Jan 29, 2020

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম।

বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষাকে কবিতা, প্রবন্ধ, ছড়া এবং অন্যান্য লেখার মাধ্যমে বিশ্বের দরবারে অন্যতম শ্রেষ্ট ভাষায় পরিনত করার পেছনে তার অবদান অনস্বীকার্য। তিনিই একমাত্র বাঙালি কবি ‍যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আজ এই কবির জীবনে যে সব সাহিত্য রচনা আমরা পাই তার কয়েকটি নিয়ে আলোচনা করা হলো।

image of rabindranath's works



জন্মঃ ৭ মে ১৮৬১ বাংলা ২৫ শে বৈশাখ ১২৬৮।
মৃত্যুঃ ৭ই আগস্ট ১৯৪১ বাংলা ২২ শ্রাবণ ১৩৪৮



কাব্যগ্রন্থঃ

ক্রমিককাব্যগ্রন্থপ্রকাশের সময়কাল
১। বনফুল ১৮৮০
২। গীতাঞ্জলী ১৯১০
৩। সোনারতরী ১৮৯৪
৪। মানসী ১৮৯০
৫। চিত্রা ১৮৯৬
৬। ক্ষণিকা ১৯০০
৭। খেয়া ১৯০৬
৮। বলাকা ১৯১৬
৯। সন্ধ্যা সঙ্গীত ১৮৮২
১০। চৈতালী ১৮৯৬
১১।পূরবী ১৯২৫
১২। শ্যামলী ১৯৩৬
১৩। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১৮৭৭
১৪। প্রভাত সঙ্গীত ১৮৯১
১৫। উৎসর্গ ১৯১৪
১৬। মহুয়া ১৯২৯
১৭। পুনশ্চ ১৯৩২
১৮। গল্পসল্প ১৯৪১
১৯। শেষ লেখা ১৯৪১



উপন্যাসঃ-

ক্রমিকউপন্যাসপ্রকাশের সময়কাল
১।বৌঠাকুরাণীর হাট ১৮৮৩
২।চোখের বালি ১৯০৩
৩।রাজর্ষি ১৮৮৭
৪।নৌকাডুবি ১৯০৬
৫।গোরা ১৯১০
৬।চতুরঙ্গ ১৯১৬
৭।ঘরে বাইরে ১৯১৬
৮।শেষের কবিতা ১৯২৯
৯।দুই বোন ১৯৩৩
১০।যোগাযোগ ১৯২৯

নাটকঃ-

ক্রমিকনাটকপ্রকাশের সময়কাল
১।অচলায়তন ১৯১১
২।ডাকঘর ১৯১২
৩।রক্তকরবী ১৯২৬
৪।মুক্তধারা ১৯২২
৫।রাজা ১৯১০
৬।কালের যাত্রা ১৯৩২
৭।চিরকুমার সভা ১৯২৬
৮।রাজা ও রানী ১৮৮৯
৯।প্রায়শ্চিত্ত ১৯০৯
১০।তাসের দেশ ১৯৩৩


চিত্রনাট্যঃ-

ক্রমিকচিত্রনাট্যপ্রকাশের সময়কাল
১।চিত্রঙ্গদা ১৮৯২
২।শ্যামা ১৯৩৯
৩।বিসর্জন ১৮৯০
৪।মালিনী ১৮৯৬
৫।চন্ডালিকা ১৯৩৯


ছোট গল্পঃ

ক্রমিকছোটগল্পপ্রকাশের সময়কাল
১।গল্পগুচ্ছ ১৮৯৪
২।গল্পসল্প ১৯৪১
৩।তিনসঙ্গী ১৯৪০


প্রবন্ধঃ

ক্রমিকপ্রবন্ধপ্রকাশের সময়কাল
১।সভ্যতার সংকট ১৯৪১
২।স্বদেশ
৩।কালান্তর ১৯৩৭


ভ্রমণ কাহিনীঃ-

ক্রমিকভ্রমণ কাহিনীপ্রকাশের সময়কাল
১।রাশিয়ার চিঠি ১৯১৯
২।জাপান যাত্রী ১৯৩১
৩।পারস্যে ১৯১৯


উৎসর্গকৃত গ্রন্থঃ

১। বসন্ত (গীতিনাট্য) উৎসর্গ করেন কাজী নজরুল ইসলামকে।
২। কালের যাত্রা (নাটক) উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপধ্যায়কে।
৩। তাসের দেশ (নাটক) নেতাজি সুভাষচন্দ্র বসুকে।
৪। খেয়া (কাব্যগ্রন্থটি) উৎসর্গ করেন জগদীশ চন্দ্র বসুকে।
৫। আকাশ প্রদীপ (কাব্য গ্রন্থ) সুধীন্দ্রনাথ দত্তকে।
৬। বৌ ঠাকুরানীর হাট (উপন্যাসটি) উৎসর্গ করেন সৌদামিনী দেবীকে।
৭। পূরবী (কাব্য গ্রন্থটি) উৎসর্গ করেন কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে।


সম্পাদিত পত্রিকাঃ-

ক্রমিকপত্রিকাপ্রকাশের সময়কাল
১।সাধনা ১৮৯৪
২।ভারতী ১৮৯৮
৩।বঙ্গদর্শণ ১৯০১
৪।ভান্ডার১৯০৫
৫।তত্বাবোধিনী ১৯১১


প্রহসনঃ-

১। গোড়ায় গলদ(১৮৯২ সালে)।
২।বৈকুন্ঠের খাতা(১৮৯৭ সালে)।
৩। হাস্য কৌতুক (১৯০৭ সালে)
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।

No comments:

Post a Comment