সাধারণ জ্ঞান পর্ব-১। AM এবং PM কি?
আমরা সাধারণত দৈনন্দিন জীবনে AM এবং PM ব্যবহার করি। সময়জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় ছাড়া কোন কাজই করা সম্ভব নয়। সেইজন্য আমরা দিন ও রাত মিলিয়ে ২৪ ঘন্টাকে দুই ভাগে ভাগ করে থাকি। যাকে বলি AM এবং PM কিন্তু এই AM এবং PM কি তা আমাদের অনেকেরই অজানা। সুতারং AM এবং PM সম্পর্কে আসুন একটু জেনে নেই।
AM
AM একটি Latin শব্দ। আর AM বলতে বুঝায় Ante Meridian.Ante অর্থ 'পূর্ব ' আর Meridian অর্থ midday বা 'দিনের মধ্য"।
সুতারং Ante Meridian অর্থ হচ্ছে মধ্যদিনের পূর্বভাগ। দিনের পূর্বভাগই হচ্ছে AM ।
আর ইংরেজিতে Before midday বা মধ্যদিনের পূর্বভাগ হচ্ছে before noon বা দুপুরের পূর্ব।
আর এই AM হিসাব করা হয় রাত ১২.০০ থেকে দুপুর ১১.৫৯ পর্যন্ত। এটার স্থায়ীত্বকাল হলো দৈনিক মাত্র ১২ ঘন্টা।
সংক্ষেপে দিনের প্রথম ১২ ঘন্টাই AM । আমরা বাংলাদেশীরা AM বলতে বুঝি রাত ১২ টার পর থেকে দুপুর ১২ টার আগপর্যন্ত বা ১১.৫৯ পর্যন্ত AM ।
উদাহরন: I go to school everyday at 9 AM.
আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই।
9 AM হচ্ছে 9 O’clock ।
PM
PM একটি Latin শব্দ। আর PM বলতে বুঝায় Post Meridian.Post অর্থ 'পর ' আর Meridian অর্থ midday বা 'দিনের মধ্য"।
সুতারং Post Meridian অর্থ হচ্ছে মধ্যদিনের পরবর্তী ভাগ। দিনের দ্বিতীয় বভাগই হচ্ছে PM ।
আর ইংরেজিতে After midday বা মধ্যদিনের পরবর্তী ভাগ হচ্ছে after noon বা দুপুরের পর।
আর এই PM হিসাব করা হয় দুপুর ১২.০০ থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। এটার স্থায়ীত্বকাল হলো দৈনিক মাত্র ১২ ঘন্টা।
সংক্ষেপে দিনের ২য় ১২ ঘন্টাই PM । আমরা বাংলাদেশীরা PM বলতে বুঝি দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার আগপর্যন্ত বা ১১.৫৯ পর্যন্ত PM ।
উদাহরন: Everyday my father returns home from office at 5 PM.
প্রতিদিন আমার বাবা অফিস থেকে বিকাল ৫ টায় বাসায় ফেরেন ।
পোস্টটিতে কোন ভুল থাকলে কমেন্ট করুন আর ভালো লাগলে শেয়ার করুন।
No comments:
Post a Comment