সাধারণ জ্ঞান পর্ব-৮। দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।
দক্ষিণ আমেরিকার কথা উঠলেই মনে পড়ে ফুটবলের কথা। ফুটবল আর দক্ষিণ আমেরিকা এখন যেন সমর্থক শব্দ। বিশ্ব অর্থনীতি, আমাজন বন ও নদী এবং প্রত্নতাত্তিক নিদর্শণে দক্ষিণ আমেরিকা মহাদেশের নাম চির স্মরনীয়।
এক নজরে দেখে নিন দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।
ক্রমিক | দেশের নাম | রাজধানী | মুদ্রা |
১। | আর্জেন্টিনা | বুয়েন্স আয়ার্স | পেসো |
২। | ইকুয়েডর | কুইটো | সুক্রা |
৩। | উরুগুয়ে | মন্টিভিডিও | পেসো |
৪। | কলম্বিয়া | বগোটা | পেসো |
৫। | গায়ানা | জর্জটাউন | ডলার |
৬। | চিলি | সান্টিয়াগো | পেসো |
৭। | প্যারাগুয়ে | আসুনসিওন | ওয়ারনি |
৮। | বলিভিয়া | লাপাজ | বলিভিয়ানো |
৯। | ব্রাজিল | ব্রাসিলিয়া | রিয়েল |
১০। | ভেনিজুয়েলা | কারাকাস | বলিভার |
১১। | সুরিনাম | পারামারিবো | গিল্ডার |
১২। | পেরু | লিমা | ইন্টি |
১৩। | ফ্রেঞ্চগায়ানা | কেনি | ইউরো |
দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম রাজধানী এবং মুদ্রাসহ। এটির জন্য সাহায্য নেওয়া হয়েছে বিশ্বম্যাপের। কোন নতুন তথ্য থাকলে জানাতে ভূলবেন না।
No comments:
Post a Comment