সাধারন জ্ঞান পর্ব-৬। কে কোন তত্ত্বের প্রবক্তা।
সাধারণ জ্ঞানের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো কে কোন তত্ত্বের প্রবক্তা। বিভিন্নজন বিভিন্ন তত্ত্বের উদ্ভাবন করেছেন এবং স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।
১। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মুহম্মদ আলি জিন্নাহ।
২।ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- জন মিল।
৩। সামাজিক চয়ন তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ-অমর্ত্য সেন।
৪। বিশ্বগ্রাম ধারণা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল ম্যাকলুহাম।
৫।খাজনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ডেভিড রিকার্ডো।
৬। সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তরঃ- কাল মার্কস।
৭।আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তরঃ- ম্যাকস ওয়েবার।
৮।বিভাজন তত্ত্বের প্রবক্তা ( Theory of Separation) কে?
উত্তরঃ-মন্টেস্কু।
৯। সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-রুশো।
১০।অর্থের তত্ত্ব এর প্রবক্তা কে?
উত্তরঃ-জন লক।
১১। লেইস ফেয়ার নীতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-এডাম স্মীথ।
১২। উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-কাল মার্কস।
১৩। Theory of Comparative Cost বা তুলনা মূলক খরচ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ডেভিড রিকার্ডো।
১৪।দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-অধ্যাপক নার্কস।
১৫। নিম খাজনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল।
১৬। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ম্যালথাস।
১৭। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- ডালটন।
১৮। শ্রমবিভাগ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-এডাম স্মীথ।
১৯। সাম্যবাদ নীতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- কার্ল মার্কস।
২০। বিগ ব্যাং থিওরি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- স্টিফেন হকিংস।
২১। বানিজ্য তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ- ডেভিড রিকার্ডো।
২২। Theory of profit বা মুনাফা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- হলি।
২৩। Theory of Exploitation Liquidity তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-কার্ল মার্কস।
২৪। ডাইনামিক থিওরি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- জে বি ক্লার্ক।
২৫। ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল।
২৬। গ্রেসাম বিধির প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার টমাস গ্রেসাম।
২৭।আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার আইজ্যাক নিউটন।
২৮। আপেক্ষিক তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ- আইনস্টাইন।
২৯। "প্রাকৃতিক নির্বাচন মতবাদ" বা "Theory of Natural Selection" এর প্রবক্তা কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
৩০। “ডিম্বানু থেকেই সকল জীবের সূত্রপাত হয়”- এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে
৩১। “জীব থেকে জীবের উৎপত্তি হয়”- এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- লুই পাস্তুর
৩২। বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- লুই পাস্তুর
৩৩। “গাছের প্রাণ আছে” - এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার জগদীশ চন্দ্র বসু
৩৪। ‘বায়োজেনেটিক তত্ত্ব বা পুনরাবৃত্তি মতবাদ’-এর প্রবক্তা কে?
উত্তরঃ- আর্নেষ্ট হেকেল
৩৫। ‘কোষ মতবাদ বা কোষতত্ত্ব’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- স্নেইডেন ও সোয়ান
৩৬। ‘জিন মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- থমাস হান্ট মর্গান
৩৭। ‘মিউটেশন মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- হুগো দ্য ভ্রিম
৩৮। ‘প্যানজেনেসিস মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- ডারউইন
No comments:
Post a Comment