাত মহাকাব্য ৪ টি?

১। বাল্মীকির রামায়ন
২। বেদব্যাস বা ব্যাসদেব এর মহাভারত
৩. হোমারের ইলিয়াড
৪. হোমারের ওডেসি



মহাকাব্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

১। বাংলা সাহিত্যে ত্রয়ী মহাকাব্য কী?
উত্তরঃ- নবীন চন্দ্র সেনের রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস-এই তিন মহাকাব্যকে একত্রে ত্রয়ী মহাকাব্য বলে।
২। বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?
উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য।
৩। মেঘনাদবধ কাব্যের কাহিনীর উৎস কোনটি?
উত্তরঃ- রামায়ণ
৪। মেঘনাদবধ কাব্য কোন ছন্দে রচিত?
উত্তরঃ- অমিত্রাক্ষর ছন্দে
৫। শাহনামা মহাকাব্য কোন ভাষায় রচিত?
উত্তরঃ- ফারসি ভাষায়
৬। শাহনামা মহাকাব্য বাংলা ভাষায় কে অনুবাদ করেন?
উত্তরঃ- মোজাম্মেল হক
৭। মহাশ্মশান নামক মহাকাব্যটির কাহিনী কোথা থেকে নেয়া?
উত্তরঃ- পানিপথের তৃতীয় যুদ্ধ
৮। মহাকাব্য কয় প্রকার?
উত্তরঃ- ২ প্রকার। জাত মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্য
৯। শাহানামা কোথাকার মহাকাব্য?
উত্তরঃ পারস্য
১০। ’প্যারাডাইস লস্ট’ মহাকাব্যের রচয়িতা কে?
উত্তরঃ- জন মিল্টন
১১। মেঘনাদবধ কাব্যে সর্গ সংখ্যা কতটি?
উত্তরঃ- ৯টি
১২। কোন মহিলা প্রথম রামায়ণে রচনা করেন?
উত্তরঃ- চন্দ্রাবতী
১৩। বিভীষণের স্ত্রীর নাম কি?
উত্তরঃ- সরমা
১৪। মহাভারতের রচয়িতা কে?
উত্তরঃ- ব্যাসদেব বা বেদব্যাস
১৫। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে?
উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত
১৬। শাহনামা কার রচনা?
উত্তরঃ- মহাকবি ফেরদৌসী

পোস্টটি সম্পর্কে কোন মতামত থাকলে তা জানাতে ভূলবেন না। মতামত জানাতে হলে নিচে কমেন্ট করুন।

No comments:

Post a Comment