Jan 31, 2020

যেসব দেশের নাম এবং রাজধানীর নাম একই।

সাধারণ জ্ঞান পর্ব-২।যেসব দেশের নাম এবং রাজধানীর নাম একই।

country and capital name are same


বিচিত্র আমাদের এই পৃথিবী। এই পৃথিবীতে দুই শতাধিক দেশ রয়েছে। কোন দেশ আয়তনে বড় আবার কোন দেশ আয়তনে ছোট। কোন দেশ জনসংখ্যায় বৃহত্তম আবার কোন দেশ জনসংখ্যায় ক্ষুদ্রতম। কোন দেশের আবহাওয়া গরম তো কোন দেশের আবহাওয়া শীতল। একনি নানান বৈচিত্রতায় ঘেরা এই ‍পৃথিবী। বৈচিত্রতার এক অনন্য উদাহরণ হচ্ছে-  বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যাদের নাম এবং রাজধানীর নাম একই। তাহলে আসুন জেনে নেই কোন কোন দেশের নাম এবং রাজধানীর নাম একই।



ক্রমিক নংদেশের নামরাজধানীমহাদেশ
১।পানামাপানামা সিটিউত্তর আমেরিকা
২।মেক্সিকোমেক্সিকো সিটিউত্তর আমেরিকা
৩।গুয়েতেমালাগুয়েতেমালা সিটিউত্তর আমেরিকা
৪।সান সালভাদরএল সালভাদরউত্তর আমেরিকা
৫।সিঙ্গাপুরসিঙ্গাপুর সিটিএশিয়া
৬।কুয়েতকুয়েত সিটিএশিয়া
৭।ভ্যাটিকান সিটিভ্যাটিকান সিটিইউরোপ
৮।মোনাকোমোনাকোইউরোপ
৯।সান মারিনোসান মারিনোইউরোপ
১০।অ্যান্ডোরাঅ্যান্ডোরা লাভিলাইউরোপ
১১।লুক্সেমবার্গলুক্সেমবার্গইউরোপ
১২।তিউনিশিয়াতিউনিশআফ্রিকা
১৩।আলজেরিয়াআলজিয়ার্সআফ্রিকা
১৪।সাওটোমে এন্ড প্রিন্সিপিসাওটোমেআফ্রিকা
১৫।কারাজোসকারাগাডোস আফ্রিকা
১৬।গিনি বিসাওবিসাওআফ্রিকা
১৭।জিবুতিজিবুতিআফ্রিকা


পোস্টটি আপনাদের বিভিন্ন চাকরীর প্রস্তুতি কিংবা ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় উপকারে আসতে পারে। তাই পোস্টটি মুখস্ত করে ফেলুন। ভালো লাগলে শেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
আপনাদের সংগ্রহে বা যদি এই সম্পর্কে কোন নতুন তথ্য থাকে তা জানালে সেটি যাচাই বাছাইয়ের পর পোস্টের সাথে যোগ করা হবে।

No comments:

Post a Comment