
Voice কাকে বলে?
ক্রিয়া প্রকাশের ধরণকেই Voice বা বাচ্য বলে। অর্থাৎ ক্রিয়ার প্রকাশভঙ্গিই বলে দেয় যে কাজটি কর্তা নিজে করছেন, ন কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে।Voice কত প্রকার ও কী কী?
Voice বা বাচ্য ৩ প্রকার।১।Active Voice (কর্তৃবাচ্য): কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন সেটা Active Voice (কর্তৃবাচ্য) । কারণ তখন Subject বা কর্তা নিজেই Active থাকে। I do the work. আমি কাজটি করি। এখানে Subject বা কর্তা হচ্ছে I .Verb বা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন সেটা Subject বা কর্তা।
২। Passive Voice (কর্ম বাচ্য) : কর্তার দ্বারা যখন কোন কাজ সম্পন্ন হয় তখন সেটা Passive Voice বা কর্মবাচ্য বলে। এখানে কর্তার চেয়ে কাজের গুরুত্ব বেশি পায়। The work is done by me. Verb বা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেল তাকে Object বা কর্ম বলে।
৩। Quasi-Passive Voice (কর্মকর্তৃবাচ্য): কর্মকর্তৃবাচ্য গঠনরীতিতে Active কিন্তু অর্থের দিক থেকে Passive. যেমন- Honey is sweet when it is tasted.
Active Voice থেকে Passive Voice করার কিছু নিয়ম:
১। Object টা Subject হবে।
২। Subject টা Object হবে।
৩। To be verb ( am, is are, was, were, shall be, will be, have, has, had, be) বসবে।
৪। Main verb এর Past Participle Form হবে।
৫। Subject টা যখন Object হবে তখন তার আগে by বসাতে হবে।
৬। Active Voice এ যদি কোন verb এর যদি ২ টি Object থাকে, তখন Passive Voice এ একটি Object কে Subject বানিয়ে অন্যটাকে Object হিসেবে রাখতে হয়।
Tense এর যে Structure বা গঠণপ্রণালী ছিলো সেটাকে Active Voice এর Structure বলতে পারি। যেমনঃ
Indefinite Group
Active Vocice = Subject+Verb এর Present Form ( Verb+s/es)+ Object/ Extension
I do the work.
Passive Voice = Ob টা sub+ am/is/are+ V.P.P+by+ Sub টা Ob
The work is done by me.
(Ob=Object, Sub= Subject, VPP= Verb Past Participle Form. মনে রাখতে হবে যদি বাক্যে সাবজেক্ট না হয় তাহলে by বসেনা)
Past Indefinite:
Active Voice= Subject+Verb Past Form+Object/Extensions
I did the work.
Passive Voice= Ob টা sub+ was/were+vpp+by+Sub টা Ob
The work was done by me.
Future Indefinite Tense:
Active Voice= Subject+Shall/will+Verb Present Form+ Object / Extension
I shall do the work.
Passive Voice= Ob টা sub+ shall be/ will be+vpp+by+Sub টা Ob
The work shall be done by me.
এখানেও তিনটার গঠণপ্রণালী একই। শুধু সাহায্যকারী ক্রিয়ার একটু পার্থক্য হয়েছে।
2. Continuous Tense Group
Present Continuous Tense:Active Voice Structure: Subject+am/is/are+Verb এর শেষে ing যোগ+ Object/ Extension
I am doing the work.
Passive Voice Structure: Ob টা sub+ am/is/are+being+vpp+by+Sub টা Ob
The work is being done by me.
Past Continuous Tense:
Active Voice Structure: Subject+was/were+Verb এর শেষে ing যোগ+ Object/ Extension
I was doing the work.
Passive Voice Structure: Ob টা sub+ was/were+being+vpp+by+Sub টা Ob
The work was being done by me.
Future Continuous Tense:
Active Voice Structure: Subject+shall be/will be+Verb এর শেষে ing যোগ+ Object/ Extension
I was doing the work.
Passive Voice Structure: Ob টা sub+ shall be/will be+being+vpp+by+Sub টা Ob
The work shall be being done by me.
3. Perfect Tense Group
Present Perfect Tense:
Active Voice Structure: Subject+have/ has+Verb এর Past Participle + Object/ ExtensionI have done the work.
Passive Voice Structure: Ob টা sub+ have/has+been+vpp+by+Sub টা Ob
The work has been done by me.
Past Perfect Tense:
Active Voice Structure: Subject+had+Verb এর Past Participle + Object/ ExtensionI had done the work before he came.
Passive Voice Structure: Ob টা sub+ had+been+vpp+by+Sub টা Ob
The work had been done by me before he came.
Future Perfect Tense:
Active Voice Structure: Subject+shall have/ will have+Verb এর Past Participle + Object/ ExtensionI shall have done the work before he comes.
Passive Voice Structure: Ob টা sub+ shall have/will have+been+vpp+by+Sub টা Ob
The work shall have been done by me before he comes.
4. Perfect Continuous Tense Group
Present Perfect Continuous Tense:
Active Voice Structure: Subject+ have been/ has been + Verb শেষে এর ing +Object/Extensions
I have been doing the work since morning.
Passive Voice Structure: Ob টা sub+ have been/ has been + being+vpp+by+Sub টা Ob
The work has been being done by me since morning.
Past Perfect Continuous Tense:
Active Voice Structure: Subject+ had been + Verb শেষে এর ing +Object/Extensions
I had been doing the work before he came.
Passive Voice Structure: Ob টা sub+ had been + being+vpp+by+Sub টা Ob
The work had been being done by me before he came.
Future Perfect Continuous Tense:
Active Voice Structure: Subject+shall have/will have+been + Verb শেষে এর ing +Object/Extensions
I shall have been doing the work before he comes.
Passive Voice Structure: Ob টা sub+ shall have been/ will have been + being+vpp+by+Sub টা Ob
The work shall have been being done by me before he comes.
No comments:
Post a Comment