Jan 31, 2020

দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

সাধারণ জ্ঞান পর্ব-৮। দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম, রাজধানী ও মুদ্রাসহ।

countries of south america

দক্ষিণ আমেরিকার কথা উঠলেই মনে পড়ে ফুটবলের কথা। ফুটবল আর দক্ষিণ আমেরিকা এখন যেন সমর্থক শব্দ। বিশ্ব অর্থনীতি, আমাজন বন ও নদী এবং প্রত্নতাত্তিক নিদর্শণে দক্ষিণ আমেরিকা মহাদেশের নাম চির স্মরনীয়।


এক নজরে দেখে নিন দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোর নাম , রাজধানী এবং মুদ্রার নাম সমূহ।

ক্রমিকদেশের নামরাজধানীমুদ্রা
১।আর্জেন্টিনাবুয়েন্স আয়ার্সপেসো
২।ইকুয়েডরকুইটোসুক্রা
৩।উরুগুয়েমন্টিভিডিওপেসো
৪।কলম্বিয়াবগোটাপেসো
৫।গায়ানাজর্জটাউনডলার
৬।চিলিসান্টিয়াগোপেসো
৭।প্যারাগুয়েআসুনসিওনওয়ারনি
৮।বলিভিয়ালাপাজবলিভিয়ানো
৯।ব্রাজিলব্রাসিলিয়ারিয়েল
১০।ভেনিজুয়েলাকারাকাসবলিভার
১১।সুরিনামপারামারিবোগিল্ডার
১২।পেরুলিমাইন্টি
 ১৩। ফ্রেঞ্চগায়ানাকেনিইউরো

দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাম রাজধানী এবং মুদ্রাসহ। এটির জন্য সাহায্য নেওয়া হয়েছে বিশ্বম্যাপের। কোন নতুন তথ্য থাকলে জানাতে ভূলবেন না।

No comments:

Post a Comment