Jan 31, 2020

কে কোন তত্ত্বের প্রবক্তা।

সাধারন জ্ঞান পর্ব-৬। কে কোন তত্ত্বের প্রবক্তা।

কে কোন তত্ত্বের প্রবক্তা


 সাধারণ জ্ঞানের আজকের পর্বে আমরা জানার চেষ্টা করবো কে কোন তত্ত্বের প্রবক্তা। বিভিন্নজন বিভিন্ন তত্ত্বের উদ্ভাবন করেছেন এবং স্ব স্ব ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

১। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মুহম্মদ আলি জিন্নাহ।
২।ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- জন মিল।
৩। সামাজিক চয়ন তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ-অমর্ত্য সেন।
৪। বিশ্বগ্রাম ধারণা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল ম্যাকলুহাম।
৫।খাজনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ডেভিড রিকার্ডো।
৬। সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উত্তরঃ- কাল মার্কস।
৭।আমলাতন্ত্রের প্রবক্তা কে?
উত্তরঃ- ম্যাকস ওয়েবার।
৮।বিভাজন তত্ত্বের প্রবক্তা  ( Theory of Separation) কে?
উত্তরঃ-মন্টেস্কু।
৯। সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-রুশো।
১০।অর্থের তত্ত্ব এর প্রবক্তা কে?
উত্তরঃ-জন লক।



১১। লেইস ফেয়ার নীতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-এডাম স্মীথ।
১২। উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-কাল মার্কস।
১৩। Theory of Comparative Cost বা  তুলনা মূলক খরচ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ডেভিড রিকার্ডো।
১৪।দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-অধ্যাপক নার্কস।
১৫। নিম খাজনা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল।
১৬। জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-ম্যালথাস।
১৭। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- ডালটন।
১৮। শ্রমবিভাগ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-এডাম স্মীথ।
১৯। সাম্যবাদ নীতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- কার্ল মার্কস।
২০। বিগ ব্যাং থিওরি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- স্টিফেন হকিংস।




২১। বানিজ্য তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ- ডেভিড রিকার্ডো।
২২। Theory of profit বা মুনাফা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- হলি।
২৩। Theory of Exploitation Liquidity তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ-কার্ল মার্কস।
২৪। ডাইনামিক থিওরি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- জে বি ক্লার্ক।
২৫। ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- মার্শাল।
২৬। গ্রেসাম বিধির প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার টমাস গ্রেসাম।
২৭।আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার আইজ্যাক নিউটন।
২৮। আপেক্ষিক তত্তের প্রবক্তা কে?
উত্তরঃ- আইনস্টাইন।
২৯। "প্রাকৃতিক নির্বাচন মতবাদ" বা  "Theory of Natural Selection" এর প্রবক্তা কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
৩০। “ডিম্বানু থেকেই সকল জীবের সূত্রপাত হয়”- এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে




৩১। “জীব থেকে জীবের উৎপত্তি হয়”- এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- লুই পাস্তুর
৩২। বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ- লুই পাস্তুর
৩৩। “গাছের প্রাণ আছে” - এ মতবাদের প্রবক্তা কে?
উত্তরঃ- স্যার জগদীশ চন্দ্র বসু
৩৪। ‘বায়োজেনেটিক তত্ত্ব বা পুনরাবৃত্তি মতবাদ’-এর প্রবক্তা কে?
উত্তরঃ- আর্নেষ্ট হেকেল
৩৫। ‘কোষ মতবাদ বা কোষতত্ত্ব’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- স্নেইডেন ও সোয়ান
৩৬। ‘জিন মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- থমাস হান্ট মর্গান
৩৭। ‘মিউটেশন মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- হুগো দ্য ভ্রিম
৩৮। ‘প্যানজেনেসিস মতবাদ’ এর প্রবক্তা কে?
উত্তরঃ- ডারউইন

No comments:

Post a Comment